আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ডলার

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশীরা ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশী মুদ্রায় ১১ হাজার ৮০৮ কোটি টাকা (প্রতি ডলার ৮৩ টাকা ৭৫ পয়সা ধরে)। ঈদুল আজহার এ মাসে জুলাইয়ের তুলনায় ৭ দশমিক ২২ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে দেশে।

এর আগে টানা দুই অর্থবছর কমার পর গত অর্থবছর রেমিট্যান্সে ১৭ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির এ ধারাবাহিকতা চলতি অর্থবছরের প্রথম দুই মাসেও বজায় রয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

রেমিট্যান্সের প্রবৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ঈদের মাসে রেমিট্যান্স অনেক বেড়েছে। কারণ প্রবাসীরা কোরবানিসহ ঈদের কেনাকাটা করতে প্রচুর টাকা-পয়সা পাঠিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় হুন্ডি রোধে নানা পদক্ষেপ গ্রহণ করার কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আগস্টে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৭২ লাখ ডলার, বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৩ লাখ ডলার, বেসরকারি খাতের ৩৮টি ব্যাংকের মাধ্যমে ১০২ কোটি ৭৭ লাখ ডলার এবং বিদেশী সাত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। তবে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক এবং বিদেশী হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *