সিএসই-৩০ সূচকে আগের গুলোকে বাদ দিয়ে নতুন ৮ কোম্পানি

CSE-Final-Logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিএসই-৩০ ইনডেক্সে যোগ হলো আরো নতুন ৮ কোম্পানি। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলো হচ্ছে- আরগন ডেনিমস লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। যা ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

অন্যদিকে এ তালিকায় থাকা এবি ব্যাংক লিমিটেড, বেক্সিমকো, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, সিএসই-৩০ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ২৫.৬১ শতাংশ। এছাড়া ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৩৫.৫২ ভাগ

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *