এশিয়া-যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পুতিনের ঘোষণার পরই ইউক্রেনে পূর্ণ শক্তিতে হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। কিয়েভে কয়েক দিক থেকে হামলা চালানো হয়েছে। এমন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। তাছাড়া এর প্রভাব পড়তে শুরু করছে আর্থিক বাজারে। এরই মধ্যে এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। কমেছে সূচক। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, হংকং হ্যাং সেং এর সূচক কমেছে তিন দশমিক দুই শতাংশ, কোরিয়ান কোম্পিংয়ের কমেছে দুই দশমিক সাত শতাংশ, জাপানের নিক্কেই ২২৫ এর কমেছে দুই দশমিক চার শতাংশ। তাছাড়া চীনের সাংহাই কম্পোজিটের কমেছে শূন্য দশমিক নয় শতাংশ।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারগুলোও ধাক্কা খেয়েছে। এসময় ডাও ফিউচারের সূচক কমেছে দুই দশমিক চার শতাংশ, এস অ্যান্ড পি৫০০ এর সূচক কমেছে দুই দশমিক তিন শতাংশ ও নাসডাক ফিউচারের কমেছে দুই দশমিক আট শতাংশ। অন্যদিকে মস্কো এক্সচেঞ্জ বৃহস্পতিবার বাজারে লেনদেন স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি কার্যকর থাকবে বলেও জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *