জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতে বিরোধীদলের ‘বন্ধ’

Leftস্টকমার্কেটবিডি ডেস্ক :

জ্বালানির মূল্য বৃদ্ধি ও রুপির দর পতনের প্রতিবাদে ভারতজুড়ে বন্ধ পালন করছে দেশটির অন্তত ২১টি বিরোধীদল।

কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন বিরোধীদলগুলোর এ বন্ধ ভারতের বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

এনডিটিভি জানিয়েছে, সোমবার সকালে কংগ্রেস সভাপাতি রাহুল গান্ধি ভারতের রাজধানী দিল্লিতে প্রতিবাদ মিছিলে যোগ দেন।

দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) বন্ধে যোগ না দিলেও প্রতিবাদ মিছিলে তাদের এক নেতাকে পাঠিয়েছে।

শারদ পাওয়ার, এম কে স্ট্যালিনের মতো ভারতের শীর্ষস্থানীয় বিরোধীদলীয় নেতারা ও বাম দলগুলোর নেতারা বন্ধের প্রতি সমর্থন জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বন্ধে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কেরালা, কর্নাটক ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে বন্ধের কড়া প্রভাব পড়বে বলে ধারণা করছে ভারতীয় গণমাধ্যম।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *