বেসিক ব্যাংকের পর পদত্যাগ ইউসিবির এমডির

ucblস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার পদত্যাগ করলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ ই আবদুল মোহাইমেন। গত রবিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। গতকাল বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়।

চলতি মাসেই পদত্যাগ করেন বেসিক ব্যাংকের এমডি মোহাম্মদ আউয়াল খান।

জানা যায়, ২০১৩ সালের ৯ জুলাই ইউসিবিতে অতিরিক্ত এমডি হিসেবে যোগ দেন আবদুল মোহাইমেন। গত বছরের জুলাইয়ে তিন বছরের জন্য এমডি হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি ন্যাশনাল ফাইন্যান্সেরও এমডি ছিলেন।

আবদুল মোহাইমেন যোগদানের সময়ে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এম এ হাশেম। বর্তমানে ব্যাংকটির পুরো নিয়ন্ত্রণ প্রয়াত মন্ত্রী আক্তারুজ্জামান চৌধুরী বাবুর পরিবারের। এ কারণে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তাঁর সঙ্গে পর্ষদের দূরত্ব তৈরি হয়। এসব কারণেই তাঁকে পদত্যাগ করতে হয়। তবে এ ব্যাপারে ব্যাংকটির কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *