ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি ৮২ লাখ টাকা

block-mনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯ কোম্পানির ১ কোটি ৩ লাখ ১২ হাজার ৫৮১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৩০ কোটি ৮২ লাখ ৪৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এগুলো হলো- বাটা সু, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, গোল্ডেন হার্ভেস্ট, গ্রামীন ফোন, মবিল যমুনা, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসআইবিএল, স্কয়ার ফার্মা এবং ইউসিবি।

আজ বুধবার ব্লক মার্কেটে বাটা সুর ৭ হাজার ৭৫৬টি শেয়ার ২ বার লেনদেন হয়, যর বাজার দর ৮৬ লাখ ১৭ হাজার টাকা। ইবিএল এনআবি মিউচ্যুয়াল ফান্ডের ৮৫ লাখ শেয়ার ৩ বার লেনদেন হয়, যর বাজার দর ৫ কোটি ৯৫ লাখ টাকা।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১৫ হাজার ৮৪টি শেয়ার ১ বার লেনদেন হয়, যর বাজার দর ৮ লাখ ১০ হাজার টাকা। গ্রামীন ফোনের ১ লাখ ৪৪ হাজার ৪৯টি শেয়ার ৬ বার লেনদেন হয়, যার বাজর দর ৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা।

মবিল যমুনার ১১ হাজার ৭৫৯টি শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার দর ১৩ লাখ ১৭ হাজার টাকা। এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ লাখ ৭৮ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যর বাজার দর ২৩ লাখ ১৪ হাজার টাকা। এসআইবিএলের ৮ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যর বাজার দর ১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।

স্কয়ার ফার্মার ৬ লাখ ২৫ হাজার ৯৩৩টি শেয়ার ৯ বার লেনদেন হয়, যার বাজার দর ১৭ কোটি ৮ লাখ ১৪ হাজার টাকা এবং ইউসিবির ৩০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার দর ৬ লাখ ৯৬ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *