ব্লক মার্কেটে ৩০ কোম্পানির লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৮ লাখ ৮৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ৭২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

জিবিবি পাওয়ার লিমিটেডের ৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জেনেক্স ইনফোসিস ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা,এএফসি অ্যাগ্রো বায়োটেক, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, জিবিবি পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল হাউজিং, দ্য পেনিনসুলা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ, সোস্যাল ইসলামী ব্যাংক, সিলভা ফার্মা, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা ও এস.এস স্টিল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *