চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৪ শতাংশ : বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১-২২ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। করোনা মহামারির ধাক্কা সামলে রপ্তানি এবং ভোগ ব্যয় বাড়তে শুরু করায় জিডিপি বাড়তে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার ‘শিফটিং গিয়ার্স : ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট’ শীর্ষক ষান্মাসিক প্রতিবেদনে এ ভবিষ্যদ্বাণী করা হয়। বিশ্বব্যাংক বাংলাদেশ সম্পর্কে বলেছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরো বেড়ে হতে পারে ৬ দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের অর্থনীতি ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে। চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৮ দশমিক ৩ শতাংশ, মালদ্বীপের প্রবৃদ্ধি হতে পারে ২২ দশমিক ৩ শতাংশ, শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৩ শতাংশ।

এ ছাড়া ভুটানের এ অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশ, নেপালের ৩ দশমিক ৯ শতাংশ এবং পাকিস্তানের ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে বিশ্বব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *