ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ৬৬ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ২৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, এডিএন টেলিকম, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, বিবিএস কেবলস, ঢাকা ডাইং, ড্যাফোডিল কম্পিউটার্স, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি, ইফাদ অটোস, ইসলামিক ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার, মালেক স্পিনিং, এমজেএলবিডি, ন্যাশনাল হাউজিং, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, শাশা ডেনিমস, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *