মোবাইল ব্যাংকিংয়ে ১৮টি ব্যাংক : দিনে ১ হাজার কোটি টাকা লেনদেন

mobil স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক প্রতিদিনই বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেনদেনের পরিমাণ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন এক হাজার কোটি টাকা ছাঁড়িয়েছে। মোবাইল আর্থিক হিসাব (এমএফএস) নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অতিদ্রুত টাকা পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। দিন দিন গ্রাহক সংখ্যা বাড়ছে। দেশের সব শ্রেণি পেশার মানুষ এর আওতায় যুক্ত হচ্ছে। ফলে মোবাইল ব্যাংকিং দেশের ব্যাংকিং সেবায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মোট ১৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ে জড়িত। এসব প্রতিষ্ঠান ফেব্রুয়ারি শেষে মোট নিবন্ধিত এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার। এর মধ্যে সক্রিয় হিসাবের সংখ্যা ২ কোটি ৮ লাখ ৩১ হাজার। ফেব্রুয়ারিতে সক্রিয় হিসাবের সংখ্যা জানুয়ারির তুলনায় বেড়েছে এক লাখ ১৮ হাজার বা দশমিক ৬ শতাংশ। জানুয়ারিতে সক্রিয় মোবাইল ব্যাংকিংয়ের হিসাব সংখ্যা ছিল দুই কোটি ৭ লাখ ১৩ হাজার। আলোচিত সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৭৩৪ জনে।

সর্বশেষ তথ্য মতে, ফেব্রুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ে মোট লেনদেন হয়েছে ২৮ হাজার ৪৪৫ কোটি টাকা। জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৩০ হাজার ৩৯৬ কোটি টাকা। লেনদেনের অর্থ কমার পাশাপাশি ফেব্রুয়ারিতে লেনদেনের সংখ্যাও ৫ দশমিক ৪ শতাংশ কমেছে। ফেব্রুয়ারিতে এমএফএসে মোট লেনদেন হয়েছে ১৬ কোটি ২০ লাখ ৮১ হাজার, জানুয়ারিতে যা ছিল ১৭ কোটি ১২ লাখ ৭৬ হাজার।

উল্লেখ, ফেব্রুয়ারি মাস ছিল ২৮ দিনের আর জানুয়ারি ৩১ দিনের। তাই জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেন কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *