যুক্তরাষ্ট্রের ইস্যুতে চীনের শেয়ারবাজারে আতঙ্ক

chinaস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিরোধ শুরুর পর থেকে চীনে বিনিয়োগকারীদের আস্থা ক্রমেই কমছে। আর এর ফলে দেশটির শেয়ারবাজারে মন্দাভাব দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার চীনের শেয়ারবাজার পড়ে গেছে।

আজ সকালের পর্ব শেষে সিএসআই ৩০০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৩ হাজার ৩৬০ দশমিক ৯২ পয়েন্টে গিয়ে ঠেকে। আবার সাংহাই কম্পোজিট সূচক শূন্য দশমিক ৮ শতাংশ কমেছে।

চায়না ফরচুন সিকিউরিটিজের বিশ্লেষক ইয়ান কাইওয়েন বলেন, বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশ হতাশ হয়ে পড়েছেন। তাঁরা শঙ্কার মধ্যেও আছেন। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের কারণে ব্যবসা ক্রমান্বয়ে কমতে থাকার জন্যই এই শঙ্কা বা হতাশা তৈরি হয়েছে।

চীনের অন্য শেয়ারবাজারেও পড়তির চিত্র স্পষ্ট। হ্যাংসেং সূচক শূন্য দশমিক ৬ শতাংশ কমে গেছে। অন্যদিকে হংকং চায়না সূচক শূন্য দশমিক ৬ শতাংশ কমে গেছে।

চীনের ক্ষুদ্র শেনজেন সূচক ১ দশমিক ১৮ শতাংশ কমে গেছে। চাইনেক্সট কম্পোজিট সূচক শূন্য দশমিক ১১ শতাংশ কমে গেছে।

চীনের শেয়ারবাজারের এই ক্রমাবনতির প্রভাব পড়েছে আঞ্চলিক শেয়ারবাজারগুলোতেও। এমএসসিআইয়ের এশিয়া এক্স-জাপান শেয়ারবাজারের সূচক কমেছে শূন্য দশমিক ১৯ শতাংশ। তবে জাপানের নিকিইয়ের সূচক শূন্য দশমিক ১১ শতাংশ বেড়েছে।

চীনের মুদ্রা ইউয়ানের মূল্যমান ডলারের বিপরীতে শূন্য দশমিক ১৫ শতাংশ কমে গেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *