চীনে নতুন জ্বালানি ফোরামের সম্মেলন শুরু

2016_06_10_6192_1465526235._large-696x418স্টকমার্কেটবিডি ডেস্ক :

চীন ও আসিয়ানের দেশগুলোর সমন্বয়ে গঠিত নতুন জ্বালানি ফোরামের সম্মেলনে ১২টি দেশ ও দু’টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিংয়ে বুধবার শুরু হয়েছে। খবর সিনহুয়ার।

এ ফোরামের দু’দিনব্যাপী সম্মেলনে নতুন জ্বালানি, এ সংক্রান্ত নীতিমালা, নতুন ও নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপপ্রধান কাই জিয়ানিং বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নতুন জ্বালানি উৎস এবং সৌর, বায়ু ও জৈব ভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি হবে পূর্ব এশীয় ও আসিয়ানের দেশগুলোর কৌশলগত অগ্রাধিকার।’

তিনি আরো বলেন, নতুন জ্বালানির ক্ষেত্রে চীন আসিয়ানের দেশগুলোর সাথে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

চীন,ভিয়েতনাম,লাওস,কম্বোডিয়া,মিয়ানমার, থাইল্যান্ড,নেপাল, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, মিশর, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের পাশাপাশি আসিয়ান-চায়না সেন্টার ও এশিয়ান ডেভোলাপমেন্ট ব্যাংক এ সম্মেলনে অংশ নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *