রানার অটোমোবাইলসের বিডিংয়ে ১ম ঘন্টায় ৩টি দর প্রস্তাব

Runner logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং সোমবার বিকাল হতে শুরু হয়েছে। এখন পর্যন্ত মোট তিনটি প্রতিষ্ঠান এশেয়ারের দর প্রস্তাব জমা দিয়েছে। এই বিডিং মোট ৭২ ঘন্টা চলবে।

জানা গেছে, ১০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় এই বিডিং শুরু হলেও প্রথম ঘন্টা শেষে বেলা ৬ টা পর্যন্ত মোট ৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে।

প্রস্তাবিত দরগুলো ৮০ টাকায় ২টি প্রতিষ্ঠান ও ৮১ টাকায় একটি প্রতিষ্ঠান করেছে।

এই আগে গত ১০ জুলাই বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন পায় রানার অটোমোবাইলস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর ১৯ অক্টোবর কোম্পানিটি সোনারগাঁও হোটেলে একটি রোড শো আয়োজন করে।

রানার অটোমোবাইলস আইপিও ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭০ পয়সা; পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ারপ্রতি নীট সম্পত্তি দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৪ পয়সা এবং করপরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *