লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক

ific-smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষ ১০এর তালিকায় শীর্ষে আইএফআইসি ব্যাংক লিমিটেড রয়েছে। আর তালিকায় আধিপত্য বিস্তার করেছে ব্যাংকিং খাতের কোম্পানি। আজ মঙ্গলবার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৪টিই ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শীর্ষ ১০এর তালিকায় শীর্ষে আইএফআইসি ব্যাংক লিমিটেড রয়েছে। এদিন কোম্পানিটির ২ হাজার ৯৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪১ কোটি ১৮ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ২০.৬ টাকা। আর সর্বশেষ ২০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ১৯.৯০ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবস লিমিটেড। এদিন কোম্পানিটির ৭ হাজার ২০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪০ কোটি ২৭ লাখ টাকা। সর্বোচ্চ ১৫২.৪০ টাকা। আর সর্বশেষ ১৩৮.৮০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ১৩৫.২০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরএএকে সিরামিকস (বিডি) লিমিটেড। এদিন কোম্পানিটির ৪ হাজার ৪৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৩ কোটি ৩৫ লাখ টাকা। সর্বোচ্চ ৬২.১০ টাকা। আর সর্বশেষ ৬০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ৫৯.৪০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের বাজার দর ২৫ কোটি ৫ লাখ টাকা, আল-আরাফাহ ব্যাংক লিমিটেডের বাজার দর ২৪ কোটি ৬০ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের বাজার দর ২৪ কোটি, ফরচুন সুজ লিমিটেডের বাজার দর ২২ কোটি ২ লাখ টাকা, এবি ব্যাংক লিমিটেডের বাজার দর ২০ কোটি ৬৮ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বাজার দর ১৭ কোটি ১২ লাখ টাকা ও এমজেএল বাংলাদেশ লিমিটেডের বাজার দর ১৭ কোটি ৮ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *