ফুড-এগ্রোক্যাম-পোল্ট্রি এক্সপো শুরু ২১ মার্চ

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকায় ফুড অ্যান্ড এগ্রো, এগ্রোক্যাম এবং পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৮ শুরু হবে আগামী ২১ মার্চ।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী এ এক্সপোর আয়োজন করেছে সেমস গ্লোবাল।

সোমবার (১২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেমস-এর গ্রুপ প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম।

তিনি বলেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আমেরিকা, শ্রীলংকা, চীন, রাশিয়া, ভিয়েতনাম, ভারত ও বাংলাদেশের খাদ্যপণ্য, কৃষিজাত উপকরণ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রায় ১৩০টি প্রতিষ্ঠান ১৮০টি স্টলের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেবে। সেখানে খাদ্যপণ্য, পানীয়, কৃষিজাত পণ্য, পোল্ট্রি পণ্য, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ মেশিনারিজ, রাসায়নিক উপকরণসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদর্শন করা হবে।

প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, টিএম জাহিদ হোসেন, তানভীর কামরুল ইসলাম, নাঈম শরিফ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *