রাজধানীর রিকশাচালককে বিমা করানোর উদ্যোগ নিয়েছে আইডিআরএ

idr-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর এক হাজার রিকশাচালককে বিমা করানোর উদ্যোগ হাতে নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)।আইডিআরএর এ টাকায় বিমা করে থাকা রিকশাচালকরা ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

রবিবার (১৮ মার্চ) রাজধানীর মতিঝিলের আইডিআরএর প্রধান কার্যালয়ে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারি এসব কথা বলেন।

চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, ইমেজ সংকট থাকা বিমাখাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার ও সাধারণ মানুষের কাছে বিমাকে জনপ্রিয় করতে আমরা এ কাজ করছি। তারই অংশ হিসেবে ২৬ মার্চ স্বাধীনতার দিবসে এ পরিকল্পনা হাতে নিয়েছি। এর অর্থ সংগ্রহের জন্য আইডিআরএর কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতনের টাকা দিয়েছে।

চেয়ারম্যান শফিকুর রহমান আরও বলেন, ৭৫ টাকা প্রিমিয়ামের(মূল্যের)২৫ মার্চ রাজধানীর ধানমন্ডিতে প্রথম দফায় ১শ’জন রিকশাচালককে এ বিমার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে বাকি নয়শ’জনকে বিমার আওতায় আনা হবে। যার সা‌র্বিক সহ‌যো‌গিতা কর‌বে গ্রিন ডেল্টা ইন্সু‌রেন্স কোম্পা‌নি। এরফলে রিকশাচালকরা দুর্ঘটনা পরবর্তী আর্থিক ক্ষ‌তিপূরণ পেয়ে আর্থিকভাবে কিছুটা স্বস্থিতে থাকবেন। এছাড়াও চালকদের পাশাপাশি স্কুল-শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও স্বাস্থ্য বিমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিমার আওতায় কোনো রিকশাচালক দুর্ঘটনায় চোখ, হাত, পাসহ শরী‌রের কো‌নো অ‌ঙ্গের ক্ষতি কিংবা প্রাণহা‌নি হ‌লে ‌গ্রাহক পা‌বেন স‌র্বোচ্চ এক লাখ টাকা বলে জানানো হয়।

সভায় আই‌ডিআরএর সদস্য গোকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহ‌মেদ, আইআরএফর সভাপতি গোলাম সামদানী, সাধারণ সম্পাদক গাযী আনোয়ারুল হক, সহ-সভাপতি গোলাম মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএম মাসুদ, অর্থ-সম্পাদক রহিম শেখ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুল ইসলাম প্রমুখ।

আইডিআরএর সদস্যরা জানান, বিমার গুরুত্ব ও মানুষ‌কে মধ্যে স‌চেতনতা বাড়া‌নোই আমাদের প্রধান লক্ষ্য। এতে ক‌রে রিকশাসহ অন্যান্য যানবাহ‌নের চালকরা বিমা কর‌তে উৎসা‌হিত হ‌বেন। এছাড়া শুধু চালকরা নয় নি‌জের নিরাপত্তার জন্য ৭৫টাকা প্রি‌মিয়া‌মে এ বিমা কর‌তে পার‌বেন যেকো‌নো ব্যক্তি। একবছ‌র মেয়াদী মাত্র ৭৫ টাকা দি‌য়ে এ বিমা কর‌লে ক্ষ‌তিপূরণ বাবদ স‌র্বোচ্চ এক লাখ টাকা পা‌বেন গ্রাহক।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *