স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
আশুলিয়ার জামগড়ায় পলমল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে থাকা ওই পোশাক কারখানায় দুপুরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নি।
অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, দুপুরের পর আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডি ইপিজেডের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ও কাজ শুরু করে।
তবে কি কারণে কারখানায় আগুন লেগেছে, কেউ হতাহত হয়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
স্টকমার্কেটবিডি.কম//////