লুজার তালিকায় নতুন কোম্পানিগুলো

5-logoনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর দর লুজার তালিকায় নেমে গেছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় ছিল এই ‘এন’ ক্যাটাগরির ৫ কোম্পানি। যেখানে চলতি মাসের বেশিরভাগ সময়ে এই শেয়ারগুলোর ব্যাপক দাপট ছিল বাজারে।

টপটেন লুজারে থাকা নতুন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং (কেপিপিএল), সুহৃদ ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

সংশ্লিষ্টদের মতে, নতুন শেয়ারগুলো লেনদেন শুরুর পরেই কারসাজি চক্র অস্বাভাবিকভাবে দর বাড়ায়। কিন্তু এ ধরনের কোম্পানির প্রতি বিএসইসি শক্ত অবস্থান নিয়েছে। আবার কোম্পানিগুলোতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, এমন খবরে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বেড়েছে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ২১ দশমিক ৯১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ১৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৭২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লুজারের ৬ষ্ঠ স্থানে রয়েছে কেপিপিএল। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ১৯ দশমিক ৩১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সপ্তাহের ব্যবধানে ১৮ দশমিক ১৬ শতাংশ দর কমে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লুজারের সপ্তম স্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির গড় লেনদেন ছিল ১ কোটি ৫৯ লাখ টাকা। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ১৭ দশমিক ৬৫ শতাংশ ও খান ব্রাদার্সের ১৮ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে