ব্লক মার্কেটে মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বৃদ্ধি

dse1স্টকমার্কেট ডেস্ক :

ব্লক মার্কেটে সোমবার ২ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন বৃদ্ধি পেয়েছে। ফান্ড ও কোম্পানি মিলে এদিন মোট ৫৫ লাখ ৯৯ হাজার ৯৫টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৭৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড । ফান্ডটি আজ ৩০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড ১৫ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৬৪ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, বাটা সু, হাইডেলবার্গ সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেকিট বেনকিজার ও স্কয়ার ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রিপাবলিক ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এআর-২’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০১৬ সালের ২১ আগষ্ট পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পিপলস লিজিংয়ের ১৫০ কোটি টাকা আত্মসাৎ : পরিচালক গ্রেফতার

dudokবিশেষ প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ১৪৬ কোটি ৪৮ লাখ ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর পল্টন থানায় পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় প্রতিষ্ঠানটির দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার করে এসব টাকা আত্মসাতে পিপলস লিজিংয়ের সাবেক তিন কর্মকর্তাসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পরই গতকাল প্রতিষ্ঠানটির সাবেক এক পরিচালকসহ দুজনকে গ্রেফতারও করেছে দুদক।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের অনুসন্ধান শেষে প্রাথমিক প্রমাণ স্বাপেক্ষে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক পরিচালকসহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা হয়েছে। গতকালই কমিশনের উপপরিচালক মো. রফিকুল ইসলাম রাজধানীর পল্টন থানায় মামলা দুটি করেন। মামলার পরই দুই আসামিকে গ্রেফতার করে পল্টন থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে নেয়া হবে।

গ্রেফতারকৃতরা হলেন— পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক খবির উদ্দিন মিঞা ও মেসার্স নাহার ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ সোলায়মান রুবেল। দুই মামলার ১৪ আসামির মধ্যে পিপলস লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক দলিল-উল-হক ও উপব্যবস্থাপনা পরিচালক কবির মোস্তাক আহমেদ দুটি মামলাতেই আসামি।

মামলার অন্য আসামিরা হলেন— পিপলস লিজিংয়ের পরিচালক খবির উদ্দিন মিঞার স্ত্রী শিরিন আহমেদ, ছেলে খাইরুল হাসান, তিন মেয়ে শারমিন আহমেদ, তানিয়া আহমেদ ও সোনিয়া আহমেদ, দুই জামাতা আবদুস সোবহান ও আশরাফ খান, শ্যালক আতাউর রহমান, নাহার ইন্টারন্যাশনালের মালিক সোলায়মান রুবেলের বাবা গিয়াস উদ্দিন হাওলাদার এবং পিপলস লিজিংয়ের সাবেক মহাব্যবস্থাপক এএনএম তারিক চৌধুরী।

দুদক সূত্র জানায়, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ও বর্তমান পাঁচ পরিচালক বোর্ডের অনুমোদন ছাড়াই কৌশলে প্রতিষ্ঠানটির বড় অঙ্কের টাকা তুলে নেন। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে এ বিষয়টি নজরে এলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় অনুসন্ধানে নামে দুদক।

অনুসন্ধানে বেশ কয়েকজনের বিরুদ্ধে আর্থিক লাভের আশায় অবৈধভাবে ঋণ সুবিধা দেয়ার প্রমাণ পাওয়া গেছে। ঋণ প্রদানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের ডিএফআইএম সার্কুলার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়মাচার অমান্য করেছে। ভুয়া জামানত ব্যবহারের পাশাপাশি বিনিয়োগ হিসাবে বকেয়া থাকা সত্ত্বেও মার্জিন ঋণ দিয়েছে। ফলে পিপলস লিজিংয়ের ১৪৬ কোটি ৪৮ লাখ ২৪ হাজার টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এতে ঋণগ্রহীতার পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের যোগসাজশের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি ৪০৯/৪২০/১০৯ ধারায় ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

দুই মামলার এজহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক খবির উদ্দিন মিঞাসহ ১১ জনের বিরুদ্ধে জামানত ছাড়াই ৭৩ কোটি ৫০ লাখ ৮৩ হাজার টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ওই পরিচালক ও তার পরিবারের নয়জন সদস্য ছাড়া প্রতিষ্ঠানটির সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

আরেক মামলায় নাহার ইন্টারন্যাশনালের মালিক সোলায়মান রুবেলের বিরুদ্ধে ভুয়া জামানতের মাধ্যমে ৭২ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তার যোগসাজশে ওই আত্মসাতের ঘটনা ঘটে বলে এজাহারে বলা হয়। কর্মকর্তাদের পাশাপাশি সোলায়মান রুবেলের বাবাও এ মামলার আসামি।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, পিপলস লিজিংয়ের বর্তমান ও সাবেক পরিচালকদের বিরুদ্ধে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিধিবহির্ভূতভাবে প্রতিষ্ঠানটির ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করে দুদক। এরই অংশ হিসেবে প্রায় দেড়শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গতকাল দুটি মামলা করেছে দুদক। বাকি টাকা আত্মসাতের বিষয়ে দুদকের অনুসন্ধান কোন পর্যায়ে রয়েছে, তা জানা যায়নি। তবে আর্থিক প্রতিষ্ঠানটির সাবেক কয়েকজন পরিচালক তাদের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগকৃত টাকা এরই মধ্যে অভ্যন্তরীণভাবে সমাধান করেছেন বলে জানিয়েছেন পিপলস লিজিংয়ের কর্মকর্তারা।

এ প্রসঙ্গে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী সাংবাদিকদের বলেন, সাবেক পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পরই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কয়েকজন পরিচালক এরই মধ্যে আমাদের সঙ্গে আলোচনা করে তাদের দেনা পরিশোধ করেছেন। যারা বিষয়টিতে এখনো কোনো সমাধানে আসেননি, তাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। ফলে আদালতের মাধ্যমেই তারা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ প্রদান করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

গ্রাহক বাড়ায় গ্রামীণফোনের ০১৩ নম্বর সিরিজ

grameenস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন গ্রাহক বৃদ্ধি পাওয়ায় ০১৭ সিরিজের পাশাপাশি নতুন করে ০১৩ নম্বর সিরিজ ব্যবহারের অনুমতি পেয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বৈঠকে রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, শর্ত সাপেক্ষে গ্রামীণফোন ০১৩ সিরিজ ব্যবহারের অনুমতি পেয়েছে।

০১৭ সিরিজে বরাদ্দ পাওয়া ১০ কোটি নম্বর শেষ হয়ে আসায় নতুন নম্বর সিরিজ চেয়ে গত বছর বিটিআরসির কাছে আবেদন করে অপারেটরটি।

জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে মুঠোফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে সিটিসেল ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, রবি ০১৮ ও বাংলালিংক ০১৯ নম্বর সিরিজ ব্যবহার করে। এর বাইরে ০১০, ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ অব্যবহৃত ছিল। সেখান থেকেই ০১৩ সিরিজটি ব্যবহারের জন্য গ্রামীণফোনকে দেওয়ার সিদ্ধান্ত হলো। একেকটি সিরিজ দিয়ে ১১ অঙ্কবিশিষ্ট ১০ কোটি নম্বর অপারেটররা বিক্রি করতে পারে।

গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ‘আমাদের বর্তমান নম্বর সিরিজ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। নতুন গ্রাহকদের সেবা দিতে নতুন নম্বর সিরিজ প্রয়োজন।’

স্টকমার্কেটবিডি.কম/এমআর

রূপালী ইন্স্যুরেন্সের ৫০ হাজার শেয়ার ক্রয়

Rupali-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এম জান্নাত আলি মিয়া নামে বীমার এই পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার ক্রয় করলেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করেছেন।

পূর্ব ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা সম্পন্ন হয়েছে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয় সম্পন্ন

central-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জয়নাল আবেদিন চৌধুরি নামে বীমার এই পরিচালক প্রতিষ্ঠানটির ১৩ হাজার শেয়ার ক্রয় করলেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করেছেন।

পূর্ব ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা সম্পন্ন হয়েছে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. কেয়া কসমেটিকস
  2. বিএসআরএম লি.
  3. এমজেএলবিডি
  4. ন্যাশনাল টিউবস
  5. শাহজিবাজার পাওয়ার
  6. লাফার্জ সুরমা
  7. ডেল্টা লাইফ
  8. বিএসআরএম স্টিল
  9. আমান ফিডস
  10. স্কয়ার ফার্মা।

দুই এক্সচেঞ্জেই কমেছে সূচক : লেনদেনও সামান্য কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই স্টক এক্সেচেঞ্জেই দুই এক্সচেঞ্জেই আগের দিনের চেয়ে কমেছে সব ধরণের মূল্য সূচক। এদিন উভয় বাজারের লেনদেনও আগের দিনের চেয়ে সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৪৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৪৭০ কোটি ৬৯ লাখ লেনদেন হয়। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২৩ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৬ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৩.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগের দর কমেছে। এদিন বেড়েছে ১১২ টির, কমেছে ১৩০ টির আর অপরিবর্তিত রয়েছে ৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- কেয়া কসমেটিকস, বিএসআরএম লি., এমজেএলবিডি, ন্যাশনাল টিউবস, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, ডেল্টা লাইফ, বিএসআরএম স্টিল, আমান ফিডস ও স্কয়ার ফার্মা।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কেয়া কসমেটিকস ও বিএসআরএম লি.।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

শাহজালাল ব্যাংকের বন্ড ছাড়ার সিদ্ধান্ত

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ৪০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

সম্প্রতি এই সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির উল্লেখিত এই প্রস্তাবটি এজিএমের শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তন

ipdcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) নাম পরিবর্তন করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) নাম পরিবর্তন করে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড করা হবে।

এটি অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৭ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।

তবে এ ক্ষেত্রে কোম্পানিটিকে বাংলাদেশ ব্যাংকেরও অনুমোদন নিতে হবে বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড