ডিএসইতে আগস্টে ১১ কোটি টাকার রাজস্ব আদায়

taxস্টকমার্কেট ডেস্ক :

গত আগস্ট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের প্রায় ১১ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। জুলাই মাসের তুলনায় এ মাসে রাজস্ব আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগস্ট মাসে সরকার ডিএসই’র মাধ্যমে মোট ১০ কোটি ৮৮ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। এরমধ্যে বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন থেকে ৯ কোটি ৬৩ লাখ টাকা ও উদ্যোক্তা/পরিচালকদের এবং প্লেসমেন্ট শেয়ার লেনদেন থেকে ১ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

এদিকে জুলাই মাসে সরকার মোট ৮ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব আয় করেছে। এরমধ্যে বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন থেকে ৬ কোটি ৭৩ লাখ টাকা ও উদ্যোক্তা/পরিচালকদের এবং প্লেসমেন্ট শেয়ার লেনদেন থেকে ২ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আয় করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এবি ব্যাংকের নোমিনিটেড পরিচালকের ১০০০ শেয়ার

ab-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের একজন নোমিনিটেড পরিচালক ১ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আশিশ বরণ সরকার নামে ব্যাংকের এই পরিচালক প্যাসিফিক মটরসের নোমিনিটেড পরিচালক। তিনি ব্যাংকটির এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করলেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেছেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

জেমিনি পরিচালকের আরো শেয়ার বিক্রি সম্পন্ন

zeminiস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের একজন পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কাজী শহীদ আহমেদ নামে কোম্পানিটির এই পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করলেন। তখন তার হাতে মোট ৩ লাখ ৮৮ হাজার ২২০টি শেয়ার ছিল।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করলেন।

তারা এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করেছেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

আজ কাজী শহীদ আহমেদ কোম্পানিটির আরো ২৫ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা করলেন। এখন তার হাতে মোট ৩ লাখ ৩৮ হাজার ২২০টি শেয়ার আছে বলে জানান।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

একই পরিচালকের আরো শেয়ার বিক্রির ঘোষণা

zeminiস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের একজন পরিচালক আরো ২৫ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কাজী শহীদ আহমেদ নামে কোম্পানিটির এই পরিচালক প্রতিষ্ঠানটির ২৫ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৩ লাখ ৩৮ হাজার ২২০টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

তারা এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এরআগে গত ৩০ আগষ্ট কাজী শহীদ আহমেদ কোম্পানিটির ৫০ হাজার শেয়ার বিক্রয় করবেন। তখন তার হাতে মোট ৩ লাখ ৮৮ হাজার ২২০টি শেয়ার আছে বলে জানান।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. শাহজিবাজার পাওয়ার
  2. মবিল যমুনা
  3. বিএসআরএম লি:
  4. ডরিন পাওয়ার
  5. সিঙ্গার বিডি
  6. ইসলামী ব্যাংক
  7. আলহাজ্ব টেক্সটাইল
  8. ন্যাশনাল টিউবস
  9. বিএসআরএম স্টিল
  10. ইউনাইটেড পাওয়ার।

লেনদেন ও সূচকের উত্থানে সপ্তাহ শুরু

index upনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথমদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচক ও লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭২ কোটি টাকা বেড়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৪০৭ কোটি ২২ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৩ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৪৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেড়েছে ১১২টির, কমেছে ১৫৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা, বিএসআরএম লি:, ডরিন পাওয়ার, সিঙ্গার বিডি, ইসলামী ব্যাংক, আলহাজ্ব টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, বিএসআরএম স্টিল ও ইউনাইটেড পাওয়ার।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার ও বিএসআরএম লি:।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

সাবসিডিয়ারি প্রতিষ্ঠান একীভূতে হাইকোর্টের অনুমোদন পেল বেঙ্গল উইন্ডসর

courtনিজস্ব প্রতিবেদক :

সাবসিডিয়ারি বেঙ্গল পেট্রোকেম অ্যান্ড সিনথেটিক টেক্সটাইলস লিমিটেডকে একীভূত করবে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড। একীভূতের বিসয়টিকে হাইকোর্টের অনুমোদন পেল বেঙ্গল উইন্ডসর। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ৯৯ শতাংশ শেয়ারের মালিকানায় থাকা তালিকাভুক্ত কোম্পানিটি বাকি শেয়ার অধিগ্রহণ করে একীভূতকরণ স্কিম বাস্তবায়ন করতে চায়।

কোম্পানি সূত্রে জানা গেছে, বেঙ্গল উইন্ডসর ও এর পরিচালকদের মালিকানায় থাকা বেঙ্গল পেট্রোকেম অ্যান্ড সিনথেটিক টেক্সটাইলস মূল প্রতিষ্ঠানের মতোই প্লাস্টিক পণ্য উত্পাদন করে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদও পরিচালিত হচ্ছে একই ব্যক্তিদের দ্বারা। দুটি প্রতিষ্ঠানের কারখানাও ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) অবস্থিত। একই পরিচালনা পর্ষদের অধীন ব্যবসা পরিচালনার জন্যই একীভূতকরণ স্কিম হাতে নেয়া হয়েছে। বিপণন, প্রচার ও প্রশাসনিক ব্যয়ের পাশাপাশি অন্যান্য পরিচালন ব্যয়ও কমবে বলে আশা করছেন কোম্পানির কর্মকর্তারা। তবে এজন্য আদালত, নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।

বর্তমানে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির প্রায় ৯৯ শতাংশ শেয়ারের মালিক বেঙ্গল উইন্ডসর। বাকি শেয়ার বেঙ্গল উইন্ডসর ব্যবস্থাপনা পরিচালকের হাতে। বাইরে থাকা শেয়ার অধিগ্রহণ করে সাবসিডিয়ারি কোম্পানিটিকে বেঙ্গল উইন্ডসরের সঙ্গে একীভূত করা হবে। আজ (বুধবার) পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই একীভূতকরণ স্কিমের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে। আদালতের অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে তাদের অনুমোদন নেয়া হবে।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসরের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৩ কোটি ১৬ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

সাউথইষ্ট ব্যাংকের ১ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

southest-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের এক উদ্দোক্তা ১ লাথ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রওশন আরা রহমান নামে ব্যাংকের এই উদ্দোক্তা ব্যাংকটির এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ডেল্টা ব্র্যাকের বছর গনণায় পরিবর্তন

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেডে বছর গনণায় পরিবর্তন আনছে। আগামী ১ জানুয়ারি হতে কোম্পানিটি নতুন হিসাবে বছর গনণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩১ জুনের এর পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর হিসাব বছর গনণা করবে। ২০১৭ সালে এ গনণা শুরু করবে কোম্পানি।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বিমা- আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরন করার নির্দেশনা দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা আগামীকাল

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেডের বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় জুন মাসে শেষ হওয়া ২০১৬ সালের বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় শেষ হওয়া গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় জুন ২০১৬ এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড