জেএমআই গ্রুপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন আদালত

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এন-৯৫ মাস্ক সরবরাহকারী জেএমআই গ্রুপের বিরুদ্ধে তদন্ত, তাদের সঙ্গে সবধরনের চুক্তি বাতিলসহ ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৩ মে) নোটিশের বিষয়টি জানিয়েছেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে তিনি এবং ব্যারিস্টার মো. কাওছার মঙ্গলবার (১২ মে) এই নোটিশ পাঠিয়েছেন।

মন্ত্রণালয়ের সচিবসহ সরকরারের সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ে মূখ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রণালয়ের সচিবসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে।

নোটিশে সরকারি দরপত্র আহবানের ক্ষেত্রে ব্ল্যাকলিস্ট করা, ক্ষতিপূরণ আদায় এবং তাদের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি মামলা দায়ের করতে বলা হয়েছে। সেইসঙ্গে এই মাস্ক কোন কোন হাসপাতালে সরবরাহ করা হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।

এছাড়া কোন কোন ডাক্তার অথবা নার্স এই মাস্ক পড়েছিল এবং তাদের মধ্যে কয়জন আক্রান্ত হয়েছে অথবা মারা গেছে তার তালিকা করে সেটাও সরবরাহ করার জন্য অনুরোধ করা হয়েছে। আর এগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, জেএমআই গ্রুপের মালিকানাধীন জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস সার্ভিসেস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি। কোম্পানি টি মাস্কের মতোই হাসপাতালগুলোতে সিরিঞ্জ বা অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে আসছে।

স্টককমার্কেটবিডি.কম/আর

বিমানের অব্যবহৃত টিকিটে আগামী মার্চ পর্যন্ত ভ্রমণ

Bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে ভ্রমণের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইট বন্ধের কারণে যেসব যাত্রীর বিমানের টিকেট অব্যবহৃত আছে তারা ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। এ সময়ের মধ্যে কেউ ভ্রমণ না করতে চাইলে মূল্য ফেরত নিতে পারবেন।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কোনো প্রকার চার্জ ছাড়াই যাত্রীরা এ সুযোগটি নিতে পারবেন।

তিনি বলেন, যদি ইতিমধ্যে কেনা টিকিট দিয়ে যাত্রীরা ভ্রমণ করে না থাকেন তবে তারা চাইলে কেনা টিকিটের টাকা ফেরতও নিতে পারবেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৬ মে পর্যন্ত বন্ধ রয়েছে যাত্রিবাহী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল। করেনার প্রভাবে জানুয়ারি মাস থেকে যাত্রী কমতে থাকে বিমানের।

ফেব্রুয়ারি মাস থেকে ফ্লাইট সংখ্যাও কমে যায়। পরে মার্চ মাসে বিভিন্ন আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান। ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর থেকে বিমানের আর কোনো ফ্লাইট পরিচালনা হয়নি। তবে গত এপ্রিল থেকে বেশ কিছু চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

স্টকমার্কেটবিডি.কম/

এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ঘাটতি ৭৩৮ বিলিয়ন ডলার

dollarস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি হয়েছে।

মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই বাজেট ঘাটতির পরিমাণ ৭৩৮ বিলিয়ন ডলার (৭৩ হাজার ৮০০ কোটি)। মহামারিতে সরকারের ব্যয় বৃদ্ধি ও রাজস্ব আহরণ সংকুচিত হওয়ার ফলে এই ঘাটতি সৃষ্টি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, এপ্রিলের বাজেট ঘাটতি দেখিয়ে দিয়েছে সংকট মোকাবিলায় অর্থনৈতিক প্রভাব হ্রাস করতে সরকারের ব্যয়ের বিশালতা।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাজেট ঘাটতির রেকর্ড ছিল ২৩৫ বিলিয়ন ডলার।

অল্প কিছুদিন আগ পর্যন্তও পুরো যুক্তরাষ্ট্রে কঠোর লকডাউন জারি ছিল। ভাইরাসের বিস্তার ঠেকাতে নেওয়া এই পদক্ষেপের ফলে দেশটির বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রায় সবকটি অঙ্গরাজ্যেই করোনাভাইরাসে মানুষের মৃত্যু হলেও সংক্রমণের গতি কমে যাওয়ায় বেশিরভাগ অঙ্গরাজ্যই আংশিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে।

কোভিড-১৯ এ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার রাত পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৪ হাজার এবং মৃত্যু হয়েছে ৮২ হাজারের বেশি মানুষের।

মঙ্গলবারই হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ও দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, আগেভাগে অর্থনীতি সচল হলে মার্কিন জনগণ অপ্রয়োজনীয় দুর্ভোগ ও মৃত্যুর মুখোমুখি হবে। নিউ ইয়র্ক টাইমসকে তিনি জানিয়েছেন, মঙ্গলবার সিনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশন বিষয়ক কমিটির কাছে এই সতর্কতা পৌঁছে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ভারতের ২০ লাখ কোটি রুপির প্রণোদনা ঘোষণা

IndiaModiStatementস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে ঘুরে দাঁড়াতে আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে মোদি ২০ লাখ কোটি রুপির এই প্যাকেজের রূপরেখা হাজির করেছেন। এই প্রণোদনা ভারতের জিডিপির প্রায় দশ শতাংশ। মোদি বিস্তারিত না জানালেও বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তা ঘোষণা করবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ভাষণে মোদি ঘোষণা দিয়েছেন, গরিব, কৃষক, শ্রমিক, অভিবাসী শ্রমিক, ছোট ব্যবসায়ী, কুটির শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প- সবার জন্যই প্যাকেজে কিছু না কিছু ব্যবস্থা থাকবে। আর এই প্যাকেজের উদ্দেশ্য হলো, ‘স্বনির্ভর ভারত’। তাই এর নাম দেওয়া হয়েছে ‘আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ’।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্ত এবং লকডাউনের শুরুতে ঘোষণা করা আর্থিক প্যাকেজ স্বনির্ভর ভারতে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে মোট প্রণোদনার পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ কোটি রুপি।

এই প্যাকেজ ঘোষণার পাশাপাশি মোদি আরও জানিয়েছেন, ১৭ মে’র পরও লকডাউন থাকবে, তবে কড়াকড়ি অনেকটাই কমবে। তিনি বলেন, করোনা এখন বহু দিন পর্যন্ত আমাদের জীবনে থাকবে। এই সত্য স্বীকার করে নিয়েই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘চতুর্থ লকডাউনের নিয়ম সম্পূর্ণ আলাদা হবে আর এগুলো রাজ্য সরকারের পরামর্শেই নির্ধারণ করা হবে। নতুন পদক্ষেপগুলো ১৮ মে’র আগেই ঘোষণা করা হবে। আমরা লড়াই চালিয়ে যাবো আর নতুন নিয়ম মেনে সামনে এগিয়ে যাবো।’

নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ দুই ধরনের- রোগের সংক্রমণের হার কমাতে হবে এবং পর্যায়ক্রমে মানুষের কাজকর্মের পরিমাণ বাড়াতে হবে।’

তিনি বলেন, আমরা যদি ধারাবাহিকভাবে লকডাউন তুলে নেওয়ার কথাও ভাবি তাহলে আমাদের জোরালোভাবে মনে রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমরা টিকা বা ওষুধ না পাচ্ছি ততক্ষণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র শারীরিক দূরত্ব বজায় রাখা।

স্টকমার্কেটবিডি.কম/

পোশাকশিল্পের ২ বছর শুল্কমু্ক্ত প্রবেশাধিকার চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

momenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকশিল্পকে আগামী দু’বছর শুল্কমু্ক্ত প্রবেশাধিকার প্রদানের আহবান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে.আব্দুল মোমেন।

গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনজারের সাথে ফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ আহবান জানান।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেন বাংলাদেশের গার্মেন্টখাতের ক্রয়াদেশ বাতিল না করে সে জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান ড. মোমেন।

এসময় করোনাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সহকারী। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানালেন তিনি।

সমুদ্রে ভাসমান মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যাথিউ পটিনজার। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দায়িত্ব কেবল বাংলাদেশের নয়; অন্যান্য দেশেরও উচিত তাদের আশ্রয় দেওয়া এবং দায়িত্ব ভাগ করে নেওয়া। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ারও আহবান জানান তিনি। এছাড়া ড. মোমেন বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রসমূহের জোরালো ভূমিকা পালনেরও আহবান জানান।

করোনা পরিস্থিতির কারণে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য বিশেষ বরাদ্দ প্রদানেরও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ ভালো উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহবান জানান ড. মোমেন। তিনি দেশের ১০০টি অর্থনৈতিক জোনের মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত করার অনুরোধ করেন। তাছাড়া বাংলাদেশে ২৮টি আইটি পার্ক তৈরি হচ্ছে এবং বাংলাদেশের পরিশ্রমী ও মেধাবী যুবকদের জন্য আইটি সেক্টরকে সম্ভাবনাময়ী উল্লেখ করে এ খাতেও যুক্তরাষ্ট্রকে বিনিযোগের আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে, হিংসাত্মক এবং ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা চালায়, কেবল তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের গণমাধ্যম অন্য যেকোনো দেশের চেয়ে মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতা ভোগ করে।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে এখন পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনে বাংলাদেশ থেকে এ সমস্ত চিকিৎসা সামগ্রী আরো বেশি পরিমাণ আমদানি করতে পারবে। বাংলাদেশের ওষুধ সামগ্রী যুক্তরাষ্ট্রে আমদানি করতে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেন।

এসময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বিষয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেরিত এক পত্রের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন হোয়াইট হাউসের এই মুখপাত্র।

স্টকমার্কেটবিডি.কম/

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত

shibli-rubayat-ul-islam_0স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ও সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

এছাড়া বিএসইসিতে আরো ৩ জন কমিশনার নিয়োগ পাচ্ছেন। দুই এক দিনের মধ্যেই বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিএসইসির নতুন তিন জন কমিশনারের প্রস্তাবিত তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব অজিত কুমার পাল এফসিএ ও কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্ট্যান্ট একেএম দেলোয়ার হোসেন। অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অজিত কুমার পাল দুজনেই বর্তমানে জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর একেএম দেলোয়ার হোসেন বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক হিসেবে শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ১৫ মে থেকে বিএসইসির নতুন চেয়ারম্যানের মেয়াদ শুরু হবে। আর তিন জন কমিশনারের পদ ফাঁকা থাকায় তারা যেদিন যোগ দিবেন সেদিন থেকেই তাদের মেয়াদ কার্যকর হবে।

প্রসঙ্গত, বিএসইসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের মেয়াদ ১৪ মে শেষ হচ্ছে। এর আগের ২ মে বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী এবং ১৮ এপ্রিল অধ্যাপক ড. স্বপন কুমার বালার মেয়াদ শেষ হয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরেই বিএসইসিতে একটি কমিশনারের পদ ফাঁকা ছিল। নতুন করে তিন জন কমিশনারের নিয়োগের মাধ্যমে কমিশন পূর্নাঙ্গতা পেতে যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

অনলাইনে বিক্রি এসএমই খাতে ইতিবাচক পরিবর্তন আনবে: স্পিকার

Shirin_Sharmin_Chaudhuryস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অনলাইন বিক্রয় সেবা ‘আনন্দমেলা’র উদ্বোধন করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অনলাইন বিক্রয় সেবা এসএমই খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

করোনার প্রভাবে যখন সমগ্র বিশ্বের অর্থনীতিতে স্থবিরতা ও নেতিবাচক প্রভাব পড়েছে এমনই একটি সংকটময় সময়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে সরকারের এটুআই প্রকল্পের সহায়তায় ইউএনডিপি আনন্দমেলা বিক্রয় কেন্দ্রের সূচনা করেছে-যা অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রযুক্তিনির্ভর ব্যবসার মডেলগুলো আরও সম্প্রসারিত করতে হবে।

ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ইন বাংলাদেশ এর উদ্যোগে মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে (www.anondomela.shop) অনলাইন বিক্রয় সেবার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অনলাইন বিক্রয় সেবার মাধ্যমে স্থবির ও অচলপ্রায় অর্থনীতির চাকা সচল হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাথে বাংলাদেশের এক বৃহৎ জনগোষ্ঠী যুক্ত।

তিনি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন খাতে প্রণোদনার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতেও ইতোমধ্যে বিশ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ এই অনলাইন প্লাটফর্মে পণ্য বিক্রয়ের সুযোগ পাবে যা তাদের জীবন যাত্রায় আনবে ইতিবাচক পরিবর্তন। শুধু করোনা পরিস্থিতি কিংবা ঈদকে সামনে রেখে নয়, বরং স্বাভাবিক সকল সময়ে আনন্দমেলা প্লাটফর্মটি চলমান রাখার পরামর্শ দেন স্পিকার। এমন একটি উদ্যোগ নেয়ার জন্য ইউএনডিপি বাংলাদেশ-কে ধন্যবাদ তিনি।

ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার বিশেষজ্ঞ শারমিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, এটুআই/ইউএনডিপি’র পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী।
আনন্দমেলার প্রকল্প উপস্থাপন করেন এটুআই/ইউএনডিপি’র সলিউশন আর্কিটেক্ট স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামি।

স্টকমার্কেটবিডি.কম/

ইবনে সিনা ট্রাস্টের চীফ রেডিওলজিস্টের মৃত্যু

073906_bangladesh_pratidin_ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইবনে সিনা ট্রাস্টের চীফ রেডিওলজিস্ট কনসালটেন্ট, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো: মহসিন উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার দিবাগত রাত ১১.২০মি. ঢাকার সিএমএইচ-এ তিনি মারা যান। আজ বুধবার বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি ছিলেন। সূত্র : অনলাইন

স্টকমার্কেটবিডি.কম/