শেয়ারবাজার চাঙ্গা করতে মালয়েশিয়ার ৪৬০ কোটি ডলার বরাদ্দ

Malaysia's Prime Minister Najib Razak makes an announcement on the latest development on the missing Malaysia Airlines MH370 plane at Putra World Trade Center in Kuala Lumpurস্টকমার্কেট ডেস্ক :

বিশ্ব অর্থনৈতিক অস্থিরতায় কিছুটা প্রভাবিত দক্ষিণপূর্ব এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ মালয়েশিয়া। সেই সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনা। সব কিছু মিলিয়ে অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে মালয়েশিয়ার অর্থনীতি। দেশটির শেয়ারবাজারে দরপতন ঘটেছে, মূল্য হারাচ্ছে মুদ্রা রিংগিত এবং গতি হারাচ্ছে প্রবৃদ্ধির চাকা। সূত্র : এএফপি

এ অবস্থায় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গত সোমবার এক ঘোষণায় তিনি জানান, শেয়ারবাজার চাঙ্গা করতে ৪৬০ কোটি ডলার খরচ করবে সরকার। দেশটির অর্থমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন নাজিব রাজ্জাক।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং চীনের বাজারে যে মন্দা গতি চলছে, তা থেকে মালয়েশিয়ার অর্থনীতিকে রক্ষায় সরকার বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করবে। এর মাধ্যমে প্রবৃদ্ধির চাকাকে গতিশীল করা হবে।

তিনি জানান, এ বছর ডলারের বিপরীতে রিংগিতের দরপতন হয় ২৬.৩ শতাংশ। দেশটি আশা করছে, এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে ৪.৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

রূপালী লাইফ ইন্সুরেন্সের অফিস পরিবর্তন

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্সুরেন্সের করপোরেট অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির করপোরেট অফিস কাকরাইলে প্রতিষ্ঠানের নিজস্ব ভবন রূপালী লাইফ টাওয়ারে স্থানান্তর করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর থেকে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

লিগাসী ফুটের পরিচালকের শেয়ার বিক্রয়

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি লিগাসী ফুটওয়ার লিমিটেডের একজন পরিচালক নিজের হাতে থাকা কোম্পানিটির ৩ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

শাহনাজ সুলতানা নামে এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ৩ হাজার শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন। তার হাতে এখন ১১ লাখ ৯৩ হাজার ২৬২ টি শেয়ার রয়েছে। এই শেয়ার থেকে তিনি ৩০০০ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ২৬ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সব সূচক বেড়েছে। তবে এদিন লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন সিএসইতে ২৬ কোটি টাকার লেনদেন হয়েছে।

সিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স পয়েন্ট ৩৮ বেড়ে ৮৯৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৩ লাখ টাকা। সোমবার ছিল সেখানে ২৭ কোটি ৮৪ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড এয়ার ও আমান ফিড মিলস লিমিটেড।

সোমবার সিএসইতে ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৫ টির দাম বেড়েছে, কমেছে ১০৯ টির আর অপরিবর্তিত ছিল ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

  1. বেক্সিমকো ফার্মা
  2. বালাদেশ স্টিল মিলস
  3. আমান ফিডস
  4. ইসলামি ব্যাংক
  5. আলহাজ্জ টেক্সটাইল
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. স্কয়ার ফার্মা
  8. ইউনাইটেড এয়ার
  9. ইফাদ অটোস
  10. এ্যাপোলো ইস্পাত।

ডিএসইতে লেনদেন পতন অব্যাহত

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনেও প্রধান সূচকের সাথে অন্যান্য সূচক বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এদিন লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৪৮০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার ডিএসইতে এই সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪৭৮৬ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২০ কোটি ৪০ লাখ টাকা। গত সোমবার সেখানে ৪৩৭ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছিল। রবিবার সেখানে ৪৫৭ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩২৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ১৫৯ টির। আর অপরিবর্তিত ছিল ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, বালাদেশ স্টিল রি-রোলিং মিলস, আমান ফিডস, ইসলামি ব্যাংক, আলহাজ্জ টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ, ইফাদ অটোস ও এ্যাপোলো ইস্পাত।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

সোনারগাঁ টেক্সটাইলের দর বাড়ার কারণ নেই

SONARGAONস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ৩ সেপ্টেম্বর শেয়ারটির দর ছিল ৮.৪০ টাকা । গতকাল ১৪ সেপ্টেম্বর বেড়ে হয় ৯.৯০ টাকা। ৮ কার্য দিবসে শেয়ারটির দর উঠানামা করলেও এ সময়ে দর ১.৫ টাকা বৃদ্ধি পায় ।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মেরিকো বাংলাদেশ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

কারণ ছাড়াই দর বৃদ্ধি ম্যারিকো বাংলাদেশের

MARICOস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ আগস্ট শেয়ারটির দর ছিল ১৪০৯.১০ টাকা । গতকাল ১৪ সেপ্টেম্বর বেড়ে হয় ১৬২০ টাকা। এ সময়ের মধ্যে  দর উঠানামা করলেও শেয়ারটির দর ২১০.৯০ টাকা বৃদ্ধি পায় ।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মেরিকো বাংলাদেশ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

দুই কোম্পানি স্পট মার্কেটে

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং বাংলাদেশ বিল্ডিং সিসটেম লিমিটেড আগামীকাল ১৬ সেপ্টেম্বর বুধবার থেকে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী ২০ সেপ্টেম্বর। রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন স্পট/ব্লক মার্কেটে হবে।ওই দিনগুলোতে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

গত ৩০ এপ্রিল সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী জিপিএইচ ইস্পাত লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৭% লভ্যাংশ ঘোষণা করেছে। বাংলাদেশ বিল্ডিং সিসটেম লিমিটেড ১০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের পাশাপাশি ২০% লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

শেয়ারবাজার থেকে ১২৭২ কোটি নিবে ইন্ডিগো

indigoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে থেকে অর্থ তুলতে নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র অনুমোদন পেল ইন্ডিগো। এর আগে গত জুনেই সেবি-র কাছে তাদের খসড়া প্রস্তাবনাপত্র বা প্রসপেকটাস দাখিল করেছিল ইন্ডিগো-র পরিচালন সংস্থা ইন্টার গ্লোব এন্টারপ্রাইজেস। শেয়ার ছেড়ে ১২৭২ কোটি টাকা নিবে বিমান সংস্থাটি।

প্রাথমিক ভাবে শেয়ার ১ হাজার ২৭২ কোটি টাকা নিবে কোম্পানিটি। পাশাপাশি, ইন্ডিগোর বিনিয়োগকারীদের হাতে থাকা ৩ কোটিরও বেশি শেয়ার বিক্রি করা হবে। সিটি গ্রুপ, জেপি মর্গ্যান ইন্ডিয়া, মর্গ্যান স্ট্যানলি, বার্কলেজ, ইউবিএস সিকিউটিরিজ ইন্ডিয়া এবং কোটাক মহীন্দ্রা ক্যাপিটাল কোম্পানি শেয়ার বিক্রি পরিচালনা করবে।

এর আগে কোম্পানিটি জানায়, পর্যটন শিল্পের উদ্যোগী রাহুল ভাটিয়া এবং ইউ এস এয়ারওয়েজ-এর প্রাক্তন চিফ এগ্‌জিকিউটিভ রাকেশ গাঙ্গোয়াল নিজেদের হাতে থাকা শেয়ারও বিক্রি করবেন। উল্লেখ্য, এই দু’জনের হাত ধরেই ২০০৬ সালে তৈরি হয়েছিল ইন্ডিগো। সব মিলিয়ে বাজার থেকে প্রায় ৪০ কোটি ডলার (প্রায় ২,৫০০ কোটি টাকা) তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, বাজার দখলের দিক থেকে ভারতে প্রথম স্থানে রয়েছে ইন্ডিগো। পাশাপাশি, দেশে এখন মাত্র যে দু’টি বিমান সংস্থা মুনাফা করছে, তার মধ্যে একটি ইন্ডিগো। গত সাত বছর ধরেই টানা মুনাফার মুখ দেখেছে এই সংস্থা। মুনাফা করা অপর সংস্থাটি হল গোএয়ার। আর শেয়ারবাজারে নথিভুক্ত রয়েছে অন্য দুই সংস্থা জেট এয়ারওয়েজ এবং স্পাইসজেট।

স্টকমার্কেটবিডি.কম/এম