শনিবার খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংক

bbস্টকমার্কেট ডেস্ক :

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ শনিবার স্থীয়ভাবে খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর রবিবার সরকারি ছুটি হওয়ায় ২৪ সেপ্টেম্বর শনিবার পূর্ণ দিবস ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্যি (এডি) শাখাসমূহ প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অন্যস্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ শনিবার স্থীয়ভাবে খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।

এছাড়া পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে সরকারি ছুটি সত্বেও আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল আযহার আগে পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ১০ ও ১১ সেপ্টেম্বর খোলা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময় ব্যাংকের সমূহের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লিখিত ছুটির দিনে অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা ও কর্মচারীগণকে যুক্তিসংগত ভাতা পরিশোধেরও পরামর্শ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্লক মার্কেটে ৪ কোম্পানির শেয়ার লেনদেন

blockস্টকমার্কেট ডেস্ক :

ব্লক মার্কেটে বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ২ লাখ ১৫ হাজার ৫০০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৪৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার বেক্সিমকো ফার্মা লেনদেন করেছে। আজ কোম্পানিটি ১ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৮১ লাখ ৫০ হাজার টাকা।

এমজেএলবিডি ৭০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি আজ ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

হাইডেলবার্গ সিমেন্ট ৩০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা।

এছাড়া লিন্ডেবিডি ১৫ হাজার ৫০০ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ২০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

অতিরিক্ত ফ্লোর স্পেস কিনবে হা-ওয়েল টেক্সটাইল

hawelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলের পরিচালনা পর্ষদ অতিরিক্ত ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি কার পার্কিংয়ের জন্য অতিরিক্ত ফ্লোর কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হা-ওয়েল টেক্সটাইল বনানীর আওয়াল সেন্টারে নাসা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির কাছ থেকে ফ্লোর স্পেস কিনবে।

অন্যদিকে কোম্পানিটি বসুন্ধরার উম্মে কুলসুম সেকেন্ড অ্যাভিনিউ রোডে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের সপ্তম ফ্লোরে ২ হাজার ২১০ বর্গফুট জমি কিনবে। এই জমিটি এনডিডিএল খান লিগ্যাসি প্রকল্প থেকে কেনা হবে। ওই বিল্ডিংয়ে কোম্পানিটি কার পার্কিংয়ের জন্য নিচ তলায়ও জায়গা কিনবে।

জানা গেছে, কোম্পানিটির জমি ও ফ্লোর স্পেস কিনতে এবং উন্নয়ন কাজে মোট ১ কোটি ৭৩ লাখ টাকা খরচ হবে। এই বিষয়ে কোম্পানিটি আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. লাফার্জ সুরমা
  2. শাহজিবাজার পাওয়ার
  3. ইসলামী ব্যাংক
  4. ইউনাইটেড পাওয়ার
  5. ট্রাষ্ট ব্যাংক
  6. স্কয়ার ফার্মা
  7. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  8. ডরিন পাওয়ার
  9. জিএইপি ইস্পাত
  10. ন্যাশনাল টিউবস।

ছুটির আগে দিন সূচক ও লেনদেনে মিশ্রাবস্থা

dseনিজস্ব প্রতিবেদক :

ঈদুল আজহার ছুটিতে যাচ্ছে দেশের শেয়ারবাজার। ছুটির আগের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থা লক্ষ্য করা গেছে। এদিন সেখানে লেনদেন ১৮ কোটি টাকা কমলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৮ কোটি টাকা কমেছে। গতকাল বুধবার সেখানে ৪৯৮ কোটি ৬০ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৮ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ২.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেড়েছে ১২১ টির, কমেছে ১৪৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ট্রাষ্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রি, ডরিন পাওয়ার, জিএইপি ইস্পাত ও ন্যাশনাল টিউবস।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা ও একমি ল্যাবরেটরিজ।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

একমি ল্যাবরেটরিজের বোর্ড সভা ২০ সেপ্টেম্বর

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৬ শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া এজিএম ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রেনেটার বোর্ড সভার দিন ঘোষণা

reneta-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ৩ টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় জুন মাসে শেষ হওয়া ২০১৬ সালের অর্ধ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

গত ২০১৬ সালে ১ জানুয়ারি হতে ৩০ জুন ২০১৬ সাল পর্যন্ত ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে এ সভায়।

এ সভায় শেষ হওয়া গত বছরের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় জুন ২০১৬ এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

ইষ্টার্ণ হাউজিংয়ের ২০% লভ্যাংশ ঘোষণা

ehl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি ডেল্টা ইষ্টার্ণ হাউজিং লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ২০১৬ সালে ৩০ জুন শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

একই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ২ টাকা ১৬ টাকা।

কোম্পানিটির এজিএম দিন ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ডেট আগামী ৫ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Save

মার্জিনধারীদের তালিকা চায় ডেল্টা ব্র্যাক

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স লিমিটেড লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন। ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে কোম্পানিটি।

ব্রোকারেজ হাউজগুলোকে এসব বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এসব তথ্যের হার্ড কপি ও সফট কপি পাঠানোর আবেদন করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Save

Save

মার্চেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন পেল মাইডাস সাবসিডিয়ারি

midasনিজস্ব প্রতিবেদক :

পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং ও পোর্টফোলিও ব্যবস্থাপনার লাইসেন্স পেয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের নবগঠিত সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের তিন বছরের ধারাবাহিকতায় ৩০ জুন সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি মাইডাস ফাইন্যান্সিং।

আগের বছর লোকসানে থাকলেও ২০১৫ হিসাব বছরে শেয়ারপ্রতি ৪১ পয়সা আয় (ইপিএস) দেখিয়েছে কোম্পানিটি।

এদিকে ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ’১৫-মার্চ ’১৬) ৬৮ পয়সা ইপিএস দেখিয়েছে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি, আগের বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি ৯৭ পয়সা লোকসান ছিল। ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৮ টাকা ৬ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মাইডাস ফাইন্যান্স শেয়ারের দর ৩ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ৭০ পয়সা। দিন শেষে সমাপনী দর ছিল ১৬ টাকা ৫০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বনিম্ন দর ছিল ১২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১৯ টাকা ৭০ পয়সা।

২০০২ সালে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিংয়ের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

Save

Save