বি. ব্রাদার্স গা‌মের্ন্টসের আইপিও আবেদন বাতিল করলো বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বি. ব্রাদার্স গা‌মের্ন্টস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসার প্রক্রিয়া বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্প‌তিবার (৬ আগস্ট) আইপিও বাতিল হওয়ার বিষয়টি বি. ব্রাদার্স গা‌র্মেন্টস এবং তাদের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুই‌টি ম্যা‌নেজ‌মেন্টকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিএসইসি।

জানা গেছে, কোম্পানিটি নির্ধারিত মূল্য (Fixed Price Method) পদ্ধতির আওতায় আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। কিন্তু আইপিও আবেদনে বেশ কিছু অসঙ্গতি ও বিদ্যমান আইন লংঘনের কারণে বিএসইসি তাদের আবেদনকে যোগ্য মনে করেনি।

বিএসইসি সূত্রে জানা যায়, কোম্পানিটি বেশ কিছু অনিয়ম ও অসঙ্গতি পেয়েছেন তারা।

ন্যাশনাল লাইফ ইন্স্যূরেন্সের ২৮% লভ্যাংশ ঘোষণা

national life-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম/

এনার্জিপ্যাক পাওয়ারের আইপিও বিডিংয়ের অনুমোদন

energypac-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আবেদনকৃত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডকে বুকবিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে প্রান্তসীমা মূল্য (কাট অব প্রাইস) নির্ধারণের জন্য অনুমোদন প্রদান করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার বিএসইসির ৭৩৪ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

মূলধন সংগ্রহের মাধ্যমে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫.১৫ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ( পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩০.২০ টাকা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

রবিবার থেকে লেনদেনের সময় আধ ঘন্টা বাড়বে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জ লেনদেনের সময় আধ ঘন্টা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিদ্ধান্ত অনুযায়ী লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৯ আগস্ট রবিবার থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত।

করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় গত মার্চ থেকে মে পর্যন্ত টানা ৬৬ দিন ডিএসইর লেনদেন বন্ধ থাকায় শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী চাহিদা অনুযায়ী ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে৷

ডিএসই জানায়, ৮ জুলাই ২০২০ থেকে লেনদেনের সময়সূচি করা হয় সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত। ১৮ মার্চ ২০২০ ডিএসই’র ৯৫৪তম (জরুরি) পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতি’র ভয়াবহতায়, বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছিল৷ নতুন সময়সূচি অনুযায়ী ১৯ মার্চ ২০২০ থেকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত। পরবতী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সংগে সঙ্গতি রেখে ১৮ জুন ২০২০ তারিখ থেকে ডিএসই’র লেনদেনের সময়সূচি পুণনির্ধারণ করা হয় সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত৷

স্টকমার্কেটবিডি.কম/

বার্জার পেইন্টসের ১ম প্রান্তিকের বোর্ড সভা ১২ আগষ্ট

barzerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বিডি লিমিটডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া কোম্পানিটির ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এশিয়ান টাইগার সন্ধানী ফান্ডের ট্রাষ্টি সভা আহবান

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ড লিমিটেডের বাৎসরিক ট্রাষ্টি সভা আগামী ১৩ আগস্ট আহবান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টা ২০ মিনিটে রাজধানীতে অবস্থিত নিজস্ব কার্যলয়ে এ ট্রাষ্টি সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। গত বছর এই ফান্ডটি সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো ফার্মা
  2. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  3. পাইওনিয়ার ইন্সুরেন্স
  4. বেক্সিমকো লিমিটেড
  5. ভিএফএস থ্রেডস ডায়িং
  6. গ্রামীনফোণ লিমিটেড
  7. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  8. বীকন ফার্মাসিটিউক্যালস
  9. রূপালী লাইফ ইন্স্যূরেন্স
  10. স্কয়ার ফার্মা লিমিটেড।

ডিএসইতে ৮৩৬ ও সিএসইতে ৪৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৮৩৬ কোটি টাকার উপরে। এদিন সেখানে সূচকেরও ব্যাপক উত্থান লক্ষ করা গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান বেড়ে ৪৩৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৬৮ বেড়ে অবস্থান করছে ১০১১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭৫ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৭১৮ কোটি ৩৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৯টির। আর দর অপরিবর্তিত আছে ৫৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, পাইওনিয়ার ইন্সুরেন্স, বেক্সিমকো লিমিটেড, ভিএফএস থ্রেডস ডায়িং, গ্রামীনফোণ লিমিটেড, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো, বীকন ফার্মাসিটিউক্যালস, রূপালী লাইফ ইন্স্যূরেন্স ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭৬.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪০৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন ১৭ কোটি ৪০ লাখ টাকার হয়েছিল।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বীকন ফার্মা ও ম্যারিকো বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

জনসন এন্ড জনসনের সাথে ১শ’ কোটি ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

US-signs-1-billion-vaccineস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্র সরকার ভ্যাকসিন তৈরির জন্য জনসন এন্ড জনসন কোম্পানীর সাথে নতুন করে ১শ’ কোটি মার্কিন ডলারের চুক্তির ঘোষণা দিয়েছে।

বুধবার করা এ চুক্তির মধ্য দিয়ে দেশটি ১০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন নিশ্চিত করেছে।

এর আগে মার্চে ভ্যাকসিন তৈরিতে কোম্পানীটিকে ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেয়া হয়েছিল।

নতুন এই অর্থের কারণে কোম্পানীটি অনুমোদন পাওয়ার পর পরই তাদের উৎপাদন দ্রুততর করতে পারবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বশেষ এই চুক্তির অর্থসহ ভ্যাকসিন তৈরিতে মোট ৯শ’ ৪০ কোটি মার্কিন ডলার ব্যয় করছে। পাঁচটি কোম্পানীর সাথে চুক্তির মাধ্যমে তারা অন্তত ৭০ কোটি ডোজ ভ্যাকসিন নিশ্চিত করছে।

অপারেশন র‌্যাপ স্পীডের আওতায় এসব চুক্তিতে ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি উৎপাদন শুরুরও পরিকল্পনা নেয়া হয়েছে এবং সরকার বেসরকারি খাতকে আর্থিক মঝুঁকিমুক্ত রাখতে চাচ্ছে।

এদিকে ভ্যাকসিনের সাফল্য নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি। তিনি বলেছেন, এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে আমরা জানতে পারবো এ সকল ভ্যাকসিন কতেটা নিরাপদ ও কার্যকর।

স্টকমার্কেটবিডি.কম/

সোনার প্রতি ভরির দাম ৭৭ হাজার ২১৬ টাকা

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ২১৬ টাকা। দেশের ইতিহাসে আগে কখনও সোনার দাম এতো উঁচুতে পৌঁছেনি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল বুধবার রাত সোয়া নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানায়।

এতে বলা হয়, করোনাভাইরাসের সৃষ্ট অর্থনৈতিক সংকট ও চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে ইউএস ডলার দুর্বল, তেলের দর পতন ও নানাবিধ অর্থনৈতিক সমীকরণের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সেই ধারাবাহিকতা দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৭ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৬৭ টাকা, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৫৪ হাজার ৯৯৬ টাকায়।

অবশ্য বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৭৮৩ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৮৮৬ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকায়। বৃহস্পতিবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/