শেয়ারবাজারে বিনিয়োগে সক্রিয় থাকবে আইসিবি: এমডি

icbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ইস্যুকৃত বন্ডের মাধ্যমে সংগ্রহকৃত সকল টাকা শেয়ানবাজারে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগে আইসিবি সক্রিয় থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হোসেন।

আজ সোমবার আইসিবি এবং ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সাথে শেয়ারবাজার উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবুল হোসেন বলেন, আজ বিকেলে সোনালী ব্যাংক আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে আমাদেরকে ২০০ কোটি টাকা দিয়েছে। এভাবে রাষ্ট্রায়ত্ত আরও ৪টি ব্যাংক থেকে ২০০ কোটি টাকা করে মোট ৫টি ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা সংগ্রহ করবো। এ বিষয়ে অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন। বন্ডের মাধ্যমে ব্যাংকগুলো থেকে সংগ্রহকৃত সকল টাকা আমরা পুঁজিবাজারে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করবো।

তিনি আরও বলেন, বর্তমানে বাজারকে আইসিবির পক্ষে একা সাপোর্ট দেয়া সম্ভব নয়। কারণ এখন বাজারের আকার অনেক বড়, সেই তুলনায় ফান্ডের পরিমাণ কম। তাই আইসিবির মত যদি আরও ৫টি বিনিয়োগ প্রতিষ্ঠান ও ২০-২৫ জন বাজার সৃষ্টিকারী (মার্কেট মেকার) তৈরী করা হয় তাহলে বাজার ভালো অবস্থানে যাবে।

সভায় আইসিবির ও ডিবিএর প্রতিনিধিবৃন্দ বাজারের বর্তমান সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন একটি বড় সমস্যা। বর্তমানে কিছু কোম্পানি ছাড়া অনেক কোম্পানিই তাদের আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য দিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে।

তারা আরও বলেন, যেসব বিনিয়োগকারীরা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করে তখন তারা শেয়ারটা খুব বেশি দামে কিনে। এবং পরবর্তীতে বিক্রি করতে গেলে অনেক লোকসান দিয়ে বিক্রি করতে হয়। এর কারণেও সেই শেয়ারের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলে।

তাই বাজারে বর্তমানে ভালো শেয়ার প্রয়োজন বলে তারা মন্তব্য করে বলেন, বাজারে ভালো শেয়ার দেয়ার বিষয়ে আইসিবিসহ সরকারকেও চেষ্টা করতে হবে। এবং প্রাইমারি মার্কেটে শেয়ার নিয়ে যেন কারসাজি করতে না পারে, আর্থিক প্রতিবেদন যেন স্বচ্ছ হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হোসেনের সভাপতিত্বে ডিবিএ ও আইসিবির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/

অর্থনীতিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূতসহ ৩ জন

161810_bangladesh_pratidin_bdp-economicস্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থনীতিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূতসহ ৩ জন

এ বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন অভিজিৎ ব্যানার্জি, অ্যাস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার। এদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। অ্যাস্থার ডাফলো ফ্রেন্স-আমেরিকান এবং মাইকেল ক্রেমার মার্কিন নাগরিক।

নোবেল কমিটি জানাচ্ছে, বিশ্বের দারিদ্র্য দূরীকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

রাজধানীতে উবার চালকদের ধর্মঘট চলছে

uberস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন মাস ধরে দাবিদাওয়া জানিয়ে উবার চালকেরা এখন ধর্মঘটে নেমেছেন। ৯ দফা দাবিতে তাঁরা ঢাকায় ২৪ ঘণ্টার জন্য উবার অ্যাপে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। উদ্ভূত সমস্যার জন্য উবার দুঃখ প্রকাশ করে বলছে, তারা চালকদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে থাকেন।

গতকাল রবিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশন এই ধর্মঘট ডেকেছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক কাইয়ুম আহমেদ বলেন, ‘জুলাই থেকে আমরা দাবি জানিয়ে আসছি। ঈদের আগে উবার অফিস থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি। তাই আমাদের এই সিদ্ধান্ত।’

উবার চালকদের দাবিগুলো হলো—উবারের ওয়েবিল অনুযায়ী যাত্রা শুরু করা থেকে শেষ পর্যন্ত মিনিট ও কিলোমিটার হিসাব করে ভাড়া দেওয়া। কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা। গ্যাসের মূল্য বাড়ায় ভাড়া বাড়ানো। চালকদের নিরাপত্তার ব্যবস্থা ও যাত্রী দ্বারা গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া। অভিযোগ যাচাই না করে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া। উবারের অ্যাকাউন্টেও যাত্রীর ছবি বাধ্যতামূলক ও যাত্রীকে লোকেশনের ব্যাপারে প্রাথমিক ট্রেনিং দেওয়া। সর্বোচ্চ দুই কিলোমিটারে মধ্যে যাত্রীর সঙ্গে চালকদের সংযোগের ব্যবস্থা। চালকদের গন্তব্যের ক্ষেত্রে শতভাগ গন্তব্যের আশপাশে ট্রিপ দিতে হবে এবং ১২ ঘণ্টার বেশি অনলাইনে না থাকার সিদ্ধান্ত বাতিল করা।

স্টকমার্কেটবিডি,.কম/

মবিল যমুনার বোর্ড সভা ২২ অক্টোবর

mjl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি মবিল যমুনা বিডি লিমিটেডের বোর্ড সভা আগামী ২২ অক্টোবর আহ্বান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি ৪৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. ন্যাশনাল টিউবস
  2. স্কয়ার ফার্মা
  3. ওয়াটা কেমিক্যাল
  4. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  5. সামিট পাওয়ার
  6. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  7. জেএমআই সিরিঞ্জ
  8. স্ট্যান্ডার্ড সিরামিক
  9. মুন্নু জুট স্টাফলার্স
  10. এটলাস বাংলাদেশ।

ডিএসইতে ২৯৯ ও সিএসইতে ১৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও ৩০০ কোটি টাকার নিচে অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

সোমবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৯ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৮৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ১ কোটি ৬৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৯৮ কোটি ১৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, ওয়াটা কেমিক্যাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সামিট পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, জেএমআই স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স এবং এটলাস বাংলাদেশ।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪০৬ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বীকন ফার্মার বোর্ড সভা ২৪ অক্টোবর

beacon-logo-finalস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর আহ্বান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

তিতাস গ্যাসের বাৎসরিক বোর্ড সভা ২৩ অক্টোবর

titas-gasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি তিতাস গ্যাস জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর আহ্বান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ঢাকা ব্যাংকের ১৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রাখী দাস গুপ্ত নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের  মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আর্গন ডেনিমস ও ইভেন্সি টেক্সটাইলের এজিএমের দিন নির্ধারণ

agmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি আর্গন ডেনিমস ও ইভেন্সি টেক্সটাইল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ অক্টোবর  অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল সাড়ে ১০টা ও বেলা সাড়ে ১১ টায় রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই সভাগুলো অনুষ্ঠিত হবে।

এজিএমে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশের অনুমোদন নিবে কোম্পানিগুলোর  পরিচালনা বোর্ড।

কোম্পানি দুটির এজিএমের অন্যান্য তথ্য আগেই জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ