এস. এস. স্টিলের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস. এস. স্টিল লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি কনসোলিডেটেড (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৯ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.২৭ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ১৭.৪৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

করোনায় ২৭৭ ট্রিলিয়ন ডলার ঋণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনার আঘাতে ঋণের সুনামিতে প্লাবিত হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। এ পরিমাণ দাঁড়াতে পারে ২৭৭ ট্রিলিয়ন ডলার। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য দিয়েছে ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ফিন্যান্স আইআইএফ।

সংস্থাটি বলছে, করোনা মহামারির ধাক্কা সামাল দিতে সরকার আর কোম্পানিগুলো কোটি কোটি ডলার খরচ করছে। সেপ্টেম্বরেই বিশ্বে মোট ঋণের পরিমাণ ছিলো ২শ’ ৭২ ট্রিলিয়ন ডলার। বছরের তৃতীয় প্রান্তিকে উন্নত দেশগুলোর ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির ৪শ’ ৩২ শতাংশ বেড়েছে, ২০১৯ সালে বেড়েছিল মাত্র ৫০ শতাংশ।

এরমধ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় প্রণোদনা পরিকল্পনা নেয়ার পর সর্বোচ্চ বেড়েছে এ দেশের ঋণ। বর্তমানে দেশটির মোট ঋণ ৮০ ট্রিলিয়ন ২০১৯ সালে তা ছিল ৭১ ট্রিলিয়ন। একই সময়ে ইউরোজোনের মোট ঋণ ৫৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে এ পরিমাণ ২০১৪ সালের মন্দায় হওয়া ৫৫ ট্রিলিয়ন ডলারের ঋণের চেয়ে কম।

আর্থিক প্রতিষ্ঠানের গবেষণা বলছে, উন্নয়নশীল দেশগুলোর ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির ২৪৮ শতাংশ বেড়েছে। এরমধ্যে আর্থিক খাত বহির্ভুত ঋণ বেড়েছে লেবানন, চীন, মালয়েশিয়া আর তুরস্কের। আইআইএফ’এর সদস্য বিশ্বের ৪শ’ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

স্টকমার্কেটবিডি.কম/

পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে ৫ হাজার ৭০০ মিটার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে ৫ হাজার ৭০০ মিটার।মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৮তম ‘১-এ’ স্প্যান।

পুরো সেতুতে এখন তিনটি স্প্যান বসিয়ে ৪৫০ মিটার দৃশ্যমান বাকি থাকল। ৩৭তম স্প্যান বসানোর ৯দিনের মাথায় বসানো হলো এ স্প্যানটি। গেল মাসে ৪টি স্প্যান বসানো সম্ভব হয়েছে, চলতি মাসে আরও ১টি স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকৌশলীরা।

আজ শনিবার দুপুর আড়াটার দিকে স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।

স্টকমার্কেটবিডি.কম/

ভারতের আপত্তিতে নতুন নোট প্রত্যাহার করল সৌদি আরব

স্টকমার্কেটিবিড ডেস্ক :

ভারতের তীব্র আপত্তিতে ২০ রিয়ালের নতুন ব্যাংকনোট অবশেষে প্রত্যাহার করে নিল সৌদি আরব।

জি-২০ সম্মেলন উপলক্ষে ছাপা ওই নোটে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে রাখা হয়েছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

বিষয়টি নিয়ে ভারতের আপত্তির পরে সেই নোট অবশেষে প্রত্যাহার করে নিল সৌদি আরব। নতুন ওই নোট ছাপা বন্ধের নির্দেশ দেয়ার পাশাপাশি আগে যে সব নোট ছাপা হয়েছিল, তা ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে সৌদি প্রশাসন।

শনিবার থেকে সৌদিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এ উপলক্ষেই গত মাসের শেষ দিকে নতুন এই ২০ রিয়ালের নোটটি বাজারে ছাড়ে সৌদি প্রশাসন।

নোটের একদিকে সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল্লাজিজ আল সৌদের ছবি এবং জি-২০ সম্মেলনের প্রতীক রয়েছে। অন্য দিকে বিশ্ব মানচিত্র।

সেখানেই ভারতের মানচিত্রটিতে জম্মু-কাশ্মীর ও লাদাখকে বাদ দেয়া হয়। এ নিয়ে তখনই আপত্তি জানায় ভারত। রিয়াদে ভারতীয় রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে সৌদি প্রশাসনের কাছে ভারতের আপত্তির কথা জানানোর পরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সৌদি প্রশাসন।

অবশেষে সম্মেলন শুরুর ঠিক আগে ওই নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই নোটটি স্মারক হিসেবে ছাপা হয়েছিল। তা বাজারে ছাড়া হয়নি।

ভারতের অপত্তির কথা মাথায় রেখে নতুন নোট ছাপা বন্ধ করার পাশাপাশি সব নোট প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

২০২১ সালে স্বর্ণের সর্বোচ্চ দাম হওয়ার সম্ভাবনা

স্টকমার্কেটিবিড ডেস্ক :

চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের বাজার তুলনামূলক চাঙ্গা হতে শুরু করে। এর প্রধান কারণ চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। রেকর্ড মূল্যবৃদ্ধির অভিজ্ঞতার ভেতর দিয়ে ২০২০ সাল পার করছে স্বর্ণের বাজার। এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি দামে মূল্যবান ধাতুটি বিক্রি হয়েছে। বছরের শেষ ভাগে এসেও স্বর্ণের দাম কমার কোনো লক্ষণ নেই।

বরং বিশ্লেষকরা বলছেন, দামতো কমবেই না উল্টো আগামী বছর নাগাদ স্বর্ণের বাজারে নতুন রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ২০২১ সালে মূল্যবান ধাতুটির সর্বোচ্চ দাম আগের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। এর পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করতে পারে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা ও মন্দা। খবর মাইনিংডটকম ও ব্লুমবার্গ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে করোনা সংক্রমণকে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হলে মূল্যবান ধাতুটির মূল্যবৃদ্ধি আরো জোরালো হয়। চলতি বছরজুড়ে জুয়েলারি কিংবা প্রাতিষ্ঠানিক খাতে স্বর্ণের চাহিদা কম ছিল। এর পরও মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। এর পেছনে কাজ করেছে বিনিয়োগকারীদের মধ্যকার অনিশ্চয়তা।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে পিই রেশিও কমেছে ০.২৭ পয়েন্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত বিদায়ী সপ্তাহে (পিই রেশিও) ২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.৫০ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.২৩ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২৭ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৯৫ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৮.৯২ পয়েন্টে, বস্ত্র খাতের ১১.২৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১২.৪৬ পয়েন্টে, প্রকৌশল খাতের ১১.৬৩ পয়েন্টে, বীমা খাতের ১৮.২৫ পয়েন্টে, বিবিধ খাতের ২১.৮২ পয়েন্টে, খাদ্য খাতের ১২.৯০ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.৭১ শতাংশ, চামড়া খাতের ১৮.২৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৮.৪০ পয়েন্টে, আর্থিক খাতের ৪৭.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩১.৪৭ পয়েন্টে, পেপার খাতের ৮৬.৪৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.২৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৩.৫৭ পয়েন্টে, সিরামিক খাতের ২১.৮৫ পয়েন্টে এবং পাট খাতের পিই ৩১.১৪ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সপ্তাহের ব্যবধানে কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাপ্তাহিক ব্যবধানে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতন ঘটেছে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস কমেছে সূচক। বাকি দুই কার্যদিবস সূচক বারলেও এর মাত্রা ছিলো সামান্য। এদিকে গত সপ্তাহে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও গত সপ্তাহে লেনদেনের পরিমান কিছুটা কমেছে। আলোচিত সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন কমেছে ৬৪৭ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৫৪১ টাকা। এছাড়া গত সপ্তাহে ডিএসই’র পিই রেশিও দাঁড়িয়েছে ১৩.২৩ যার তার আগের সপ্তাহে ছিলো ১৩.৫০।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহ শেষে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ০.৬০ শতাংশ বা ১০.২৬ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১.০২ শতাংশ বা ১১.৪৪ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ০.৫১ শতাংশ বা ২৫.০৭ পয়েন্ট। আর সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির কোম্পানির। আর দর কমেছে ১৯৯টির, অপরিবর্তিত রয়েছে ৬৩টির এবং লেনদেন হয়নি ৩টির। এগুলোর ওপর ভর করে গত সপ্তাহে লেনদেন মোট ৩ হাজার ৯০৯ কোটি ১০ লাখ ৩৮ হাজার ৯০৬ টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ৫৫৬ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৪৪৭ টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ৬৪৭ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৫৪১ টাকা বা ১৪.২১ শতাংশ।

আর সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৫.৩৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১০.১৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩.৬৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ০. ৭৮ শতাংশ।

সপ্তাহ শেষে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫৯.৬০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৮ হাজার ৪১০ পয়েন্টে। আর সপ্তাহজুড়ে সিএসইতে হাতবদল হওয়ার ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির। আর দর কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। এগুলোর ওপর ভর করে বিদায়ী সপ্তাহে ৮৭ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ৭৫৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/সি

সুপারব্র্যান্ডের স্বীকৃতি পেলো শেয়ারবাজারের তালিকাভুক্ত ওয়ালটন

ওয়ালটনকে দেয়া সুপারব্র্যারন্ড ট্রফি।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একের পর এক সাফল্যোর মুকুট যুক্ত হচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের ঝুলিতে। মিলছে দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। এরই ধারাবাহিকতায় সুপারব্র্যান্ডের স্বীকৃতি পেলো দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত ওয়ালটন। লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা সুপারব্রান্ডস ২০২০ ও ২০২১ সালের জন্য ওয়ালটনকে ‘সুপারব্র্যানন্ড’ সম্মাননা দিয়েছে।

বৃহস্পতিবার এক জমকালো ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের এবারের সুপারব্র্যান্ডগুলোর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির মাধ্যমে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডসের বিশেষ প্রকাশনাও উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ।

উল্লেখ্য , সুপারব্র্যান্ডস বিশ্বের সর্বত্র ব্র্যান্ডের বিচারক সংস্থা। ১৯৯৪ সাল থেকে সংস্থাটি বিশ্বের ৯০টি দেশে ব্র্যান্ডিংয়ে কাজ করছে। ফলে সুপারব্র্যান্ডস দেশি-বিদেশি ব্র্যান্ডগুলোর জন্য সর্ববৃহৎ সাফল্যের প্রতীক হয়ে উঠেছে। সুপারব্র্যান্ডস প্রকাশনাটিতে প্রতিটি ব্র্যান্ডের সুপারব্র্যান্ড হিসেবে গড়ে ওঠার পেছনের গল্প প্রকাশিত হয়। বিভিন্ন স্বতন্ত্র ব্যাকগ্রাউন্ড এবং স্বেচ্ছাসেবী বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচারক মণ্ডলীর সমন্বয়ে গঠিত ‘ব্র্যান্ড কাউন্সিল’ বাংলাদেশের ২০২০-২০২১ সালের সুপারব্র্যান্ডগুলো নির্বাচিত করেছে।

এবারের সুপার ব্র্যান্ডের মর্যাদা পাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় নির্মাণ, ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, জ্বালানি, ওষুধ তৈরি, বীমা, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, যানবাহন নির্মাণ, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং গণমাধ্যমসহ অনেকগুলো খাত থেকে ৪০টি কোম্পানি স্থান পেয়েছে।

এর আগে বাংলাদেশ ব্র্যা্ন্ড ফোরামের জেনারেল ম্যাানেজার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব সুপারব্র্যান্ডের পক্ষে ওয়ালটনকে ট্রফি ও সনদ তুলে দেন। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ তার হাত থেকে ট্রফি ও সনদ গ্রহণ করেন।

বাংলাদেশ ব্র্যা ন্ড ফোরামের জেনারেল ম্যাযনেজার ও এক্সিকিউটিভ এডিটর সজিব মাহবুবের কাছ থেকে সুপারব্র্যােন্ড অ্যাদওয়ার্ড নিচ্ছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যাননেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ।

এ সময় গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটন এখন সুপারব্র্যান্ড। এর আগে গত বছর ষষ্ঠবারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যা্ওয়ার্ড পেয়েছে ওয়ালটন। নিয়মিত মিলছে দেশীয় ও আন্তর্জাতিক অসংখ্যা পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি। দেশের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফলে ওয়ালটনের এ অর্জন। ওয়ালটনের সাধারণ বিনিয়োগকারী, ক্রেতা-শুভাকাঙ্ক্ষীদের পাশে নিয়ে এবার আমরা বিশ্বজয়ের লক্ষ্যে ছুটে চলছি। আমাদের বিশ্বাস ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৫টি ব্র্যান্ডের একটি হবে ওয়ালটন।

স্টকমার্কেটবিডি.কম/সি