হালট্রিপ নিয়ে বিমান ভ্রমণকারীদের আটাবের সতর্কতা

 

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ নিয়ে সতর্কবার্তা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। এতে হালট্রিপের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক না রাখার জন্য ট্রাভেল এজেন্টদের বলা হয়েছে। আটাবের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, হালট্রিপ, শেয়ারট্রিপসহ বিভিন্ন অনলাইন সেবা নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠান বাজার থেকে হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়ে যেতে পারে।

আটাব সূত্র জানায়, উড়োজাহাজ কোম্পানিগুলো সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ কমিশন দেয়। কিন্তু অনলাইন ট্রাভেল কোম্পানিগুলো ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এটা কোনোভাবেই বাজারের স্বাভাবিক আচরণ না। এ জন্য উড়োজাহাজ কোম্পানিগুলোকে চিঠি দেবে আটাব।

আটাবের চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাসেম প্রথম আলোকে বলেন, হালট্রিপসহ অন্য কোম্পানিগুলো পুরো বাজারে সমস্যা সৃষ্টি করেছে। বেশি ছাড়ে টিকিট দিয়ে তারা বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। এ জন্যই এ সতর্কবার্তা।

সূত্র জানায়, হালট্রিপের চেয়ারম্যান (প্রশান্ত কুমার (পি কে) হালদার জালিয়াতির মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন দেশ ছাড়া। আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাজবীর হাসানও দেশে নেই। হালট্রিপের ৯০ শতাংশ শেয়ারের মালিকানা পি কে হালদারের।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিঅ্যান্ডএফ এজেন্টদের অবস্থান, বন্ধ আমদানি-রফতানি

port-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম কাস্টম হাউসে অবস্থান কর্মসূচি পালন করেছে সিঅ্যান্ডএফ এজেন্টরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে এ অবস্থান কর্মসূচি চলতে থাকে। এর ফলে আমদানি-রফতানির শুল্কায়ন কার্যক্রম সম্পূর্ণই বন্ধ হয়ে যায়। তবে বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক শুরু হয়।

তবে ফলপ্রসূ কোনো অগ্রগতি হয়নি বলে জানান সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু।

তিনি বলেন, হয়রানি, বৈষম্যমূলক আচরণ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের পৃষ্ঠপোষকতা, সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাদের কর্মচারিদের প্রতি দূর্ব্যবহারের প্রতিবাদে সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাদের কর্মচারিরা কাস্টম হাউস প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিকারক ও এদের সঙ্গে যোগসাজসে পণ্যের চালান খালাসে জড়িত সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে কাস্টমস আইন ১৯৬৯ প্রয়োগ করে লাইসেন্স বাতিলের সুপারিশ করেন।

এই পরিপ্রেক্ষিতে অবস্থান কর্মসূচির ঘোষণা আসে সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, যারা অপরাধী ও দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এবং কাস্টমস আইন প্রয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট এজেন্টের লাইসেন্স বাতিলের কথা বলেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। তবে এই বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চুক্তি স্বাক্ষরে আগ্রহী কসোভো

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে কসোভো চুক্তি সই করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, কসোভোর বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান। এখানে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। জাপান, কোরিয়া, চায়না, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশ বড় ধরনের বিনিয়োগে এগিয়ে এসেছে। অনেক দেশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে।

তিনি বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, আইসিটিসহ বেশ কিছু গুরুতপূর্ণ সেক্টরে বিনিয়োগ করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এজন্য উভয় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পারস্পরিক দেশ সফর করতে হবে। এতে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির খাতগুলো চিহ্নিত করা সহজ হবে।

কসোভোর রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। কসোভোর বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে কসোভোর বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে কাজটি সহজ হতে পারে। এজন্য উভয় দেশের মধ্যে একটি চুক্তি সই হওয়া প্রয়োজন। এতে উভয় দেশের ব্যবসায়ীরা বাণিজ্য ও বিনিয়োগে এগিয়ে আসবে।

পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উজবেকিস্তানের চার সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ব্যবসায়ী প্রতিনিধিদল সেদেশে চামড়া, তৈরি পোশাক, সরিষার তেল ও সানফ্লাওয়ার তেল উৎপাদনের ক্ষেত্রে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন। তৈরি পোশাক ফ্যাক্টরি গড়ে তুলতে ও সরিষা উৎপাদনে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

বসল পদ্মা সেতুর ২১তম স্প্যান, দৃশ্যমান ৩১৫০ মিটার

padma-bridge-spanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২১তম স্প্যান ‘৩-এফ’ নামের স্পেনটি ৩২ ও ৩৩ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩১৫০ মিটার।

আজ মঙ্গলবার দুপুর ৩টায় সময় ২১তম স্প্যানটি বসানো হয়। ২০তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় ২১তম স্প্যানটি বসানো হয়েছে।

পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২১তম স্প্যানটিকে বসানোর জন্য ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে জাজিরা প্রান্তে ৩২ ও ৩৩ নং পিলারের কাছে নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

২৭ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে রবি

robiনিজস্ব প্রতিবেদক :

নিরীক্ষা পাওনা বাবদ মোবাইল অপারেটর রবি আজিয়াটা ২৭ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

৫ জানুয়ারি হাইকোর্ট রবিকে বিটিআরসির বকেয়া পাওনা দাবির ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধের নির্দেশ দেন। বিটিআরসি জানিয়েছে, পাঁচ কিস্তির প্রথমটি আজ মঙ্গলবার জমা দেয় রবি।

এ কিস্তি জমা দেওয়ার ফলে রবির ওপর থেকে সরঞ্জাম আমদানি ও প্যাকেজ অনুমোদনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। উঠে গেলে বাধাহীন বিনিয়োগে যেতে পারবে প্রতিষ্ঠানটি।

কিন্তু গ্রামীণফোনের ওপর নিষেধাজ্ঞা থাকছেই। নিষেধাজ্ঞা তুলতে গত ২৪ নভেম্বর সুপ্রীম কোর্টের আপিল বিভাগ গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের জন্য বলেন। এ জন্য গ্রামীণফোনের হাতে সময় আছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিরীক্ষা করিয়ে রাজস্বের ভাগাভাগি, কর ও অন্যান্য খাতে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা ও রবির কাছে ৮৬৭ কোটি টাকা দাবি করছে বিটিআরসি। গ্রামীণফোন ও রবি বরাবরই বলে আসছে, তারা নিরীক্ষার সঙ্গে একমত নয়।

এ টাকা আদায়ের পদক্ষেপ হিসেবে গ্রামীণফোন ও রবির সরঞ্জাম আমদানি ও প্যাকেজ অনুমোদন বন্ধ করে দেয় বিটিআরসি। পাশাপাশি প্রশাসক বসাতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এসব পদক্ষেপ আটকাতে দুই অপারেটরই আদালতে যায়। সুপ্রীম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের পক্ষ থেকে আলাদাভাবে দুই অপারেটরের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা তুলতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার ভিত্তিতে প্রথম কিস্তি দিল রবি।

স্টকমার্কেটবিডি.কম/

  1. লাফার্জ হোলসিম সিমেন্ট
  2. বীকন ফার্মা
  3. এডিএন টেলিকম
  4. খুলনা পাওয়ার কোম্পানি
  5. স্কয়ার ফার্মা
  6. রিন সাইন টেক্সটাইল
  7. ব্র্যাক ব্যাংক
  8. নর্দার্ণ জুট মেনুফেকচারিং
  9. ড্যাফোডিলস কম্পিউটার
  10. গ্রামীণফোন লিমিটেড।

ডিএসইতে ২৬২ ও সিএসইতে ৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সূচকেরও ব্যাপক পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮১ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ২৮৬ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৭.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৬ পয়েন্টে। আর ডিএসই সূচক ২২.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৯৩টির। আর দর অপরিবর্তিত আছে ৩০টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – লাফার্জ হোলসিম সিমেন্ট, বীকন ফার্মা, এডিএন টেলিকম, খুলনা পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা, রিন সাইন টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, নর্দার্ণ জুট মেনুফেকচারিং, ড্যাফোডিলস কম্পিউটার ও গ্রামীণফোন লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২৯৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৫ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে এডিএন টেলিকম ও লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দর পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

20200114_134905স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে মানববন্ধন করছে বিনিয়োগকারীরা। এসময় তারা বাজার রক্ষায় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ আশা করে বক্তব্য দেন।

মঙ্গলবার দুপুরে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল ইসলামের পদত্যাগ করতে হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিনিয়োগকারীরা বলেন, একটি অশুভ শক্তি শেয়ারবাজারকে ধ্বংস করে দিচ্ছে। এমূহূর্তে একমাত্র আমাদের প্রধানমন্ত্রীই পারেন শেয়ারবাজারের চলমান সব সংকট দূর করতে।

প্রধানমন্ত্রী নজর দিলে শেয়ারবাজারের প্রতি জনগনের যে আস্থা সংকট রয়েছে তা কেটে যাবে বলে করেন মানববন্ধনে অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/

ইভেন্স টেক্সটাইলের বোর্ড সভা আহবান

Evince-Textile-220x140স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ২০ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় ঢাকার উত্তরায় অবস্থিত নিজস্ব প্রধান অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

আর্গন ডেনিমসের বোর্ড সভা আহবান

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ২০ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় ঢাকার উত্তরায় অবস্থিত নিজস্ব প্রধান অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ