ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১২ মে

(JPEG Image, 225 × 225 pixels)স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১২ মে বেলা সাড়ে ৩টায় নিজস্ব ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. বিএসআরএম লি.
  3. এমজেএল বিডি
  4. লিন্ডে বিডি
  5. বেক্সিমকো ফার্মা
  6. অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ
  7. স্কয়ার ফার্মা
  8. ডরিন পাওয়ার
  9. কেয়া কসমেটিকস
  10. ইউনিক হোটেল।

ডিএসইতে ৪৭৮ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। টাকার অংকে আগের দিনের তুলনায় উভয় বাজারে বেড়েছে লেনদেন। এদিন ডিএসইতে ৪৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৬৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার। যা গতকাল ছিল ৪০০ কোটি টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লি., এমজেএল বিডি, লিন্ডে বিডি, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, কেয়া কসমেটিকস ও ইউনিক হোটেল।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮০৫৭ পয়েন্টে।

সিএসইতে দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৭৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এদিন সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৬ লাখ ১৫ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে