ইবনে সিনার মুনাফার ৪৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ibnনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য মুনাফার ৪৫.৮৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ১৮ মাসের (জানুয়ারি২০১৫-জুন২০১৬) ব্যবসায়িক ফলাফলের উপরে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১১.৪৪ টাকা। এর বিপরীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য মোট ৫২.৫ শতাংশ (৩৭.৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাত প্রতিটি শেয়ারে ৫.২৫ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ হিসাবে মুনাফার ৪৫.৮৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আর বাকি ৫৪.১১ শতাংশ বা প্রতিটি শেয়ারে ৬.১৯ টাকা কোম্পানির সংরক্ষিত আয়ে যোগ হবে।

কোম্পানি কর্তৃপক্ষের ঘোষিত মোট৫২.৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ১২.৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার চলতি বছরের ৬ মাসের (জানুয়ারি-জুন) জন্য ঘোষণা করা হয়েছে। আর বাকি ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার ২০১৫ সালের জন্য ঘোষণা করা হয়েছিল।
২০১৬ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৩৮.৭২টাকা।
কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় সমূহ চূড়ান্ত অনুমোদনের জন্য আগামি ২৬ নভেম্বর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর কোম্পানিটির শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ২৪ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।
উল্লেখ্য সোমবার (০২সেপ্টেম্বর) লেনদেন শেষে ইবনে সিনার শেয়ার দর ২৩৬.৯০ টাকায় দাড়িয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসই’র মাধ্যমে ৩০ কোটি টাকা রাজস্ব আদায়

taxনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকার ৩০ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ রাজস্ব আদায় হয়েছে। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ডিএসই আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩বিবিবি ধারা অনুযায়ী, ব্রোকারেজ হাউজ থেকে উৎসে করবাবদ ২৪ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া বাকি ৫ কোটি ৫৩ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ এম ধারা অনুযায়ী উদ্যোক্তা ও প্লেসমেন্ট শেয়ার বিক্রয়বাবদ।
স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে ১৭ শতাংশ বৈদেশিক লেনদেন বেড়েছে

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৈদেশিক বিনিয়োগকারীদের (বিদেশী ও প্রবাসী) ৯২৯ কোটি ১১ লাখ টাকার বা ১৭ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। আগের বছরের নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) তুলনায় চলতি বছরের একই সময়ে এই লেনদেন বেড়েছে। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের নয় মাসে ডিএসইতে বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ৬ হাজার ৩৯৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করেছেন। যা আগের বছরের একই সময়ে ছিল ৫ হাজার ৪৬৭ কোটি ৯১ লাখ টাকার।

এদিকে চলতি বছর বিক্রয়ের চেয়ে ৫৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্রয়ের পরিমাণ বেশি হয়েছে। এ সময় বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ৩ হাজার ৪৯২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় ও ২ হাজার ৯০৪ কোটি ৮৯ লাখ টাকার বিক্রয় করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

উভয় শেয়ার বাজারে সূচক ও লেনদেনে উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে আর্থিক লেনদেনের পরিমাণ। সোমবারের (০৩অক্টোবর) লেনদেনে এ উত্থান হয়েছে। স্টক এক্সচেঞ্জ দুটি’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.২১ পয়েন্ট বেড়ে ৪৬৯১.১৪ পয়েন্টে দাড়িয়েছে । আগেরদিন এ সূচক ৪.২৬ পয়েন্ট কমেছিল। এ দিকে সোমবার ডিএসইতে ৫৯৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিনছিল ৫৩১ কোটি ২৪ লাখ টাকা।

ডিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৬১টির দরকমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমজে এলবিডি’র শেয়ার। কোম্পানিটির ২৪কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিএসআর এমস্টিলের ১৮কোটি ১৭লাখ টাকার শেয়ারলেনদেন হয়েছে। ১৬কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে যমুনা অয়েল।

লেনদেনে এর পর রয়েছে- বিএসসি, স্কয়ার ফার্মা, একটিভ ফাইন কেমিক্যাল, ইয়াকিনপলিমার, সিঙ্গারবিডি, লাফার্জ সুরমা সিমেন্ট ও আইপিডিসি।

এ দিকে সিএসইরসি এসই এক্সসূচক১০.৩৪পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৭৭৭.১৮পয়েন্টে। আগের দিন এসূচককমেছিল১৮.৫৪পয়েন্ট।

এ দিন সিএসইতে ৩২কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিনছিল ৩০কোটি ২৮লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি ইস্যুর মধ্যে দরবেড়েছে ৯৫টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম