Day: June 8, 2023
Price Sensitive Information of KATTALI TEXTILE
ইয়াকিন পলিমারের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমারের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। ৩০ জুন ২০১৯ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৩২ টাকা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে কোম্পানিটি। আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির এই এজিএম অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণের শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ২৬ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম/
Price Sensitive Information of Yeakin Polymer Limited.
মেঘনা কনডেন্সড মিল্কের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
গত অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ৭ টাকা ৮০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দায় মূল্য ৫১ টাকা ৮৮ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/
- ন্যাশনাল টিউবস
- সোনারবাংলা ইন্স্যুরেন্স
- স্ট্যান্ডার্ড সিরামিকস
- মুন্নু সিরামিকস
- ভিএফএস থ্রেড ডাইং
- স্কয়ার ফার্মা
- অগ্রণী ইন্স্যুরেন্স
- সিলকো ফার্মা
- বৃটিশ আমেরিকান ট্যোবাকো
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস।
৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসই’র সূচক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। দিনশেষে সেখানে লেনদেনও কমেছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৩ বছরের মধ্যে সূচকের সর্বনিম্ন অবস্থান।
এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর ডিএসই এক্স সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৬৯৮ পয়েন্টে।
সোমবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৮ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৮৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৪৮ কোটি ৮১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৫৭ কোটি ৮ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, মুন্নু সিরামিক, ভিএফএস থ্রেড ডাইং, স্কয়ার ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, বৃটিশ আমেরিকান ট্যোবাকো এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩২৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
স্টকমার্কেটবিডি.কম/
ইষ্টার্ণ হাউজিংয়ের বোর্ড সভা ৪ নভেম্বর
শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৪ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বিকাল সাড়ে ৪ টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।
এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এ
আমরা নেটওয়ার্ক ও আমরা টেকনোলজিসের অফিস পরিবর্তন
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস ও আমরা টেকনোলজিস লিমিটেডের অফিস পরিবর্তন করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, কোম্পানিগুলোর অফিস বনানীতে অবস্থিত প্রসাদ ট্রেড সেন্টার নামে টাওয়ারে নেওয়া হয়েছে।
এখন হতে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/বিএ
‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করলো জেনারেশন নেক্সট
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে৪৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১১ টাকা ৮৯ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/