গত সপ্তাহে ঘোষিত ১৬ কোম্পানি লভ্যাংশ

dividendনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহজুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৪টি কোম্পানি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি।

কোম্পানিগুলোর লভ্যাংশের পরিমাণ তুলে ধরা –

ন্যাশনাল টিউবস :

ন্যাশনাল টিউবস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০% শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

ডেল্টা স্পিনার্স :

ডেল্টা স্পিনার্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।

শমরিতা হাসপাতাল :

শমরিতা হাসপাতাল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশের পুরোটাই নগদ।

মেট্রো স্পিনিং :

মেট্রো স্পিনিং শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ :

বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

উসমানিয়া গ্লাস :

বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

কোহিনূর কেমিক্যালস :

কোহিনূর কেমিক্যালস শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

হাক্কানী পাল্প অ্যান্ড পেপার :

হাক্কানী পাল্প অ্যান্ড পেপার শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

ন্যাশনাল পলিমার :

ন্যাশনাল পলিমার শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস :

মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ আর বাকী ১৫ শতাংশ বোনাস। নগদ ৫ শতাংশ শুধুমাত্র শেয়ারহোল্ডাররা পাবেন। এ লভ্যাংশ কোনো পরিচালক নিবেন না।

প্রাইম টেক্সটাইল :

প্রাইম টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

ড্যাফোডিল কম্পিউটার্স :

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটই নগদ লভ্যাংশ।

অন্যদিকে লভ্যাংশ না দেওয়া কোম্পানিগুলো হলো-

বিডি অটোকারস, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

সপ্তাহে লেনদেন কমেছে ১৪.৩৬ শতাংশ

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ও গড় লেনদেন এবং সূচক কমেছে। সাপ্তাহিক ব্যবধানে লেনদেন কমেছে ১৪.৩৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৪ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ১৯৭ টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৫৬ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৫৪৬ টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন ১৪ দশমিক ৩৬ শতাংশ কমেছে।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৩ দশমিক ১৭ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির ৪ দশমিক ৭৫ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির ১১ দশমিক ০৩ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ০৫ শতাংশ।

ডিএসইর প্রধান সূচক সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৩৭ শতাংশ বা ৬২.৩৩ পয়েন্ট কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩২৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর ১টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এম