ওয়ান ব্যাংকের ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

one bank-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ড. শাহিদা আক্তার নামে ব্যাংকের এ উদ্দ্যোক্তা হাতে থাকা ৩ লাখ শেয়ার বিক্রি করবেন। তার নিকট মোট ১ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার ৬৩ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সিটি ব্যাংক এজিএমের স্থান ও দিন পরিবর্তন

citi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান ও দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি রাজধানীর সেনানিবাসে গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই এজিএমের দিন পরিবর্তনের সিদ্ধান্ত হয়। পরে এই তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।

এর আগে এই সভার দিন নির্ধারণ হয়েছিল ১৮ জুলাই।

তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির রেকর্ড আগামী ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. একমি ল্যাব.
  2. শাহজিবাজার পাওয়ার
  3. লাফার্জ সুরমা
  4. এমজেএল বিডি
  5. বেক্স ফার্মা
  6. বিএসআরএম লি.
  7. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  8. গ্রামীন ফোন
  9. খান ব্রাদার্স
  10. ইসলামী ব্যাংক।

ডিএসইতে ১৮৯ কোটি টাকার লেনদেন বৃদ্ধি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন আগের দিনের চেয়ে ১৮৯ কোটি টাকা বৃদ্দি পেয়েছে। এদিন এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনে চেয়ে অনেক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ডিএসইতে ৪৭১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন সোমবার ছিল ২৮২ কোটি ৬২ লাখ টাকা। এহিসাবে দিনের লেনদেন ১৮৯ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৩৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ২১১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাব., শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, এমজেএল বিডি, বেক্স ফার্মা, বিএসআরএম লি., অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীন ফোন, খান ব্রাদার্স ও ইসলামী ব্যাংক।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ২১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৫৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ব্যাসেল–৩ বাস্তবায়নের ব্যর্থ তালিকাভুক্ত ৬ ব্যাংক

bbনিজস্ব প্রতিবেদক :

ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী অতিরিক্ত মূলধন রাখতে ব্যর্থ হয়েছে সরকারি-বেসরকারি ১৩ ব্যাংক। তবে এদের মধ্যে রয়েছে ৬ টি রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক। এগুলো হলো- রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, আইসিবি ইসলামিক, আইএফআইসি ও প্রিমিয়ার ব্যাংক।

রাষ্ট্রমালিকানাধীন অন্য ব্যাংকগুলো হলো সোনালী, জনতা, অগ্রণী ও বেসিক, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এছাড়া এই তালিকায় বেসরকারি খাতের বাংলাদেশ কমার্সের নাম রয়েছে।

ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোকে চলতি বছর থেকে ঝুঁকিভিত্তিক মোট সম্পদের ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণ করতে হয়। চলতি বছর থেকে ওই ১০ শতাংশের পাশাপাশি অতিরিক্ত আরও দশমিক ৬২৫ শতাংশ হারে মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে ১৩ ব্যাংক উল্লেখিত পরিমাণ মূলধন সংরক্ষণ করতে পারেনি। নীতিমালা অনুযায়ী, ঝুঁকিভিত্তিক সম্পদ বলতে ব্যাংকের যেসব ঋণ ও সম্পদ মান খারাপ হয়ে গেছে, সেগুলোকে বোঝানো হয়েছে।

এদিকে, যে ১৩টি ব্যাংক মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ব্যাংক।

যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী গত বলেন, চলতি বছর থেকেই এটা কার্যকর শুরু হয়েছে। ফলে এখনো সবাই হিসাবটা বুঝতে পারেনি। এ কারণে ব্যাংকগুলোকে আরও কিছু সময় দেওয়া হতে পারে।

জানা গেছে, ২০১৫ সাল থেকে ব্যাংকগুলোর জন্য ব্যাসেল-৩ নীতিমালা কার্যকর হয়েছে। নীতিমালা অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত প্রতিটি ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের মোট সাড়ে ১২ শতাংশ মূলধন সংরক্ষণ করতে হবে। ব্যাংকগুলোকে অতিরিক্ত মূলধন সংরক্ষণ করতে হবে কমন ইক্যুইটি টায়ার (মূলধন স্তর)-১ থেকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছর থেকে অতিরিক্ত দশমিক ৬২৫ শতাংশ মূলধন সংরক্ষণ করার বাধ্যবাধকতা থাকলেও অগ্রণী ব্যাংক করেছে দশমিক ১৯ শতাংশ, জনতা ব্যাংক করেছে দশমিক ১৩ শতাংশ, ঢাকা ব্যাংক দশমিক ২৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দশমিক ১১ শতাংশ, আইএফআইসি ব্যাংক দশমিক শূন্য ২ শতাংশ। আর সোনালী, রূপালী, বেসিক, বাংলাদেশ কমার্স, আইসিবি ইসলামিক, প্রিমিয়ার, বিকেবি ও রাকাব কোনো অতিরিক্ত মূলধন সংরক্ষণ করতে পারেনি।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমরা মার্চে এটা সংরক্ষণ করতে না পারলেও পরে পেরেছি। প্রথমবার হওয়ায় এটা পরিপালন সম্ভব হয়নি।

এদিকে ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণের যে বাধ্যবাধকতা রয়েছে, তা-ও রাখতে পারেনি ৮ ব্যাংক। ব্যাংকগুলো হলো সোনালী, রূপালী, বেসিক, বিকেবি, রাকাব, কমার্স, প্রিমিয়ার ও আইসিবি ইসলামিক ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে