মার্ক কেলেঙ্কারির বিচার শুরু : মামলার চার্জ গঠন জানুয়ারিতে

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

১৯৯৯ সালে শেয়ার কারসাজির ঘটনায় মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পানির বিচার কার্যক্রম শুরু হয়েছে। মামলা নিষ্পত্তিতে আগামী ১ জানুয়ারি চার্জ গঠনের সময় মঞ্জুর করেছেন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ। চার্জ গঠনের পরই মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম ও শুনানি শুরু হবে। মামলার বাদী বর্তমানে কর্মস্থলে না থাকায় বাদীও পরিবর্তন করা হয়েছে।

কারসাজির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে মার্কের বিরুদ্ধে ২০০০ সালে মামলা করা হয়। দীর্ঘদিন মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিচারাধীন ছিল। ২০১৫ সালের জুনে শেয়ারবাজারের মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলে চলতি বছরের ৬ নভেম্বর বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

সিএমএম আদালতে মামলা নম্বর ছিল ১৩৬৪/২০০০। ট্রাইব্যুনালে মামলা নম্বর ৩/১৬। গতকাল সোমবার মামলাটির বিচারিক কার্যক্রম শুরু করার সময় নির্ধারণ করা হয়েছিল।

সূত্র জানায়, ১৯৯৯ সালে শেয়ার কারসাজির দায়ে বিএসইসির পক্ষে তত্কালীন উপপরিচালক আহমেদ হোসেন মামলাটি দায়ের করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পানিসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। সিকিউরিটিজ অধ্যাদেশের ২৫ ধারা অনুযায়ী এ মামলা করেন তিনি। তবে দীর্ঘদিন পড়ে থাকলেও মামলার কোনো কার্যক্রম শুরু হয়নি।

শুধু শেয়ারবাজারসংক্রান্ত মামলার বিচার করতে ২০১৫ সালের মাঝামাঝিতে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাগুলো এখানে স্থানান্তরিত করে বিচার করা হবে। প্রক্রিয়া শেষে ক্রমান্বয়ে মামলাগুলো বিশেষ আদালতে আসবে।

বিএসইসির তত্কালীন উপপরিচালক ও মামলার বাদী বর্তমানে ওই কর্মস্থলে না থাকায় তাঁকে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ওই মামলার বাদী উপপরিচালক মাহমুদুল হাসান। কমিশনের পক্ষে মামলার বাদী পরিবর্তনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। মামলায় আসামিরা হলেন মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল হাই ও পরিচালক সালমা আক্তার।

মামলার সাক্ষী হলেন বিএসইসির তত্কালীন উপপরিচালক আহমেদ হোসেন, নির্বাহী পরিচালক আনোয়ার উল কবির ভূঁইয়া, পরিচালক ফরহাদ আহমেদ, উপপরিচালক এ টি এম তারেকুজ্জামান, উপপরিচালক শুভ্রকান্তি চৌধুরী ও উপপরিচালক সৈয়দ শফিকুল হোসেন।

বিএসইসির আইনজীবী মাসুদ রানা বলেন, ‘মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার কেলেঙ্কারির মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে মামলাটি স্থানান্তরের পর সোমবার কার্যক্রম শুরু করেছে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্রোকারেজ হাউজ ও কোম্পানিদের পুরস্কার দিবে ডিবিএ

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারকে আরো স্বচ্ছ ও গতিশীল করতে ব্রোকারেজ হাউজ ও কোম্পানিকে সম্মাননা পুরস্কার দেবে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। ডিবিএ সূত্রে এ তথ্য জানা যায়।

সম্মান ও স্বীকৃতি হিসেবে ভালো ১০টি ব্রোকারেজ হাউজ ও কোম্পানিকে এ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
গত ২৭ নভেম্বর ডিবিএ‘র নির্বাচিত নতুন সভাপতির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ সাদেক এবং সহ-সভাপতি খুজিস্তা নুর-ই-নাহরীনসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

ডিবিএ সূত্রে জানা যায়, কমিটির প্রথম সভায় শেয়ারবাজারের উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। এ মধ্যে সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ভালো পারফর্মেন্স করছে এমন ১০টি ব্রোকারেজ হাউজ ও কোম্পানিকে ডিবিএর‘র পক্ষ থেকে সম্মাননা সূচক পুরস্কার দেওয়া হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ব্রোকারেজ হাউসের নানা ধরনের সমস্যা (ট্যাক্স, মনিটরিং, আইন, বিধি) সমাধানে কর্মীদের প্রশিক্ষণের দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এসব বিষয়ে শিগগিরই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) সঙ্গে আলোচনা করবো।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রেকর্ড ডেটের জন্য ব্লক মার্কেটে ৩ কোম্পানি

block-mস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের জন্য আগামীকাল ৩০ নভেম্বর, বুধবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফার্মা এইডস, এসিআই ও এসিআই ফরমুলেশনস লিমিটেড।

কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সাত কোম্পানির লেনদেন স্থগিত বুধবার

trade suspended logo mmস্টকমার্কেট ডেস্ক :

বুধবার লেনদেন স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি। এগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, কোহিনূর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, জুট স্পিনার্স এবং মতিন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩০ নভেম্বর) কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

আগামী ১ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে এসব কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ