সিএসইতে গত সপ্তাহে কমেছে লেনদেন

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন কমেছে। সেই সাথে কমেছে সব সূচক ও অধিকাংশ শেয়ারের দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ৮১টি শেয়ার মোট ১১৯ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ২২৩ টাকার লেনদেন। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৪ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার ৮৭৮ টাকার শেয়ার।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৮৫ শতাংশ বা ১৪১৯৭ পয়েন্ট। সিএসই৩০ কমেছে ১ দশমিক ৬০ শতাংশ বা ১২৫০৯ পয়েন্ট। সিএসসিএক্স কমেছে ৮৬ শতাংশ বা ৮৬৩৬ পয়েন্ট। সিএসই৫০ ১ দশমিক ১৬ শতাংশ বা ১০৩৪ পয়েন্ট। সিএসআই কমেছে ২৬ শতাংশ বা ৯৭৫ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬ টির, দর কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির।

গত সপ্তাহে লেনদেনে শীর্ষে ছিল মোজাফ্ফর স্পিনিং মিলস লিমিটেড ২৯ লাখ ২৫ হাজার ৩৪০টি শেয়ার মোট ১২ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০২ টাকার শেয়ার। এরপর ২য় ও ৩য় স্হানে রয়েছে লাফার্জ সুরমা ও কেডিএস।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

গত সপ্তাহে দর কমার শীর্ষে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার তালিকায় শীর্ষ ১০ কোম্পানির শীর্ষে আছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে দর কমার তালিকার শীর্ষে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এ সময় ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির দর কমেছে ২০ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন লেনদেন করে ৬ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকার। সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করে মোট ২৭ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার টাকার।

‘এ’ ক্যাটাগরির কোম্পানি তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। এ সময় কোম্পানিটির দর কমেছে ১৫ দশমিক ৭৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটি লেনদেন করেছে ১৮ হাজার ৭৫০ টাকার শেয়ার। সপ্তাহ জুড়ে কোম্পানিটি মোট ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তৃতীয় স্থানে রয়েছে “বি” ক্যাটাগরির কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৩ দশমিক ৪৬ শতাংশ। সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন করে ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ২৫০ টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে মোট লেনদেন হয় ৫ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার।

এছাড়া শীর্ষ দশে অন্যান্য কোম্পানিগুলো হলো – ‘জেড’ ক্যাটাগরির রহিমা ফুডের দর কমেছে ১৩ দশমিক ৩১ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির কেডিএসের দর কমেছে ১০ দশমিক ৯৬ শতাংশ, ‘এ’ ক্যাটাগরির প্রামিয়ার সিমেন্টের দর কমেছে ৯ দশমিক ২৭ শতাংশ, ‘এ’ ক্যাটাগরির প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৮ শতাংশ, “বি” ক্যাটাগরির লিগ্যাসি ফুটওয়ারের দর কমেছে ৯ দশমিক ৬ শতাংশ, “বি” ক্যাটাগরির মুন্নু সিরামিকসের দর কমেছে ৬ দশমিক ৯৮ শতাংশ ও ‘জেড’ ক্যাটাগরির ঈমাম বাটনের দর কমেছে ৬ দশমিক ৯২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সাপ্তাহিক লেনেদেনের শীর্ষে লাফার্জ সুরমা

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৪৩ লাখ ১৬০টি শেযার মোট ১২৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্স ফার্মা ৭২ লাখ ৯৭ হাজার ১০৬টি শেযার মোট ৫২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার লেনদেন। তৃতীয় স্থানে আছে “এন” ক্যাটাগরির কেডিএস এক্সেসরিস্‌ লিমিটেড
৬৪ লাখ ৮২ হাজার ৭৩২টি শেযার মোট ৪৭ কোটি ৪৭ লাখ ৬৭ হাজার টাকার লেনদেন।
গত সপ্তাহে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসআরএম, গ্রামীণফোন, এমারল্ড অয়েল, মোজাফ্ফর স্পিনিং, আমান ফিড, সাইফ পাওয়ারটেক ও ইফাদ অটোস।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে সপ্তাহের ব্যবধানে সূচকের সাথে কমেছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমার সাথে কমেছে লেনদেন। সেই সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর। এসপ্তাহে ডিএসইতে লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে ৩০ দশমিক ০২ শতাংশ।

গত সপ্তাহের ১৮ হতে ২১ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৪২ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৭৯০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯১৭ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ১৪৩ টাকার শেয়ার।

অন্যদিকে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ৬২ ১৯ শতাংশ বা ২৮ দশমিক ৯৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক কমেছে ২২ শতাংশ বা ৩ দশমিক ৯৫ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১৪ শতাংশ বা ১ দশমিক ৫৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ট্রাস্ট ব্যাংক মূলধন বাড়াবে

trust-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড মূলধন বাড়াবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, ব্যাংকের টায়ার-২ মূলধন বাড়াতে প্রতিষ্ঠানটি ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। গত মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে এসব বন্ড ইস্যু করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এবারও নো ডিভিডেন্ড ঘোষণা মাইডাস ফিন্যান্সের

midasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফিন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২২ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

মাইডাস ফিন্যান্স লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে নাই।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ফু-ওয়াং ফুডসের ১৫% লভ্যাংশ ঘোষণা

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২১ অক্টোবর বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

ফু-ওয়াং ফুডস লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। তার আগের বছরেও কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শেয়ারবাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে বিদেশীরা

dolerনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিচ্ছে। এবারই প্রথম এক বছরে ৫ মাস বিদেশিরা বিনিয়োগ প্রত্যাহার করেছে।

তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের মার্চ, এপ্রিল, মে, আগস্ট ও অক্টোবর এই ৫ মাসেই বিদেশিরা শেয়ারবাজার থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছে। এরমধ্যে মার্চ থেকে মে পর্যন্ত টানা ৩ মাসে বিনিয়োগ উঠিয়ে নেয় ১৮৬ কোটি ৫৮ লাখ টাকা। এরপর দুই মাস পর আগস্ট ও সেপ্টেম্বরে বিনিয়োগ তুলে নিয়েছে ১৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

চলতি বছরের আগে শেয়ারবাজার থেকে টানা ৩ মাস বিনিয়োগ প্রত্যাহারের ঘটনা ঘটে ২০১০ সালে। ওই বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে টানা বিনিয়োগ তুলে নেয় বিদেশিরা। এরপর আর কখনো টানা তিন মাস বিনিয়োগ প্রত্যাহার করেনি বিদেশিরা। তবে ২০১১ সালে দুই ধাপে ৩ বার বিনিয়োগ প্রত্যাহারের ঘটনা ঘটে। অবশ্য ২০১১ সালের আগস্টের পর টানা ৪২ মাসে আর বিনিয়োগ প্রত্যাহার করেনি বিদেশিরা।

সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দেশের শেয়ারবাজারে যেসব বিদেশি বিনিয়োগকারী রয়েছে তাদের মধ্যে দ্রুত মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের বিদেশি বিনিয়োগকারী শেয়ারবাজারের জন্য ক্ষতিকর। বাজারের বর্তমান পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদি ভালো বিনিয়োগকারী প্রয়োজন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ