বিডি ল্যাম্পসের বোর্ড সভা রবিবার

bdlams-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৫ এপ্রিল রবিবার বিকেল সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়েছে।

কোম্পানিটি আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এএআর

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. গ্রামীণফোন
  3. এমজেএল বাংলাদেশ
  4. স্কয়ার ফার্মাসিউটিক্যালস
  5. খুলনা পাওয়ার কোম্পানি
  6. ইফাদ অটোস লিমিটেড
  7. এসিআই লিমিটেড
  8. ফার্মা এইডস
  9. এসিআই ফরমুলেশ
  10. শাশা ডেনিমস।

ডিএসইতে সূচক ৪,৫০০ পয়েন্টের নিচে

low indexনিজস্ব প্রতিবেদক :

ফের সাড়ে ৪ হাজার পয়েন্টের নীচে নেমে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক। বৃহস্পতিবার সপ্তাহের শেষ লেনদেন দিবস শেষে সূচক এসে দাঁড়িয়েছে ৪৪৭২.১৩ পয়েন্টে। দিনশেষে সূচকের পতন হয়েছে ৪০.৯৬ পয়েন্টের।

বৃহস্পতিবার ডিএসইতে ২৭৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৮৫ কোটি টাকা কম। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৭১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৭২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭০৩ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, এসিআই লিমিটেড, ফার্মা এইডস, এসিআই ফরমুলেশন এবং শাশা ডেনিমস।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৮১.০৬ পয়েন্ট কমে দিনশেষে ৮৩২৪.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭০ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

আগ্রাসী ব্যাংকিংয়ের ভূমিকায় নতুন ব্যাংক

bbনিজস্ব প্রতিবেদক :

মূলধনের আনুপাতিক হারে ব্যাংকটি একজন গ্রাহককে ৬০ কোটি টাকার বেশি ঋণ দিতে পারে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ভঙ্গ করে তারা ১৬৫ কোটি টাকা একজন গ্রাহককে ঋণ দিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থানে এ অনিয়ম থেকে ফিরে আসে ব্যাংকটি। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া নতুন ৯ ব্যাংকের একটির সম্পর্কে এ তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র।

জানা গেছে, চলমান রাজনৈতিক সঙ্কট ও আগে থেকে চলে আসা বিদ্যুৎ, গ্যাসসহ অবকাঠামো সুবিধার অভাবে বিনিয়োগ স্থবিরতা কাটছে না। এ পরিস্থিতিতে বেশি বেকায়দায় পড়েছে নতুন লাইসেন্স পাওয়া নতুন ব্যাংকগুলো।

আমানত পেতে হলে পুরনোদের চেয়ে বেশি সুদ বা মুনাফা গুনতে হচ্ছে। এ কারণে এ ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনা ব্যয়ও বেশি। এ পরিস্থিতিতে টিকে থাকার জন্য কেউ কেউ আগ্রাসী বিনিয়োগের দিকে ঝুঁকছে।

এ বিষয়ে ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) প্রেসিডেন্ট ও ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার জানান, বর্তমান বিনিয়োগ স্থবিরতার মধ্যে সবাই সমস্যার সম্মুখীন হয়েছে। তবে তুলনামূলকভাবে নতুন ব্যাংকগুলোতে এ সমস্যা বেশি। কেননা, বর্তমানে ভালো গ্রাহকের খুবই অভাব। ভালো গ্রাহক পেতে নতুন ব্যাংকগুলো পুরনোদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না।

তবে, এবিবির সাবেক প্রেসিডেন্ট ও মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমডি মো: নূরুল আমিন সাংবাদিককে বলেন, নতুন ব্যাংকগুলো ভালো গ্রাহক পাচ্ছে না, তা পুরোপুরি ঠিক নয়। নতুন ব্যাংকগুলোর চলমান পরিস্থিতিতে বেশি কাজ করছে বিভিন্ন সরকারি প্রজক্টে। সরকারের বিভিন্ন অবকাঠামো খাতে নতুন ব্যাংকগুলো অন্য ব্যাংকের চেয়ে বেশি বিনিয়োগ করতে পারছে। পুরনো ব্যাংকগুলো থেকেও অনেক গ্রাহক নতুন ব্যাংকগুলোতে আসছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এএআর

স্কয়ার টেক্সটাইলের বোর্ড সভা আহ্বান

square-textile-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের স্কয়ার টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৭ এপ্রিল, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাংকটি আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০ শতাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এএআর

নতুন নামে ফার্স্ট লিজ

first-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট লিজ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের নাম পরিবর্তনের বিষয়টি ২ এপ্রিল, বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। কোম্পানিটির পরিবর্তিত নাম হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর ফলে ফার্স্ট লিজ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের ট্রেডিং কোড FLEASEINT-এর পরিবর্তে হবে FIRSTFIN.

কোম্পানির নাম এবং ট্রেডিং কোড ছাড়া বাকি সবকিছু অপরিবর্তিত থাকবে।

২০১৪ সালের ১৭ মার্চ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ইউনাইটেড পাওয়ারের লেনদেন রবিবার

UPGDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আগামী ৫ এপ্রিল, রবিবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে।

‘এন’ ক্যাটাগরি হিসাবে লেনদেন শুরু হওয়া কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে UPGDCL. ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩ কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছে। গত ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিও’র মাধ্যমে আবেদন গ্রহণ করে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

যমুনা ব্যাংকের ১৯% নগদ লভ্যাংশ

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৯ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৬২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০.৯৯ টাকায়।

আগামী ৪ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর