ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন বিএসইসির কর্মকর্তা

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

১৫ বছর আগে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাবিনকোর প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারি মামলায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রতিনিধি সাক্ষ্য দিয়েছেন।

মঙ্গলবার শেয়ারবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বিএসইসির পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী।

সাক্ষ্য শেষে তাকে জেরা করেন মামলার আসামি কুতুব উদ্দিনের আইনজীবী বোরহান উদ্দিন।

আসামিপক্ষের জেরা শেষে ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর মামলার শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর পরবর্তী দিন ঠিক করেন।

এদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্টের (সাবিনকো) মামলায় তিন সাক্ষীকে হাজির হতে সমন জারি করেছে আদালত।

এরা তারা হলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী, বিএসইসির তৎকালীন পরিচালক (বর্তমানে নির্বাহী পরিচালক) ফরহাদ আহমেদ ও তৎকালীন নির্বাহী পরিচালক (পরবর্তীতে বিএসইসির কমিশনার ও বর্তমানে অবসরপ্রাপ্ত) মনসুর আলম।

মামলার পরবর্তী কার্যদিবসে আদালতে হাজির হতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় আদালতে অন্যদের মধ্যে আসামি মো. কুতুবউদ্দিন আহমেদ, আসামির আইনজীবী এসএম আবুল কালাম ও বিএসইসির উপ-পরিচালক এ এস এম মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের জুন থেকে জুলাই সাবিনকোর ব্যবস্থাপনা পরিচালক ও কিছু কর্মকর্তা একই দিনে এক ব্রোকারেজ হাউজে শেয়ার কিনে অন্য হাউজের মাধ্যমে বিক্রয় করতেন। এই শেয়ার ক্রয়ের উদ্দেশ্য ছিল কিছু কোম্পানির শেয়ারের দর বাড়ানো।

এদিকে প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারি আরেক মামলায় পুলিশের এসআই নিজাম উদ্দিনের সাক্ষ্য নিয়ে ট্রাইব্যুনাল আগামী ১৬ নভেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন।

এ মামলার আসামিরা হলেন- গ্রিন বাংলা কমিউনিকেশন কোম্পানিসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত নবীউল্লাহ নবী ও সাত্তারুজ্জামান শামীম।

২০১৩ সালের জুন মাসে নবীউল্লাহ নবী ট্রেনের নিচে চাপা পড়ে মারা যান

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জাহিনটেক্সের বোর্ড সভা ২৫ অক্টোবর

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়াবাজারের তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড ডিএসই লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মাইডাস ফিন্যান্সের বোর্ড সভা ২২ অক্টোবর

midasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফিন্যান্স লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর রবিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল সাড়ে ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড ডিএসই লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

মাইডাস ফিন্যান্স লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে নাই।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা ২০ অক্টোবর

hedelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে চারটায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২০ অক্টোবর

trustস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে চারটায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থদিনে সূচকের পতন। এই দিন সিএসইতে অধিকাংশ শেয়ারের দর ও লেনদেন কমেছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, বধবারবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ১৯০.৩৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১১৬.২৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১৬২.৩৬ পয়েন্ট কমে ১২ হাজার ৭৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১৬.০৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ১১.৩০ পয়েন্ট কমে ৯৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৯৭ লাখ টাকা। মঙ্গলবার হয়েছে ৩৪ কোটি ৪ লাখ টাকা। সোমবার হয়েছিল ৩০ কোটি ৬০ লাখ টাকার। দিনশেষে লেনদেনের শীর্ষে সাইফ পাওয়ারটেক ও লাফার্জ সুরমা

সিএসইতে ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০টির দাম বেড়েছে, কমেছে ১৯৯টির আর অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আরএকে সিরামিকের বোর্ড সভা মঙ্গলবার

RAK-CERAMIKস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা রাত ৮টায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আনলিমা ইয়ার্নের বোর্ড সভা ২৫ অক্টোবর

Anlima-Yarn-Dyeing-Limited_company_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর রবিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড ডিএসই লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডেসকোর বোর্ড সভা ২১ অক্টোবর

descoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতে কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল সাড়ে ৫টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড ডিএসই লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

ডেসকো লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে সূচকের আবারও পতন

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সহ অন্যান্য সূচকের পতন হয়েছে। গত সোম ও মঙ্গলবার সূচক কিছুটা বাড়লেও তার আগের ৩ দিন সূচকের পতন হয়েছিল। আজ বুধবার সূচকের পতনের সাথে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ১৪.২৫ পয়েন্ট কমে ১ হাজার ১২৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৪.৬২ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৮ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট
গত কার্যদিবস মঙ্গলবার হয়েছিল ৪৪৯ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার টাকার। সোমবার ৪১৬ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার টাকার । টাকার অংকে মঙ্গলবারের চেয়ে আজ বুধবারের লেনদেন ১৪ কোটি ৫৯ লাখ ৬ হাজার টাকা কম।

ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫১ টির দাম বেড়েছে, কমেছে ২৪১টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্স ফার্মা, লাফার্জ সুরমা, সিভিও পেট্রোকেমিক্যাল, সাইফ পাওয়ারটেক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ারওয়েজ ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ