আরএকে সিরামিকসের ইজিএম আজ

RAK-CERAMIKস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আজ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ২০ সেপ্টেম্বর রবিবার রাজধানীর খিলক্ষেতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই ইজিএমটি অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ১৭ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

বিচ হ্যাচারির বোর্ড সভা আগামিকাল

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের বোর্ড সভা আগামিকাল অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আগামিকাল ২১ সেপ্টেম্বর সোমবার বেলা ৩ টায় কোম্পানিটি বোর্ডসভার নতুন সময় নির্ধারন করেছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর কোম্পানিটি বোর্ড সভা আহবান করে আর ঐ দিন তা বাতিল করে।

আসন্ন বোর্ড সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিচ হ্যাচারি লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কারাগারা থাকা ৫ কর্মকর্তার জামিন আবেদন নাকচ

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের জাল শেয়ার সার্টিফিকেট মামলায় কোম্পানির আরো ৫ কর্মকর্তার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। কারাগারে থাকা ওই পাঁচ আসামির জামিনের আবেদন নাকচ করে বৃহস্পতিবার এ আদেশ দেন শেয়ারবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল।

দীর্ঘদিন পলাতক থাকার পর ১৪ সেপ্টেম্বর প্যারাগন লেদারের ২০ আসামির মধ্যে পাঁচজন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তবে ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর আসামিদের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সেদিন থেকেই তারা কারাগারে রয়েছেন। কারাগারে পাঠানোর চারদিনের মধ্যে গতকাল ট্রাইব্যুনালে আসামিপক্ষ আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন জানান। তবে যৌক্তিক সময় পার না হওয়ার কারণ জানিয়ে তাদের জামিন আবেদন নাকচ করেন ট্রাইব্যুনালের বিচারক।

মামলার জামিন না পাওয়া এসব আসামিরা হলেন- প্যারাগণ লেদারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এমএ সালাম, কর্পোরেট এ্যাডভাইজার আব্দুস সালাম, এ্যাকাউন্ট অফিসার মো. জালাল উদ্দিন, শেয়ার অফিসার এসএম জুনায়েদ বাগদাদী ও কম্পিউটার অপারেটর হেমন্ত বাইন ভূঞা।

আদালত সূত্রে জানা গেছে, প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতি নিয়ে কোম্পানিসহ ২০ জনকে আসামি করে ২০০১ সালে মামলা করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আসামিরা হলেন—এমএ সালাম, আবুল কালাম আজাদ, নূর মোহাম্মদ, আব্দুস সালাম, এস এস জুনায়েদ বাগদাদী, মো. কুতুবউদ্দিন, মো. আরব মিয়া, আলী আহম্মেদ, মো. নূরুল আফসার, মো. কলিমউদ্দিন, মো. জালাল উদ্দিন, হেমন্ত বাইন, এবিএম মোরশেদুল হক, মো. সাইফুল্লা মিজান, শামসুল হাদী, মো. বশির আলম, মাহবুবুর, মাহবুবুর রহমান,মো য়াজ্জেম হোসেন ও প্যারাগন লেদার এ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মামলা সূত্রে জানা যায়,প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতির অভিযোগের ভিত্তিতে বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে ওই কমিটি ২০০১ সালের ৩১ মে প্রতিবেদন দাখিল করে। আসামিগণ কোম্পানির শেয়ার জাল করার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখে। পরে এই জাল শেয়ার সার্টিফিকেট কিছু ব্যক্তি ও কোম্পানিটির কিছু কর্মকর্তা ঋণের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়। আর ওইসব জাল শেয়ার সার্টিফিকেট ব্যাংকের মাধ্যমে শেয়ারবাজারে আসে। শেষপর্যন্ত ওই সব শেয়ার বাজারে এসে মারাত্মক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে এবং নির্দোষ বিনিয়োগকারীদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়।

জাল শেয়ার গ্রহণ করা ব্যাংকের কিছু কর্মকর্তা আসামিগণের প্রত্যেকের জন্য প্রায় ২০ লাখ টাকা করে ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেয়। এ ছাড়া আসামিদের দু’জন জাল শেয়ার সার্টিফিকেটের মাধ্যমে সন্ধানী ক্রেডিট এ্যান্ড কো-অপারেটিভ ও চার্টার্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি থেকে ঋণ গ্রহণ করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

সাপ্তাহিক লেনদেনে এগিয়ে বেক্সিমকো ফার্মা

beximcoস্টকমার্কট ডেস্ক :

গত সপ্তাহে দেশের বৃহত্তম শেয়ার মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে এগিয়ে ছিল বেক্সিমকো ফার্মা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৮৪ কোটি ৭১ লাখ ৯১ হাজার টাকার লেনদেন হয়েছে।যা মোট লেনদেনের ৩.৭৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহ শেষে লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও তৃতীয় স্থানে আমান ফিড মিলস লিমিটেড। কোম্পানি দুটির লেনদেন হয়েছে যথাক্রমে ৭২ কোটি ৫২ লাখ এবং ৭১ কোটি ৮৬ লাখ টাকা।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ স্টিল রি-রােলিং মিলস্ লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ স্টিল মিলস্ লিমিটেড ও এসিআই লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন বৃদ্ধি

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ১.৮১ শতাংশ। এ সপ্তাহে বেড়েছে প্রতিদিনের গড় লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ১.৮১শতাংশ। সর্বশেষ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২,২১৬ কোটি ৭০ লাখ ৯২ হাজার ৯৫৬ টাকা। এর আগের সপ্তাহে এ লেনদেন হয়েছিল ১, ৪৪২কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার।

এ সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৩৬ লাখ টাকা। আর আগের সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯০ দশমিক ২৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৯১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ০২ শতাংশ। আর জেড ক্যাগরির লেনদেন হয়েছে দশমিক ৮০ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর