ঈদুল আজহায় শেয়ারবাজার ৫ দিন লেনদেন বন্ধ

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে ডিএসইর দাপ্তরিক কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে।

ডিএসইর পরিচালনা পর্ষদের ৮০৫তম পর্ষদ সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসইর উপমহাব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৩-২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৮ সেপ্টেম্বর থেকে পুনরায় ডিএসইতে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

জিপিএইচ ইস্পাতের ইজিএমের ভেন্যু নির্ধারণ

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু চট্টগ্রাম নগরীতে নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভাটি চট্টগ্রামের জাকির হোসেন রোডে তাভা রেন্সভাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর আগে পরিচালনা পর্ষদের এক সভায় এজিএমের তারিখ নির্ধারণ করা হলেও ভেন্যু ও সময় নির্ধারণ করা হয়নি।

কোম্পানিটির এই বিশেষ সাধারণ সভার (ইজিএম) বিষয়বস্তুটি পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডিএসই সূচক কমলেও বেড়েছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন প্রধান সূচকসহ সবগুলো সূচকের পতন হলেও লেনদেনের পরিমান বৃদ্ধি পেয়েছে। এদিন লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারেরই দর পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২১ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল সোমবার এই স্টক এক্সচেঞ্জে ৩৫১ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৪৪.১৪ পয়েন্ট কমে ৪৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার ডিএসইতে এই সূচক ২২.৩০ পয়েন্ট কমে ৪৭৬৮ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট ৩১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৬ টির দাম বেড়েছে। এছাড়া দর কমেছে ১৬৬ টির। আর অপরিবর্তিত ছিল ৪৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – আমান ফিডস, ন্যাশনাল ফিড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, আলহাজ্ব টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লি., ইসলামী ব্যাংক ও ফার কেমিক্যাল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. আমান ফিডস
  2. ন্যাশনাল ফিড
  3. স্কয়ার ফার্মা
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. শাহজিবাজার পাওয়ার
  6. আলহাজ্ব টেক্সটাইল
  7. ইউনাইটেড পাওয়ার
  8. বিএসআরএম লি.
  9. ইসলামী ব্যাংক
  10. ফার কেমিক্যাল।

ডিএসইতে লেনদেনের ২০% আমান ফিড

aman-addস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন জুড়ে অবস্থান করেছে সদ্য তালিকাভুক্ত আমান ফিড মিল লিমিটেডের। সেখানে কোম্পানিটির লেনদেন হয়েছে মোট লেনদেনের ২০ শতাংশ। দিনশেষে কোম্পানিটির মোট ৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেন হয়েছে ৮২ কোটি ২৬ লাখ টাকা। আর ডিএসইতে মোট লেনদেন ছিল ৪২১ কোটি ৩৩ লাখ টাকা। এহিসাবে মোট লেনদেনের ১৯.৪৭ শতাংশ ছিল আমান ফিডের।

দিনের মধ্যে শেয়ারটির সর্বনিম্ন দর নামে ৫৪.৯০ টাকা। আর সর্বোচ্চ ১০২.৯০ টাকা দর উঠে। দিনের সর্বশেষ লেনদেন হয় ৯৮ টাকায়।

উভয় শেয়ারবাজারে আমান ফিড মিলসের শেয়ার লেনদেন শীর্ষে অবস্থানে ছিল দিনের শুরু থেকে শেষ পর্যন্তই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

এনসিসি ব্যাংকের ৫ লাখ শেয়ার বিক্রি

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা নিজের হাতে থাকা ব্যাংকটির ৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

মোঃ মোস্তাফিজুর রহমান নামে এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ৫ লাখ শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন। তার হাতে এখন ৫৯ লাখ ২৮ হাজার ৯৯৮ টি শেয়ার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সূচক আজও নিম্নমুখী

low indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় দিনে আজ মঙ্গলবারও সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে শেয়ারবাজারের লেনদেন। বেচাকেনাতেও গতি কম।

লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ারবাজারেই হাতবদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমতির দিকে। বেলা সাড়ে ১১টায় ২৯ পয়েন্টের মতো কমে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৪০। এরই মধ্যে লেনদেন হয়েছে ১০৪ কোটি টাকার মতো।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ৬৩ দশমিক ৩১ পয়েন্ট কমে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২১। মোট লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার কিছু বেশি।

স্টকমার্কেটবিডি.কম/এম

সর্বোচ্চ ১০৩ টাকায় আমান ফিড

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত আমান ফিড মিল লিমিটেডের লেনদেনের প্রথম দিনেই শীর্ষে অবস্থান করেছে। মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির মোট ৮২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

দিনের মধ্যে শেয়ারটির সর্বনিম্ন দর নামে ৫৪.৯০ টাকা। আর সর্বোচ্চ ১০২.৯০ টাকা দর উঠে। দিনের সর্বশেষ লেনদেন হয় ৯৮ টাকায়।

কোম্পানিটি এন ক্যাটাগরিতে লেনদেন হয়। ট্রেডিং কোড নির্ধারণ হয়েছে “AMANFEED”। ডিএসইতে কোম্পানিটির কোড নম্বর ৯৯৯৪১।

গত ২৪ আগষ্ট আমান ফিডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার আবেদনকারীদের বিও হিসাবে জমা দেয় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

এর আগে গত ২৪ জুন এ কোম্পানির আইপিও শেয়ার বণ্টনে লটারি হয়।

 

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ারবাজারে গুজব ছড়ানোর জন্য ১৯৭ জনের শাস্তি

china-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের সাম্প্রতিক বিপর্যয় ও তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিয়ে অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগে চীনা কর্তৃপক্ষ ১৯৭ জনকে শাস্তি দিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে স্টক মার্কেটের একজন কর্মকর্তা ও একজন সাংবাদিকও আছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সিনহুয়া জানায়, শেয়ারবাজারে দরপতনের কারণে বেইজিংয়ে এক ব্যক্তি লাফিয়ে পড়ে মারা যান এবং তিয়ানজিনে বিস্ফোরণে ১ হাজার ৩০০ লোক নিহত হয়েছে বলে গুজব ছড়ানো হয়। এ জন্য ১৯৭ জনের শাস্তি হয়।

গত ১২ আগস্ট তিয়ানজিনে সংঘটিত ওই বিস্ফোরণে ১৫০ জন নিহত এবং আহত ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত দুই সপ্তাহ চীনা শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছিল। বিশেষ করে গত সপ্তাহের শুরুতে সোমবার তো এক দিনেই সাংহাই সমন্বিত সূচক ৮ শতাংশ পড়ে যায়। এর প্রভাবে এশিয়া-ইউরোপসহ বিশ্ব শেয়ারবাজারেও বিশাল পতন ঘটে। সে জন্য বিশ্ব গণমাধ্যমগুলো দিনটিকে কালো সোমবার বা ‘ব্ল্যাক মানডে’ বলে উল্লেখ করছে। এর আগে ১৯৮৭ সালের ১৯ অক্টোবর সোমবারও বিশ্ব পুঁজিবাজারে বড় ধস নেমেছিল, যা ‘ব্ল্যাক মানডে’ নামে পরিচিত।

সূত্র: বিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/এম

চিটাগাং সিমেন্টের মামলার জবানবন্দী

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

চিটাগাং সিমেন্টের শেয়ার কেলেঙ্কারি মামলার পরবর্তী জবানবন্দী চলছে। মঙ্গলবার বেলা আড়াইটা থেকে এই জবানবন্দী শুরু হয়েছে।

মামলাটির সময় বাড়ানো আবেদন জানান বাদীপক্ষের (বিএসইসি) আইনজীবী রেজাউল করিম। আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবির এ মামলার জবানবন্দী গ্রহণের জন্য দিন পিছিয়ে  আজ ১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

গত রবিবার আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ১৯৯৬ সালে শেয়ারবাজার কেরেঙ্কারির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যকে (সাক্ষী) জেরা করার কথা ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবীসহ কোনো আসামিই আদালতে উপস্থিত হননি। অপরদিকে এ মামলার কার্যক্রম পরিচালনায় আরও সময় চেয়ে আবেদন করায় বাদীপক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

গত ১৬ আগস্ট মামলার বাদী এম এ রশীদ খানকে জেরা করেছিলেন আসামিপক্ষের আইনজীবী। আর ১৭ আগস্ট তদন্ত কমিটির প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরীকে জেরা করা হয়। ওই দিনই এ মামলার প্রথম জেরা ও জবানবন্দী গ্রহণ শুরু করেন ট্রাইব্যুনাল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ