ঋণমানে স্থিতিবস্থায় ইউনাইটেড পাওয়ার

unitedস্টকমার্কেট ডেস্ক :

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিসিএল) ঋণমানে দীর্ঘমেয়াদে এএ+ ও স্বলমেয়াদে এসটি-২ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ ঋণ পরিশোধ সক্ষমতায় কোম্পানিটি স্থিতিবস্থায় রয়েছে।

কোম্পানিটির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ঋণমান মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল)। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতি শেয়ারে কোম্পানির আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ২৩ টাকা ৬৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এন

পিএফআই সিকিউরিটিজ ও মাইডাস ফাইন্যান্সকে সতর্ক

bsecস্টকমার্কেট ডেস্ক :

পিএফআই সিকিউরিটিজ লিমিটেড ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডকে আইন ভঙ্গের দায়ে সর্তক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, পিএফআই সিকিউরিটিজ লিমিটেডকে শাহজিবাজার পাওয়ার কোম্পানির (এসপিসিএল) শেয়ার ক্রয়ের পরিমাণের বিষয়ে মিথ্যা ও অসত্য তথ্য প্রদান করেছে। যার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৮; সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ৮(১) (এ) এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ২০০০ এর দ্বিতীয় তফসিলে বর্ণিত আচারণ বিধির অনুচ্ছেদ-১ লঙ্ঘন হয়েছে। তাই সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় কমিশন সর্তকপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

একই সঙ্গে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড রাইট শেয়ারের চাঁদা গ্রহণের ২১ দিনের পরিবর্তে ৩১ দিন পর বিনিয়োগকারীদের হিসাবে জমা দানের মাধ্যমে কমিশনের পত্র নং বিএসইসি/সিআই/আরআই-৯১/২০১৩/৪৭০ তারিখ ০১/০৭/২০১৪ এর ১৯ নং শর্ত লঙ্ঘন করেছে। তাই সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় কমিশন মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডকে সর্তকপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এন

ওয়েস্টার্ন ও আইল্যান্ড সিকিউরিটিজকে ১২ লাখ টাকা জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক:

ওয়েস্টার্ন সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট ও আইল্যান্ড সিকিউরিটি হাউজকে আইন লঙ্ঘন করার দায়ে যথাক্রমে ১০ লাখ ও ২ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার কমিশনের সভা শেষে বিএসইসির নির্বাহি পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েস্টার্ন সিকিউরিটিজ ইনভেস্টমেন্টকে কমিশনের নির্দশনা লঙ্ঘন করে মার্জিণ ঋণ প্রদান, গ্রাহক সমন্বিত হিসাবে ২ কোটি ২৮ লাখ টাকা ঘাটতির মাধ্যমে কমিশনের বিধিমালা ২০০০ এর বিধি ১১-এর লঙ্ঘন, ৩০ জুন ২০১১ ও ৩০ জুন ২০১২ সালের আর্থিক বিবরণীতে গ্রাহকের নিকট প্রাপ্য ও প্রদেয় হিসাবের ক্যাশ লেজার হিসাবে অসঙ্গতি, ক্যাশ হিসাবে মার্জিণ ঋণ প্রদান করে মার্জিন রুলস লঙ্ঘন, ৩০ জুন ২০১১ ও ৩০ জুন ২০১২ সালের আর্থিক বিবরণীতে প্রদত্ত ১ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে প্রমাণাদি দাখিল করতে না পারায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আইল্যান্ড সিকিউরিটিজকে চুক্তি ছাড়া ক্যাশ হিসাবে মার্জিণ ঋণ প্রদান করে মার্ঝিন রুলস লঙ্ঘন, সর্ট সেলের মাধ্যমে বিধিমালা ২০০০ এর বিধি ১১ লঙ্ঘন, নন মার্জিনেবল (পিই ৪০ এর উপরে) শেয়ারে মার্জিণ প্রদান, নন মার্জিনেবল ‘জেড’ ও ‘এন’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন প্রদান, গ্রাহকের হিসাবের শেয়ার ক্রয়ের টেলিফোনিক আদেশ সংরক্ষণ না করার মাধ্যমে কমিশনের ১৯৮৭ এর রুল ৪ ভঙ্গ করায়  ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন আইডিএলসি

idlcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজার তালিকাভুক্ত আর্থিক কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কমিশনের ৫৫৩তম সভা শেষে বিএসইসির নির্বাহি পরিচালক আনোয়ারুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্রে জানা যায়, ওই বন্ডের মেয়াদ হবে ৫ বছর। বন্ডটি হবে ফুলি রিডিমেবল, ইনফ্রাসস্ট্রাকচার অ্যান্ড এসএমই জিরো কুপন বন্ড। এটি ৫ বছরে সম্পূর্ণ মুক্ত হবে।

যা ব্যাংক, করপোরেট হাউজ, বিমা কোম্পানি, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক ও উচ্চ সম্পদধারী ব্যক্তিগণের মধ্যে শুধুমাত্র প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড চলতি প্রবৃদ্ধির কাজে ব্যয় করবে। আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ইনফ্রাসস্ট্রাকচার অ্যান্ড এসএমই জিরো কুপন বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এন

আমান ফিডের লেনদেন ১৭ কোটি ছাড়িয়ে

aman-addনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তে বুধবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে আমান ফিডস মিলসের শেয়ার। এদিন কোম্পনিটির মোট লেনদেন হয়েছে মোট ১৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার। গতকাল দিনশেষে কোম্পানিটির মোট ৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

দিনের লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা ও এমারেল্ড ওয়েল। কোম্পানি দুটির মোট লেনদেন হয়েছে যথাক্রমে ১৬ কোটি ২৯ লাখ ও ৯ কোটি ১৩ লাখ টাকা।

লেনদেনর শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে খান ব্রাদার্সের লেনদেন ৭ কোটি ৮৬ লাখ, ইউনাইটেড পাওয়ারের লেনদেন ৭ কোটি ৬৮ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের লেনদেন ৭ কোটি ৬৪ লাখ, লাফার্জ সুরমা সিমেন্টের ৭ কোটি ৩৯ লাখ, কেয়া কসমেটিকসের ৬ কোটি ৫৪ লাখ, এসিআই লিমিটেডের ৫ কোটি ৯৯ লাখ ও ইবনে সিনার ৫ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/হিরা

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন ৬-১৪ সেপ্টেম্বর

simtex-smbd

নিজস্ব প্রতিবেদক :

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএসইসি। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার হতে এই আবেদন গ্রহণ শুরু হবে। চলবে আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সিএফও আশিশ কুমার স্টকমার্কেটবিডি.কমকে বলেন, আজ কোম্পানিতে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বিএসইসি।

এর আগেস গত ২৪ আগস্ট হতে ১ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করে। কিন্তু আগের দিন ডিএসইতে এ খবরে এই আবেদন স্থগিত করা হয়।

সূত্র জানায়, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির ৩০০ শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একটি আইপিও আবেদনে গ্রাহককে গুনতে হবে ৬ হাজার টাকা। সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারবাজারে তিন কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে।

উল্লেখ্য, এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৫৪৭তম সভায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের অনুমোদন দেয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার রায় ১৩ সেপ্টেম্বর

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারিতে প্রিমিয়াম সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন বিশেষ ট্রাইব্যুনাল।

বুধবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ভবনে অবস্থিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবীর রায়ের এ তারিখ ঘোষণা করেন।

এ মামলায় আসামিরা হল- প্রিমিয়াম সিকিউরিটিজসহ কোম্পানির চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, পরিচালক সৈয়দ এইচ চৌধুরী ও অনু জাগিরদার।

মামালার আসামিরা পলাতক থাকায় যুক্তিতর্ক ছাড়াই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আদালত রায়ের তারিখ নির্ধারণ করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা প্রিমিয়াম সিকিউরিটিজের নামে ১৯৯৬ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রতারণার মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন। এ সময়ে তারা মিতা টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, বাটা সুজ ও বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন করেন।

যার মধ্যে ছিল বেক্সিমকো ফার্মার ১৩ লাখ ২৪ হাজার ৯৭৫টি শেয়ার। তবে ডেলিভারি ভার্সেস পেমেন্ট দিয়েছে ৯ লাখ ৯৮ হাজার ৭০০টি শেয়ারের। এছাড়া মিতা টেক্সটাইল লিমিটেডের ছিল ১ লাখ ১১ হাজার ৫৬০টি শেয়ারের বিপরীতে ১ লাখ শেয়ার, প্রাইম টেক্সটাইল লিমিটেডের ২ লাখ ৭৪ হাজার ৫০টি শেয়ারের বিপরীতে ২ লাখ ৬৯ হাজার ৬৫০টি শেয়ার, বাটা সু লিমিটেডের ৫ লাখ ৫৩ হাজার ১০০টি শেয়ারের বিপরীতে ৫ লাখ ২৩ হাজার ১৫০টি শেয়ার বিদেশি ডেলিভারি ভার্সেস পেমেন্ট (ডিভিপি) দিয়েছে। আসামিরা ওই সব কোম্পানির শেয়ার অপারেট করে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি, অপকার ও অনিষ্ঠ সাধন করেছেন। আসামিরা ওই সব কোম্পানির শেয়ার অপারেট করে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি, অপকার ও অনিষ্ঠ সাধন করেছেন।

এই মামলার সাক্ষীরা হলেন বাদী বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক এমএ রশিদ খান, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদ, প্রফেসর জহুরুল হক, প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল খালেক ও সিনিয়র এক্সিকিউটিভ দেলোয়ার হোসেন।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

ডিএসইতে সূচকের বড় উত্থান

index upনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতূর্থ দিন প্রধান সূচকসহ সবগুলো সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন টাকার পরিমাণে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৩৯.৩৬ পয়েন্ট বেড়ে ৪৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার ডিএসইতে এই সূচক ৪৪.১৪ পয়েন্ট কমে ৪৭২৪ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৮ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার এই স্টক এক্সচেঞ্জে ৪২১ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৮ টির দাম বেড়েছে। এছাড়া দর কমেছে ৭২ টির। আর অপরিবর্তিত ছিল ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – আমান ফিডস, স্কয়ার ফার্মা, এমারেল্ড ওয়েল, খান ব্রাদার্স, ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, এসিআই ও ইবনে-সিনা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. আমান ফিডস
  2. স্কয়ার ফার্মা
  3. এমারেল্ড ওয়েল
  4. খান ব্রাদার্স
  5. ইউনাইটেড পাওয়ার
  6. শাহজিবাজার পাওয়ার
  7. লাফার্জ সুরমা সিমেন্ট
  8. কেয়া কসমেটিকস
  9. এসিআই
  10. ইবনে-সিনা।

সুহৃদ ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Shurid-Industries-Logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৫ আগষ্ট কোম্পানিটির শেয়ার ২০.৫০ টাকায় সর্বশেষ লেনদেন হয়। যা গতকাল ১ সেপ্টেম্বর ২১.১০ টাকা ছিল। এই সময় এ কোম্পানিটির শেয়ারের দর সর্বোচ্চ ২২.৩০ টাকায় উঠে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ২৭ আগষ্ট ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এনএ