কেডিএস এক্সেসরিজের লেনদেন শুরু আজ

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আজ। ঢাকা স্টক
এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

গত সোমবার কোম্পানিটির আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যে। এই কোম্পানিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৫তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

স্টক ডিলার সনদ পেলো মোরশেদ সিকিউরিটিজ

dseস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য মোরশেদ সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে মোরশেদ সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ডিলারের রেজিষ্ট্রেশন সনদ প্রদান করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

মোরশেদ সিকিউরিটিজের স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ নম্বর হলো: আরইজি-৩.১/ডিএসই-২০০৮/২৮৯ তাং ৯ জুন ২০০৮। প্রতিষ্ঠানটির ডিএসই সদস্য নং হলো-১১৬ এবং ছয় সংখ্যার আইডি হলো: ডিএলআরডিওএইচ (সংখ্যায়-২০০১১৬)।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

স্টান্ডার্ড সিরামিকের বোর্ড সভা ২১ অক্টোবর

standard-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড ডিএসই লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

আরএসআরএম লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আরএসআরএমের বোর্ড সভা ২৫ অক্টোবর

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর রোববার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড ডিএসই লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

আরএসআরএম লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ৩৪ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয়দিনে সূচকের মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়। এই দিন সিএসইতে অধিকাংশ শেয়ারের দর কমেছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ৩.৪৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স .১৪ পয়েন্ট কমে ৮ হাজার ৯১২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৪৩.২১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ .১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৫.৬৯ পয়েন্ট কমে ১ হাজার ১ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৪ লাখ টাকা। সোমবার হয়েছে ৩০ কোটি ৬০ লাখ টাকার। রবিবার হয়েছিল ৩৩ কোটি ৭৭ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও ফার কেমিক্যাল।

সিএসইতে ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টির দাম বেড়েছে, কমেছে ১১২টির আর অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ছাড়া অন্যান্য সূচক কমেছে। এই দিন সূচকের মিশ্র প্রবণতায় গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ২.৩৪ পয়েন্ট কমে ১ হাজার ১৪১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক .৭১ পয়েন্ট কমে ১ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৯ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবস সোমবার ৪১৬ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার টাকার । রবিবার লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৪৮ লাখ ৪১ হাজার টাকা। টাকার অংকে সোমবারের চেয়ে আজ মঙ্গলবারের লেনদেন ৩৩ কোটি ২ লাখ ২৫ হাজার টাকা বেশী।

ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩ টির দাম বেড়েছে, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্স ফার্মা, মোজাফ্ফর স্পিনিং, ব্র্যাক ব্যাংক, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিল, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, এমারেল্ড অয়েল ও সিটি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

লিন্ডে বিডির বোর্ড সভা বৃহস্পতিবার

lindeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া  রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইউনিয়ন ক্যাপিটালের ২৭ লাখ শেয়ার হস্তান্তর

unionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী প্রতিষ্ঠানের মোট ২৭ লাখ শেয়ার অপর উদ্যোক্তা পরিচালকের নিকট হস্তান্তর করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি পরিচালক নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী নিজের হতা থাকা প্রতিষ্ঠানটির ৫৯ লাখ ১৭ হাজার ৭১২ টি শেয়ারের মধ্যে ২৭ লাখ শেয়ার অপর উদ্যোক্তা পরিচালক তার ছেলে ওয়াকার আহমেদ চৌধুরীকে উপহার হিসেবে হস্তান্তর করবেন বলে ঘোষণা দেন ।

আজকের দিনের বেলা ২টা সময় অনুযায়ী এই ২৭ লাখ শেয়ারের বাজার মূল্য ৩ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা।

ডিএসইতে বিষয়টি অনুমোদনের পর এই উদ্যোক্তা পরিচালক ২৯ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে প্রিমিয়ার সিমেন্ট

Premier_Cementস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিল লিমিটেড আগামী ১৪ ও ১৫ অক্টোবর স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১৪ অক্টোবর বুধবার ও ১৪ বৃহস্পতিবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ১৮ অক্টোবর রবিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ২০% শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

এ্যাপোলো ইস্পাতের লেনদেন বন্ধ আগামীকাল

Apollo ispatস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের আগামীকাল ১৪ অক্টোবর বুধবার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এই দিন রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

২০১৫ সালের ৩০ এপ্রিল সমাপ্ত চলতি হিসাব বছরের বার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ বোনাস এবং ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ