চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নতুন এমডি সাইফুর

Mr_M_Saifur_Rahman_Mazumdarনিজস্ব প্রতিকেদক:

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মিনহার গ্রুপের নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের  (বিএসইসি) বৃহস্পতিবারের সভায় তার নিয়োগ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সিএসইর পরিচালনা পর্ষদের সুপারিশের পরিপ্রেক্ষিতে চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশনস, ২০১৩ এর সংশ্লিষ্ট প্রবিধানসমূহ পরিপালনসাপেক্ষে এম সাইফুর রহমানকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন করেছে কমিশন।

এম সাইফুর রহমানকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।

২০১৫ সালের ৩০ নভেম্বর ওয়ালি-উল-মারুফ মতিন সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়েন।

১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন এম সাইফুর রহমান। তিনি ১৯৯৫ সালে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সিএমএ ডিগ্রি নেন। তিন বছর পর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সিএ পড়া শেষ করেন।

সিএ পড়ার সময়ই তিনি হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে কর্মজীবন শুরু করেন।

২০ বছরের কর্মজীবনে এর আগে তিনি মিনহার গ্রুপের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বর্তমানে মিনহার গ্রুপের নির্বাহী পরিচালকের পাশাপাশি মিনহার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন সাইফুর।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইয়াকিন পলিমারের আইপিও অনুমোদন

yakinনিজস্ব প্রতিকেদক:

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য ইয়াকিন পলিমার লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার কমিশনের ৫৭৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি মেরিনারিজ ক্রয়, ফ্যাক্টরি ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে। তবে কোনো ঋণ পরিশোধের কাজে ব্যয় করবে না।

৩০ জুন ২০১৫ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৪ টাকা ৬১ পয়সা।

ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ফাস ক্যাপিটাল ম্যানেজম্যান্টে লিমিটেড কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োজিত আছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. শাহজিবাজার পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. লাফার্জ সুরমা
  4. এমজেএলবিডি
  5. বিএসআরএম লি.
  6. বিএসআরএম স্টিলস
  7. এমারেল্ড ওয়েল
  8. ডরিন পাওয়ার
  9. ইফাদ অটোস
  10. খান ব্রাদার্স পিপি।

শেষদিন উর্ধ্বমূখী সূচক : ডিএসইতে লেনদেন ৪২৪ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সব ধরণের মূল্য সূচক ছিল উর্ধ্বমূখী। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪২৪ কোটি টাকার। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেড়েছে লেনদেন ও মূল্য সূচক।

বৃহস্পতিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৪২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। যা গতকাল বুধবার ছিল ৩৬১ কোটি ২৯ লাখ টাকা। এহিসাবে এদিন লেনদেন ৬৩ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮ টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা, এমজেএলবিডি, বিএসআরএম লি., বিএসআরএম স্টিলস, এমারেল্ড ওয়েল, ডরিন পাওয়ার, ইফাদ অটোস ও খান ব্রাদার্স পিপি।

এদিকে অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২২ কোটি ১৩ লাখ টাকার।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

স্বাধীন পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের একজন স্বাধীন পরিচালক হাতে থাকা সব শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, স্বাধীন পরিচালক মো: আব্দুর রহিম নামের সব শেয়ার তার পুত্র তাওহীদ মো: রহিমকে হস্তান্তর করেন।

তার হাতে মোট ৩৬ হাজার ৮৬৯ টি শেয়ার রয়েছে। এসব শেয়ার হাতবদল করলেন তিনি।

ডিএসই জানায়, তারা ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে এই হাতবদল প্রক্রিয়া সম্পন্ন করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার গ্রহণ

central-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক অন্যের হাতে থাকা সব শেয়ার গ্রহণ করার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, পরিচালক মো: সাজ্জাদ উন নেওয়াজ নামের এ পরিচালক তার মা শাহেদা আক্তারের নিকট হতে শেয়ার গ্রহণ করবেন।

তার মায়ের হাতে মোট ২ লাখ ৯৫ হাজার ৬৭৩ টি শেয়ার রয়েছে। এ সব শেয়ার গ্রহণ করবেন তার ছেলে।

ডিএসই জানায়, তারা ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে উপহার স্বরুপ এই হাতবদল প্রক্রিয়া সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফুয়াং সিরামিক্সের সাথে চীনা কোম্পানির চুক্তি

fuwanস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি ফুয়াং সিরামিক্স লিমিটেডের সাথে একটি চীনা কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোম্পানির উৎপাদন বৃদ্ধি করতে একটি অত্যাধুনিক মেশিন কিনবে তারা। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ সম্প্রতি এই সিদ্ধান্ত নেয়। ফোসান হেংলিটাই মেশানারি কো. লিমিটেড নামে একটি কােম্পানির সাথে এই চুক্তি স্বাক্ষর হয়। এই কোম্পানি মেশিনারিজ সংগ্রহ করে থাকে।

চুক্তির আওতায় চীনা কোম্পানিটি একটি হাইড্রলিক প্রেস সংগ্রহ করবে। যা আর্থিক মূল্য ৩,৫৬,৯২০ মার্কিন ডলার।

এমেশিনটি কোম্পানির গাজিপুর কারখানায় সংযুক্ত করা হবে। এতে ফুয়াং সিরামিক্সের প্রতিদিনের গড় উৎপাদন ৭,৫০০ স্কয়ার ফুট বৃদ্দি পাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর