অ্যাপসে নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করবে ডিএসই

mobile-picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিষ্ক্রিয় মোবাইল অ্যাপস গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিলের উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সম্প্রতি সব ব্রোকারেজ হাউজে চিঠি পাঠিয়ে নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করতে বলেছে ডিএসই। এক্সচেঞ্জটির পর্ষদের পরামর্শে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিএসই।

ব্রোকারেজ হাইজের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৬ সালের ৯ মার্চ মোবাইল অ্যাপ উদ্বোধনের পর থেকেই ট্রেকহোল্ডার কোম্পানির মাধ্যমে গ্রাহকদের বিনামূল্যে এটি ব্যবহারের সুযোগ দিয়ে আসছে ডিএসই। ডিএসই ও ফ্লেক্রট্রেডের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে নিবন্ধিত গ্রাহক প্রতি ১ ডলার করে অর্থ পরিশোধ করার কথা ডিএসইর। তবে প্রাথমিক পর্যায়ে অ্যাপ ব্যবহারে উৎসাহিত করতে ফ্লেক্সট্রেডের সঙ্গে পারস্পরিক সমঝোতারভিত্তিতে নিবন্ধিত গ্রাহকের পরিবর্তে সক্রিয় গ্রাহকের বিবরীতে অর্থ পরিশোধ করেছে ডিএসই। কিন্তু ফ্লেক্সট্রেডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পক্ষে এ সুবিধা আর দেয়া সম্ভব নয় এবং এরইমধ্যে তারা নিবন্ধিত গ্রাহকদের সংখ্যা হিসাব করে বিল করা শুরু করেছে।

এর আগে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর মাসিক ভিত্তিতে মোবাইল অ্যাপের ফি আরোপের বিষয়ে ডিএসইর পক্ষ থেকে সব ট্রেকহোল্ডারকে চিঠি পাঠানো হয়েছিল। এতে প্রতি মাসে ডিএসই ২৫ টাকা, ব্রোকার ২৫ টাকা এবং গ্রাহএকর ওপর ১৫০ টাকা করে ফি আরোপ করা হয়। আর কর ও মূসক মিলিয়ে ফ্লেক্সট্রেডকে গ্রাহক প্রতি ১০০ টাকা দিতে হবে। অবশ্য পরবর্তীতে ডিএসইর পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক ও ট্রেকহোল্ডারদের ওপর ফি আরোপের বিষয়টি স্থগিত করা হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিলের বোঝা কমাতে ডিএসইর পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে মোবাইল অ্যাপের নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিলের পরামর্শ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব ট্রেকহোল্ডারদের নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন এ বছরের ৩১ আগস্টের মধ্যে বাতিলের জন্য চিঠি পাঠিয়েছে। নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিলের পর বাকি গ্রাহকদের ওপর ফি আরোপ করবে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/সি

গুলশানের ল্যাভেন্ডার ও হ্যাভেন ওয়াটারকে জরিমানা

bstiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনুমোদনহীন খাদ্য ও প্রসাধন পণ্য বিক্রি করায় রাজধানীর গুলশানের দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই)। প্রতিষ্ঠান দুটি হলো- ল্যাভেন্ডার ও হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটার।

আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমান করা হয়। এসময় লাইসেন্স না থাকায় ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয়। বিএসটিআইএর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো বলা হয়, বিএসটিআই’র ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে বিদেশি গুড়া দুধ, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট বিক্রি করায় গুলশান-২ এর ফয়সাল টাওয়ারের ল্যাভেন্ডার কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযানে বিএসটিআই’র লাইসেন্স ব্যতীত ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বাজারজাত করায় গুলশানের হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পানির কারখানাটি সীলগালা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর গুলশান ও বাড্ডা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

‘কৃষির প্রতি আগ্রহ সৃষ্টিতে সরকারের রয়েছে বিশেষ মনোযোগ’

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নগরকৃষি আর ছাদবাগানের পাশাপাশি প্রবাসেও বাঙালিদের কৃষির প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।

আন্তর্জাতিক নগরকৃষক সম্মেলন উপলক্ষে ভার্চ্যুয়াল এক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইমপ্রেস টেলিফিল্ম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (উত্তর) মেয়র আতিকুল ইসলাম, এডিবির অবসরপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. পারভেজ ইমদাদ। আয়োজন সঞ্চালনা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, খাদ্য নিরাপত্তা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি কোনো দেশের নির্দিষ্ট অঞ্চলের নয়, বরং এটি বিশ্ব পরিণ্ডলেও গুরুত্বপূর্ণ। এখন অনেক দেশে মানুষ না খেয়ে মারা যায়। আমাদের দেশে ভাত প্রধান খাদ্য। আমাদের চালের কোনো অভাব নেই। এখন দেশের দরিদ্র মানুষও ভালো খাবার খেতে পারে। আমরা চাই কৃষি হবে অর্থ উপার্জনের জন্য। মুনাফার জন্য। জীবনযাত্রার মান উন্নত হবে। সুন্দর একটি জীবনের সন্ধান পাবে।

প্রধানমন্ত্রীর কৃষির প্রতি বিশেষ মনোযোগ রয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমরা নগরকৃষি বিষয়ক একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে দিয়েছি। এক্সপার্ট ও হর্টিকালচারালিস্ট নিয়োগ দেবো। প্রয়োজনীয় সহযোগিতা দেবো। একটি প্রকল্প ইতোমধ্যেই আছে। প্রকল্পটিকে আরো বাড়ানোর উদ্যোগ চলছে। জনবল যুক্ত করা হচ্ছে। আমরা কাউন্সিলর ও মেয়রকে যুক্ত করবো বিভিন্ন ওয়ার্ডে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য।

সম্মেলনে ইউরোপ, আমেরিকা, এশিয়াসহ বিশ্বের নানা প্রান্তের নগরকৃষকদের অংশগ্রহণে কনফারেন্সে নগরকৃষির বৈশ্বিক বিবর্তন, সম্ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনার রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে ২০২১ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক নগর কৃষক সম্মেলনে পৃথিবীর কয়েকটি শহরে একযোগে নগরকৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

সিপিডির মন্তব্য কিসের ভিত্তিতে: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে অর্জিত ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপির সাময়িক প্রবৃদ্ধির হার রাজনৈতিক এবং একে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। সিপিডির এই মন্তব্য নিয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘সিপিডির মতো সংস্থা সব দেশেই আছে এবং জীবনভরই তারা এ রকম মন্তব্য করে। আমার প্রশ্ন, কিসের ভিত্তিতে সংস্থাটি এমন মন্তব্য করল?’

অর্থমন্ত্রী বলেন, ‘হিসাব তো আমাদের কাছেই আছে। রপ্তানি, প্রবাসী আয়, কৃষি, শিল্প, সেবা—সব খাতের হিসাবই আছে। সিপিডির মতো সংস্থার কাছ থেকে মন্তব্য আসুক, ভালো কথা। কিন্তু বিভ্রান্তি ছড়ানো কেন? এতে কী লাভ?’

সিপিডি তো বলল বিবিএসের দেওয়া তথ্যই বরং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘কৃষি খাতে করোনার কোনো প্রভাবই পড়েনি। কারণ, এ দেশের মানুষ উন্নয়নের হাতিয়ার। মানুষ কষ্ট করছে অনেক। জীবন বাজি রেখে কাজ করছে তারা। এ দেশের জিডিপির প্রবৃদ্ধির হার তো বাড়বেই। আমি বলব, প্রবৃদ্ধির হার অর্জনে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে থাকবে বাংলাদেশ। বিদায়ী অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৮ দশমিক ২ শতাংশ। সাময়িক হিসাবে তা হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। এমন তো নয় যে ৮ দশমিক ২ শতাংশই অর্জিত হয়ে গেছে বলে আমরা বলে দিলাম।’

সিপিডি বলেছে, করোনার মধ্যেও ব্যক্তি খাতের বিনিয়োগ কীভাবে গতবারের তুলনায় বেশি হলো? এটা তো নীতিনির্ধারকদের ভুল বার্তা দিচ্ছে—এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সব তো তথ্য-উপাত্তের বিষয়। কয়েক দিন পরই জানা যাবে কেমন করে হলো। বললেই তো হয়ে যাবে না। প্রবৃদ্ধির হার নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)—সবাই তো পরীক্ষা-নিরীক্ষা করে।

মুস্তফা কামাল বলেন, ‘পাঁচ বছর যা যা বলেছি, সব ফলেছে। কেউ চাইলে মিলিয়ে দেখতে পারেন। আর নগদ সহায়তা দেওয়ার একটি সিদ্ধান্তের কারণে প্রবাসী আয়ে প্রতি মাসেই রেকর্ড হচ্ছে। নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছি। এদিকে আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উচ্চতা। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সময় রিজার্ভ ছিল ৩ হাজার ৩০০ কোটি ডলার। এখন তা ৩ হাজার ৭০০ কোটি ডলার। আমি নিশ্চিত, আগামী ডিসেম্বর নাগাদ তা ৩ হাজার ৯০০ ডলার হবে।’

কিন্তু বিবিএসের স্বাধীনতা খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক বিবেচনায় প্রবৃদ্ধির হার ঘোষণা করা হচ্ছে বলে সিপিডির বক্তব্যের বিষয়ে আপনার বক্তব্য কী, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অনেকে অনেক ধরনের মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। এটা যার যার হিসাব। জিডিপির প্রবৃদ্ধির হার নিয়ে অহেতুক প্রশ্ন তুললেও সিপিডির কোনো ভালো কাজ নেই, এমনও নয়। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল লাইফের উদ্দ‌্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

national life-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ২০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এসকে আব্দুল মোমিন নামে এই উদ্দ্যোক্তা বিমাটির ২০,০০০ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ১,৩৬,৪৩০ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানির ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ২৬৩টি শেয়ার ৮৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪২ কোটি ১০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৬৫ লাখ ৮ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া ইউনাইটেড পাওয়ারের ১৪ লাখ ১০ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৯৫ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮ লাখ ৩০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৫৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২০ লাখ ৪৭ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬৪ লাখ ৪৮ হাজার টাকার, সিলভা ফার্মার ১৯ লাখ ২০ হাজার টাকার, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ১১ লাখ ৩৩ হাজার টাকার, সী পার্লের ২ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৫৭ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৭ লাখ ৬৪ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ৯৭ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৯০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেরেন্সর ৭ লাখ ৭৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৯৯ লাখ টাকার, এমএল ডাইংয়ের ৬৫ লাখ ৬৫ হাজার টাকার, এমজেএলের ১৭ লাখ ৮২ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৮ হাজার টাকার, আইএফআইসির ২ কোটি ৩৫ লাখ ৫১ হাজার টাকার, গ্রামীণফোনের ৯৮ লাখ ৯৪ হাজার টাকার, জেনেক্সের ৩১ লাখ ৫০ হাজার টাকার, জেনারেশন নেক্সটের ২৬ লাখ ৫০ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১৪ লাখ ৮৪ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ২২ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৩৩ লাখ ১২ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার এবং অগ্রণী ইন্স্যুরেন্রেস ৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সারাদেশে টিসিবির চিনি, ডাল ও তেল বিক্রি শুরু

tcbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শোকাবহ আগস্টে দেশে চলমান করোনাভাইরাস মহামারি ও বর্তমান বন্যা পরিস্থিতিতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে তিনটি পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ সোমবার (১৭ আগস্ট) থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি শুরু করেছে টিসিবি। আগামী ২৭ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে জানিয়ে এক অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫০ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। মসুর ডাল ৫০ টাকা কেজিতে একজন ক্রেতা সার্বোচ্চ এক কেজি নিতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ৮০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন। ১৭ আগস্ট শুরু হয়ে (শুক্র ও শনিবার ছাড়া) টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

দেশব্যাপী ২৭৭ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলছে। এর মধ্যে ঢাকায় ৪০টি, চট্টগ্রামে ১০টি, রংপুরে সাতটি, ময়মনসিংহে পাঁচটি, রাজশাহীতে পাঁচটি, খুলনায় সাতটি, বরিশালে পাঁচটি, সিলেটে পাঁচটি, বগুড়ায় পাঁচটি, কুমিল্লায় পাঁচটি, ঝিনাইদহে তিনটি ও মাদারীপুরে তিনটি করে মোট ১০০টি ট্রাক থাকবে।

অন্যান্য জেলার প্রতিটিতে দুটি করে ১০৪টি এবং আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলার জন্য পর্যায়ক্রমে অতিরিক্ত পাঁচটি করে মোট ৬০টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। এছাড়া বন্যাকবলিত জেলা তথা ময়মনসিংহে চারটি, রংপুরে চারটি, বগুড়ায় তিনটি, মাদারীপুরে অতিরিক্ত দুটি করে ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ওরিয়ন ফার্মা
  2. ব্র্যাক ব্যাংক
  3. বেক্সিমকো ফার্মা
  4. আইএফআইসি
  5. বেক্সিমকো লিমিটেড
  6. বিএটিবিসি
  7. খুলনা পাওয়ার কোম্পানি
  8. পাইওনিয়ার ইন্স্যূরেন্স
  9. স্কয়ার ফার্মা
  10. সোনার বাংলা ইন্স্যূরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান কমে ৪৭৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৩১ কমে অবস্থান করছে ১০৯৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬১৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪০৮ কোটি ২৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ১৩৫১ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৮টির। আর দর অপরিবর্তিত আছে ১০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি, বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, খুলনা পাওয়ার কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যূরেন্স, স্কয়ার ফার্মা ও সোনার বাংলা ইন্স্যূরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৮৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৭২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন ৪৬ কোটি ৯ লাখ টাকার হয়েছিল।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টল্যান্ড ইন্স্যূরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

eastland-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২০ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি