সহযোগী কোম্পানির সাথে একীভূত হচ্ছে রেনেটা

reneta-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা লিমিটেড তাদের আরেক সহযোগী কোম্পানি রেনাটা অনকোলজির সঙ্গে একত্রিত হয়ে যাচ্ছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে রেনাটা লিমিটেড।

রেনাটা লিমিটেড জানিয়েছে, তারা রেনাটা অনকোলজির সঙ্গে একত্রিত হতে হাই কোর্টে আবেদন করেছিল। আদালত চলতি বছরের ১৯ জুলাই অনুমতি দিয়েছে।

এ ক্ষেত্রে রেনাটা অনকোলজি হবে ট্রান্সফারার কোম্পানি এবং রেনাটা লিমিটেড হবে ট্রান্সফারি কোম্পানি।

অর্থাৎ একত্রীকরণের পরে রেনাটা অনকোলজি নামে আলাদা কোনো কোম্পানি থাকবে না। রেনাটা অনকোলজির সমস্ত সম্পদ এবং দায় রেনাটা লিমিটেডের হয়ে যাবে।

রেনাটা লিমিটেড ১৯৭৯ সালে বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তাদের শেয়র লেনদেন হয় ‘এ’ ক্যাটাগরিতে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশকে ৩৩০ মিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

1596618370.20200805_144950স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মোকাবিলায় জরুরি ঋণ সহায়তা হিসেবে বাংলাদেশকে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার (৩৫ বিলিয়ন ইয়েন) সহায়তা দেবে জাপান।

বুধবার (৫ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে জরুরি ঋণ সহায়তার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন চুক্তি সই করেছেন। সে অনুযায়ী জাইকার মাধ্যমে বাংলাদেশ এ ঋণ সহায়তা পাবে। এ ঋণের সুদ হবে মাত্র ০.০১ শতাংশ।

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১৩ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দেয় জাপান।

এছাড়া ‘আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় গত ১৬ জুলাই বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দেয় দেশটি। করোনা ভাইরাস মোকাবিলায় এ অর্থ থেকে সিটি স্ক্যানার, এক্সরে মেশিনসহ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

ইবিএলের শওকত আলী চৌধুরী চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত

eblস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইষ্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পরিচালনা বোর্ডের সভায় মো. শওকত আলী চৌধুরী সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইবিএল বিষয়টি জানায়।
বিশিষ্ট ব্যাবসায়ী নেতা হিসেবে পরিচিত শওকত আলী ১৯৯৩ সালে ইবিএল বোর্ডে যোগ দেন। তিনি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, চা ও তৈরি পোষাক শিল্প, রিয়েল এস্টেট, এজেন্সি ব্যাবসা ও প্রকৌশল সেবা, কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিং, বাণিজ্যিক ব্যাংকিং, বীমা, শেয়ার ও সিকিউরিটিজসহ বিভিন্ন ব্যবসা সফলভাবে পরিচালনা করে আসছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শওকত আলী চৌধুরী বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব লিমিটেড এবং চিটাগং প্রেস ক্লাব লিমিটেডের আজীবন সদস্যা। এ ছাড়া তিনি চিটাগং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্টকমার্কেটবিডি.কম/

ইষ্টার্ণ ব্যাংকের লভ্যাংশ কমালো পরিচালনা বোর্ড

eblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ কমানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ১৫ শতাংশ নগদ করা হয়েছে। ব্যাংকটির পরিচালনা বোর্ডের সভায় এই পরিবর্তিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এর আগে ব্যাংক উক্ত বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

এ বছর ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৪.৯২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩১.৯৮ টাকা।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নতুন আইনের আওতায় লভ্যাংশ কমালো ব্যাংকটির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংক উদ্যোক্তার সব শেয়ার বিক্রির ঘোষণা

nbl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা হাতে থাকা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এম হায়দার চৌধুরী নামে একজন উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির সব শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৬৪,৬৬২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ জেনারেল ইন্স্যূরেন্সের বোর্ড সভা আহবান

bgicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৩ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩১ মার্চ শেষ হওয়া ২০২০ সালের ১ম প্রান্তিকের আর ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ১ম ও ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

  1. পাইওনিয়ার ইন্সুরেন্স
  2. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  3. বেক্সিমকো ফার্মা
  4. বেক্সিমকো লিমিটেড
  5. ইন্দো বাংলা ফার্মা
  6. রিপাবলিক ইন্স্যূরেন্স
  7. সোনার বাংলা ইন্স্যূরেন্স
  8. স্কয়ার ফার্মা
  9. স্ট্যান্ডার্ড ইন্স্যূরেন্স
  10. লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৭১৮ কোটি টাকার উপরে। এদিন সেখানে সূচকের মিশ্র অবস্থা লক্ষ করা গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান বেড়ে ৪৩০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৮ কমে অবস্থান করছে ৯৯৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৫২ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৭১৮ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৬৭৬ কোটি ৬৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৩টির। আর দর অপরিবর্তিত আছে ৭৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- পাইওনিয়ার ইন্সুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইন্দো বাংলা ফার্মা, রিপাবলিক ইন্স্যূরেন্স, সোনার বাংলা ইন্স্যূরেন্স, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যূরেন্স ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৩.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন ১৭ কোটি ২ লাখ টাকার হয়েছিল।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ইন্সুরেন্স ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এনসিসি ব্যাংকের এমডির পুনঃ নিয়োগ বাতিল

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদের অর্থের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য তাঁর পুনঃ নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক গত সোমবার ব্যাংকটিতে চিঠি দিয়ে এমডির পুনঃ নিয়োগ নাকচের বিষয়টি জানিয়েছে।

এর আগে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে তার হিসাবে অস্বাভাবিক লেনদেন, কর ফাঁকি ও সঞ্চয়পত্রে সীমার বেশি বিনিয়োগ করাসহ বিভিন্ন অনিয়ম উঠে আসে। এর প্রেক্ষিতেই তদন্ত শুরু করে দুদক।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম বলেন,‘পর্ষদ এমডিকে পুনর্নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক তাতে সম্মতি দেয়নি। উনার মেয়াদও ইতিমধ্যে শেষ হয়ে এসেছে।’

বিএফআইইউয়ের বিশেষ পরিদর্শনে বেরিয়ে আসে, মোসলেহ উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবে বিভিন্ন সময় প্রায় ৩৫ কোটি টাকার লেনদেন হয়। সে জন্য মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে আদালতের আদেশের কারণে এগোতে পারেনি। এ অবস্থায় ব্যাংকটি নতুন করে মোসলেহ উদ্দিন আহমেদকে এমডি পদে পুনর্নিয়োগ দেওয়ার আবেদন করলে কেন্দ্রীয় ব্যাংক তা নাকচ করে দেয়। এরপর ব্যাংকটি তাঁকে নিয়োগ দিতে আবারও আবেদন করেছে। এরপর গত সোমবার কেন্দ্রিয় ব্যাংক তা নাকচ করে দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, যেহেতু দুদক বিষয়টি নিয়ে তদন্ত করছে,তাই তাকে পুনঃনিয়োগ দেওয়া শেষ হয় নি। দুদকের তদন্তে তাঁর কোন দুর্নীতি ধরা না পড়লে তিনি আবার ব্যাংকে ফিরতে পারবেন। তখন আমাদের কোন আপত্তি থাকবে না।

এনসিসি ব্যাংক কি দুদকের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এ নিয়ে জানতে চাইলে ব্যাংকটির চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম বলেন, অবশ্যই না। আমাদের পরিচালনা পর্ষদ নতুন এমডি খোঁজা শুরু করেছে। চলতি দায়িত্ব হিসেবে ডিএমডি খন্দকার নাইমুল কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ নিয়ে দুদকের তদন্ত চলছে। এ কারণে পুনঃনিয়োগ অনুমোদন দেওয়া হয়নি। তদন্তে নির্দোষ প্রমাণ হলে অনুমোদন দেওয়া হতে পারে। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঋণমান প্রকাশ

ucblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ঋণমান ‘এএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-২। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/