ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক সূচকেও বাংলাদেশের চমক: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। বেশ কয়েক বছর ধরে সামাজিক সূচকে সাফল্যের শিখরে থাকা বাংলাদেশ এবার চমক দেখাচ্ছে ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক সূচকেও।

নানা প্রতিবন্ধকতায় ব্যবসা-বাণিজ্যের বিশ্ব সূচকে বাংলাদেশের এতদিনের দুর্বল অবস্থান পাল্টে গেছে এ বছরেই। সরকারের নানা উদ্যোগ ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ফলে বিশ্বব্যাংকের প্রকাশিতব্য ‘ডুয়িং বিজনেস রিপোর্ট ২০২০’এ তালিকায় সবচেয়ে উন্নতিকারী ২০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রবিবার কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় বক্তৃতায় এসব কথা বলেন।

নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/

বন্ড সুবিধায় আনা ১শ’ টন কাপড় জব্দ

nrbস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর ইসলামপুরের তিনটি মার্কেটে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আনা ১শ’ টনের বেশি কাপড় জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।

রফতানির উদ্দেশ্য শুল্কমূক্ত সুবিধায় আনা এসব কাপড় চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে আমদানি করা হয়। শনিবার বিকেলে উপ-কমিশনার রিজভী আহমেদের নেতৃত্বে একটি দল ইসলামপুরে কাপড়ের মার্কেটে অভিযান চালায়।

ইসলামপুর ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. মাতিনের তিনটি গুদামে ১শ’ টনের বেশি বন্ড সুবিধায় আনা ফেব্রিক্স পাওয়া যায়। এ সময় কাপড়ের মালিককে পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযানে অংশগ্রহণকারী সহকারী কমিশনার মো. আল আমীন বাসস’কে বলেন,বন্ড সুবিধায় আনা কাপড় ইসলামপুর মার্কেটে বিক্রি হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালায়। তিনটি মার্কেটের তিনটি গুদামে যে কাপড় পাওয়া গেছে তা অন্তত ১শ’ টনের বেশি হবে। এর পুরোটাই বন্ড সুবিধা আমদানি করা হয়েছে।
তিনি জানান,অভিযানের সময় গুদামে যারা ছিলেন, তারা কাপড় আমদানির কাগজপত্র দেখাতে পারেনি। মালিকদের তলব করলেও তিনি আসেনি। সবক’টি গুদামের তালা ভাঙতে হয়েছে।

আল আমীন বলেন, এসব কাপড়ের উৎস খোঁজা হচ্ছে। কোন কোন প্রতিষ্ঠান এসব কাপড় আমদানি করে ইসলামপুরে বিক্রি করেছে, তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দায়ীদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এর আগে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ২৩২টি প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়। এসব প্রতিষ্ঠান যাতে পণ্য আমদানি করতে না পারে, সেজন্য তাদের ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) লক করা হয়েছে।

এর মধ্যে কাগজে-কলমে অস্তিত্ব থাকলেও বাস্তবে কারখানা নেই ১৩২টি প্রতিষ্ঠানের। অথচ এসব প্রতিষ্ঠান বন্ড সুবিধার আওতায় বিনা শুল্কে শিল্পের কাঁচামাল আমদানি করে আসছিল। সুতা, কাপড়, কাগজ, এক্সেসরিজ, পিপি দানা খোলাবাজারে বিক্রি করাই এসব প্রতিষ্ঠানের মূল কাজ। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

৯ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

66666666666স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ-আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯’ উপলক্ষে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৯ থেকে ৩০ অক্টোবর মোট ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ-আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পুর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা আহবান

icbi bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১০ অক্টোবর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই বোর্ড সভা বেলা তিনটায় রাজধানীর কারয়ানবাজারে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় ব্যাংকটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১২ অক্টোবর

peoples-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস  ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ অক্টোবর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় রাজধানীতে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় বিমাটি উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ফেডারেল ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

federal-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ অক্টোবর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় রাজধানীতে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় বিমাটি উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

বন্ধের দিনে বিশেষ ব্যবস্থায় ভারতে যাচ্ছে ইলিশ

163416_bangladesh_pratidin_ilehha-news-picস্টকমার্কেটবিডি ডেস্ক :

পূজার ছুটির বন্ধ থাকলেও থেমে নেই ইলিশ রপ্তানি। বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ রপ্তানির জন্য চালু রাখা হয়েছে কাস্টমস ও বন্দরের বিভিন্ন শাখা। গত ২৮ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানির অনুমতি মিললেও রপ্তানি সংক্রান্ত আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে ৭ বছর ৩ মাস ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে আবার ইলিশ রপ্তানি শুরু হয় গত ১ অক্টোবর থেকে।

বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে ১০ অক্টোবর পর্যন্ত ভারতে ৫ লাখ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়।
অনুমতির পর গত ৫ দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৬০ কেজি ইলিশ। গত শুক্রবার থেকে দুর্গাপূজার কারণে ভারতে রাষ্ট্রীয় ছুটি চালু থাকলেও ব্যতিক্রম ঘটেছে ইলিশের ক্ষেত্রে।

শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ আমদানি এবং ভারতে ইলিশ রপ্তানির জন্য উভয় দেশের কাস্টমস ও বন্দরের কার্যক্রম সচল রাখা হয়েছে।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স এমি এন্টারপ্রাইজের মালিক সৈয়দ আজিজুল হক জানান, ছুটির দিনেও নিবিঘ্নে ইলিশ রপ্তানির জন্য বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি বেনাপোলে পৌঁছাতে দেরি হলেও উভয় দেশের যথাযথ কতৃর্পক্ষের আন্তরিকতার কারণে রপ্তানিতে কোন সমস্যা হচ্ছে না। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. ন্যাশনাল টিউবস
  2. বীকন ফার্মা
  3. স্ট্যান্ডার্ড সিরামিকস
  4. এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড
  5. ওয়াটা কেমিক্যালস
  6. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  7. মুন্নু স্টাফলার্স
  8. সামিট পাওয়ার
  9. আটলাস বিডি
  10. সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে ৩০৭ ও সিএসইতে ১২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও  সূচক দুটিই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ২২ লাখ টাকা। গত বৃহস্পতিবার   ডিএসইতে লেনদেন হয় ৩২৮ কোটি ৬৩ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.১৩  পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৬ পয়েন্টে। আর ডিএসই সূচক ২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৪৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৩টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ন্যাশনাল টিউবস, বীকন ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড, ওয়াটা কেমিক্যালস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মুন্নু স্টাফলার্স, সামিট পাওয়ার, আটলাস বিডি ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে রবিবার  দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৭৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে ১৫ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে উত্তরা ব্যাংক ও ডরিন পাওয়ার  লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জেনেক্স ইনফোসিসের সাথে গ্রামীণফোনের চুক্তি

genexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের সাথে গ্রামীণফোনের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ তাদের গ্র্রাহকদের মধ্যে সেবার পরিধি বাড়ানোর জন্য এই চুক্তি সম্পন্ন করেছে। গ্রাহকদের সুবিধার্থে কোম্পানিটি হ্যান্ডসেট, আপ টু ডেট আনুসঙ্গিক ও শীর্ষস্থানীয় পণ্যের বাণিজ্যিক পরিষেবা চালু করতে চায়। ‍

চুক্তি অনুযায়ী, গ্রাহকরা জিপি সেন্টার থেকে বড় পরিসরে হ্যান্ডসেটগুলো কিনতে পারবে। পাশাপাশি এসব সেট মেরামতও করতে পারবে।

কোম্পানিটি আশা করছে গ্রামীনফোনের গ্রাহক সেবা বাড়ানোর মাধ্যমে কোম্পানির যে আয় হবে তাতে কোম্পানির নীট মুনাফা বৃদ্ধি পাবে ।

স্টকমার্কেটবিডি.কম/