প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। বেশ কয়েক বছর ধরে সামাজিক সূচকে সাফল্যের শিখরে থাকা বাংলাদেশ এবার চমক দেখাচ্ছে ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক সূচকেও।
নানা প্রতিবন্ধকতায় ব্যবসা-বাণিজ্যের বিশ্ব সূচকে বাংলাদেশের এতদিনের দুর্বল অবস্থান পাল্টে গেছে এ বছরেই। সরকারের নানা উদ্যোগ ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ফলে বিশ্বব্যাংকের প্রকাশিতব্য ‘ডুয়িং বিজনেস রিপোর্ট ২০২০’এ তালিকায় সবচেয়ে উন্নতিকারী ২০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রবিবার কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় বক্তৃতায় এসব কথা বলেন।
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন
স্টকমার্কেটবিডি.কম/