শেয়ার কারসাজির পর নাশকতায় অভিযুক্ত বাদল রহমান

downloadনিজস্ব প্রতিবেদক :

বিভিন্ন সময় শেয়ারবাজারে কারসাজিতে বাদলের নাম এসেছে। ২০১০ সালে শেয়ারবাজারে ধসের পর গঠিত খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন তদন্ত কমিটি যাদের বিরুদ্ধে অধিকতর তদন্তের সুপারিশ করেছিল, তার মধ্যে বাদলের নামও ছিল। তাকে এবার নাশকতার অভিযোগে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক আইএফআইসি ব্যাংককে এ সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, “গাজীপুরের জয়দেবপুর থানায় দায়ের করা এক মামলায় দেশে নাশকতা ছড়ানো এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অর্থ সরবরাহের অভিযোগ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ (ঘ) ধারায় অপরাধ পুলিশের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এবং বিদেশে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, লুৎফর রহমান বাদল তার স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধে বিভিন্নভাবে বাজার কারসাজির প্রমাণ পাওয়া যায়।

বাদলকে অপসারণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের সভায় টানা অনুপস্থিতির পাশাপাশি নাশকতার মামলায় পুলিশের তদন্তে নাম আসার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাদলকে অপসারণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের সভায় টানা অনুপস্থিতির পাশাপাশি নাশকতার মামলায় পুলিশের তদন্তে নাম আসার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানায় পুলিশ।

বাদল শেয়ারবাজারের ব্রোকারেজ হাউস লতিফ সিকিউরিটিজ এবং নিউ ইংল্যান্ড ইকুইটির মালিক।

ডিএসইতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৩০%

index upনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। এসপ্তাহে ডিএসইতে লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ৩০.৯১ শতাংশ।

গত সপ্তাহের ২৫ হতে ২৯ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৫৬ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৫৪৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৪২ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৭৯০ টাকার শেয়ার। এ সময় ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ দশমিক ৯১ শতাংশ।
(83.19) (20.95) (36.58
অন্যদিকে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৭৯ শতাংশ বা ৮৩ দশমিক ১৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৮৮ শতাংশ বা ২০ দশমিক ৯৫ পয়েন্ট। অপরদিকে ডিএস৩০ সূচক কমেছে ২ দশমিক ০২ শতাংশ বা ৩৬ দশমিক ৫৮ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১২টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।