জাল শেয়ার বিক্রি মামলায় আসামিদের হাজিরা ৬ সেপ্টেম্বর

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

দীর্ঘদিন ঝুলে থাকার পর বিনিয়োগকারীদের কাছে জাল শেয়ার, সার্টিফিকেট ও বরাদ্দপত্র বিক্রির মামলা চালু হতে যাচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর এ মামলার দুই আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনাল।

এ মামলার আসামিরা হলেন- টি. মাশফু এ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী তানলিন মাশফু ও হাওলাদার মোহাম্মদ আব্দুল বারিক। মামলাটি ২০০০ সালের ২২ সেপ্টেম্বর মতিঝিল থানায় দায়ের করেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বিএসইসি’র পক্ষে মামলার বাদী ছিলেন নির্বাহী পরিচালক
মো. আনোয়ার কবির ভূইয়া।

জানা গেছে, শেয়ারবাজার সংক্রান্ত মামলা জট কমাতে গঠিত স্পেশ্যাল ট্রাইব্যুনালে গত ২৭ আগস্ট মামলাটি অন্তর্ভুক্ত হয়েছে। এ মামলাটি মহানগর
দায়রা জজ আদালত থেকে স্পেশাল ট্রাইব্যুনালে স্থানান্তর হয়েছে। ওই দিন মহানগর দায়রা জজ আদালতের জারিকারক মোহাম্মদ খোরশেদ এ মামলার প্রয়োজনীয় নথিপত্র ট্রাইব্যুনালে জমা দেন।

মামলার সূত্রে জানা যায়, মামলাটি মতিঝিল থানায় বিএসইসি পক্ষ থেকে দায়ের করা হয়। তবে স্পেশ্যাল ট্রাইব্যুনালের ২০/২০১৫ নম্বর মামলা ২০০০ সালে। এ মামলায় আসামির সংখ্যা দুইজন। পরবর্তী সময়ে তা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তরিত হয়। এর পর চলতি বছরের জুন
মাসে তা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। বর্তমানে এ মামলার সকল আসামি জামিনে আছেন। তবে আদালত স্থানান্তরিত হওয়ায় আসামিদের আবারও নতুন করে জামিন নিতে হবে। সে বিবেচনায় ট্রাইব্যুনাল ২০/২০১৫ নম্বর মামলার আসামিদের ৩ সেপ্টেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছেন। এ দিন থেকে আসামিদের বিচার কার্যক্রম চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এইচ

লুজারের তালিকায় তসরিফা ইন্ডাস্ট্রিজ

tasrifস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার তালিকায় চতূর্থ উঠে এসেছে বস্ত্রখাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এসময় দর কমার শীর্ষে রয়েছে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড। ফান্ডটির প্রতিটি ইউনিটের দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ।
তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড। এসবের দর কমেছে যথাক্রমে ১৪ দশমিক ৬৬ ও ১৪ দশমিক ৫৮ শতাংশ।

এ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানে ১২ দশমিক ৭০ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডে ১২ দশমিক ৩৯ শতাংশ, ইসলামী ব্যাংকে ১১ দশমিক ৭৬ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডে ১১ দশমিক ৩৯ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ানে ১১ দশমিক ১১ শতাংশ ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডে ১০ দশমিক ৬১ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

শুক্রবার ভারতের শেয়ারবাজারে বড় পতন

sensexস্টকমার্কেট ডেস্ক :

ভারতের শেয়ারবাজারে দিনের শুরুতেই সেনসেক্সের বড় ধরণের পতন হয়েছে। এসময় সেনসেক্স কমেছে প্রায় ৫০০ পয়েন্ট।

পৃথিবী জুড়ে শেয়ারবাজারের অনিশ্চিত পরিস্তিতিতে আবারো বড় ধাক্কা খেল দেশটির বাজার। দিন দু’য়েক আগেই সেনসেক্স পড়েছিল ৫৮৬ পয়েন্ট। বৃহস্পতিবার কিছুটা উঠলেও শুক্রবার দিনের বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটি পড়ল ১৫০ পয়েন্ট।

চীনের বেহাল অর্থনীতির জেরে এমনিতেই কয়েক দিন ধরেই বিশ্ব বাজারের সূচকের মুখ নিম্নগামী ছিলই। তার উপরে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদ বাড়াতে পারে, এই আশঙ্কায় ধস নামে বাজারে। তার উপরে কেন্দ্রীয় সরকারের হাজারো চেষ্টার পরেও জমি বিল এবং জিএসটি বিল পাশ করানো সম্ভব হয়নি।

বেসরকারি বিনিয়োগকারীরাও সে ভাবে আগ্রহ দেখাননি। ফলে এই পতন অবশ্যম্ভাবী ছিল বলেই মনে করছেন দেশটির অর্থনীতিবীদরা।

এ দিন অবশ্য বিশ্বের বেশির ভাগ বাজারেই সূচক নীচের দিকেই ছিল। চীনের বাজার বন্ধ থাকলেও জাপান এবং হংকং-য়ের বাজার ছিল বেশ কিছুটা নীচেই। ভারতে আপাতত নীচের দিকে রয়েছে বেশির ভাগ ব্যাঙ্কের শেয়ার। প্রায় ৪ শতাংশ নীচে রয়েছে টাটার বিভিন্ন শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বি/এইচ

ছয় মাসে সর্বোচ্চ দরে সিনো-বাংলা

SINOBANGLA6নিজস্ব প্রতিবেদক :

বিগত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে সিনো বাংলার শেয়ারের দর। গত সপ্তাহে শেয়ারটির দর টানা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

শেয়ারটির দর পর্যালোচনা করলে দেখা যায়, গত জুন মাসে কোম্পানিটির শেয়ারের দর ২৬ টাকার সামান্য বেশিতে অবস্থান করে। যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান ছিল।

গত মার্চ মাসের শেষের দিকে শেয়ারটির দর প্রায় ১৮ টাকায় নেমে আসে। পরে আবার ঘুরে দাঁড়ায় কোম্পানিটির দর।

গত ২৭ আগষ্ট শেয়ারটির দর ২২.৫০ টাকার কাছাকাছি দরে লেনদেন হয়। এর পর থেকে টানা বাড়তে থাকে এই দর।

পরের ৫ কার্যদিবসে ৬ টাকা দর বেড়ে গতকাল ৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ২৮.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/বিএ

সপ্তাহ জুড়ে একটি কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহজুড়ে তালিকাভুক্ত বস্ত্র খাতের একটি কোম্পানির পরিচালনা পর্ষদ নিজ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এসময়ে মডার্ণ ডায়িং লিমিটেড গত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড সভায় রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এইচ

লেনদেনে এসেই আমান ফিডের বাজিমাত

aman-addনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল আমান ফিড লিমিটেড। মাত্র ৩ দিনের লেনদেনেই কোম্পানিটি উঠে এসেছে সাপ্তাহিক লেনদেনের এক নম্বর অবস্থানে। সপ্তাহের শেষ কার্য দিবসে শেয়ারটির দর ৭৮.৫০ টাকায় অবস্থান করছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২ লাখ ৩৪ হাজার ৯০৫টি শেয়ার মোট ১৬০ কোটি ৬ লাখ ৩৭ হাজার টাকায় লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৮.১২ শতাংশ।

গত ১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির লেনদেন শুরু হয়, এরপর টানা ৩ কার্যদিবসেই ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকে আমান ফিড। এসময় কোম্পানিটির শেয়ারের দর ৪২.৫০ টাকা বৃদ্ধি পায়।

সপ্তাহ শেষে লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মা ও তৃতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ইসলামী ব্যাংক, ফার কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বদিউল/এইচ

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনে ৯.৪৯% পতন

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের মূল্য সূচক। এসপ্তাহে ডিএসইতে লেনদেনের ৯.৪৯ শতাংশ পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৭০ কোটি ২৭ লাখ ১০ হাজার ৩১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৭৬ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৩৫ টাকার শেয়ার। এই হিসেবে লেনদেনের ৯.৪৯ শতাংশ পতন হয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টি কোম্পানির। আর দর কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৪ দশমিক ২১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ৪ দশমিক ৪০ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ১০ দশমিক ৩৭ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ০২ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক দশমিক .৯৮ শতাংশ বা ৪৭ দশমিক ১০ পয়েন্ট কমে গত ৩ সেপ্টেম্বর অবস্থান করছে ৪৭৬৫ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম