প্রভাতী ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে অরগস ক্রেডিট রেটিং সারবিস লিমিটেড (এসিআরএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিচ হ্যাচারির ৫% লভ্যাংশ ঘোষণা

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের বিনিয়োগকারীদের জন্য ৫% শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ অক্টোবর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিচ হ্যাচারি লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কাশেম ড্রাইসেলসের বোর্ড সভা ১ অক্টোবর

Quasem-Drycells-Battery2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাশেম ড্রাইসেলস কোম্পানির বোর্ডসভা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার বেলা ২ টা ৩৫ মিনিটে কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একইসঙ্গে বোর্ডসভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে সূচকের উর্দ্ধমূখীতে শেষ লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ২য় কার্যদিবসে ৪ সূচকের উর্দ্ধমূখী লক্ষ্য করা গেছে। সিএসআই সূচক গতকালের চেয়ে কমেছে। দিন শেষে সিএসইতে অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি পেলেও গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে সামান্য। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, সোমবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই .৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা। রবিবার ছিল সেখানে ৩৯ কোটি ৪৭ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে এসিআই ও ইউনাইটেড এ্যায়ারওয়েজ কোম্পানি লিমিটেড।

সোমবার সিএসইতে ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টির দাম বেড়েছে, কমেছে ৯২ টির আর অপরিবর্তিত ছিল ৩০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. খুলনা পাওয়ার
  2. বিএসআরএম স্টিলস
  3. বেক্সিমকো ফার্মা
  4. ইউনাইটেড এ্যায়ারওয়েজ
  5. সাইফ পাওয়ারটেক
  6. আমান ফিড
  7. স্কয়ার ফার্মা
  8. গ্রামীণফোন
  9. লাফার্জ সুরমা
  10. আইডিএলসি ফাইন্যান্স।

ডিএসইতে ৫১৯ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধান সূচকের সাথে বেড়েছে অন্যান্য সূচক। এ দিন অধিকাংশ শেয়ারের দর গতদিনের চেয়ে বেড়ে  ৫১৯ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৪৮৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। রবিবার ডিএসইতে এই সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪৮৩০ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৯ কোটি ৬৪ লাখ টাকা। রবিবার সেখানে ৪১৮ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছিল। গত দিনের চেয়ে ১০১ কোটি ৬২ লাখ টাকার লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইতে মোট ৩১৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ১১৪ টির। আর অপরিবর্তিত ছিল ৪০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – খুলনা পাওয়ার, বিএসআরএম স্টিলস, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এ্যায়ারওয়েজ, সাইফ পাওয়ারটেক, আমান ফিড, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লাফার্জ সুরমা ও আইডিএলসি ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্যারাগন লেদারের মামলায় জামিনে আব্দুস সালাম

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

প্যারাগন লেদার এ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের শেয়ার সার্টিফিকেট প্রতারণা মামলার আসামি ও ইনষ্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি আব্দুস সালামকে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল।

সোমবার সকালে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবীর আসামির জামিন মঞ্জুর করেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, মামলার আসামি আব্দুস সালাম অসুস্থ্, বয়স্ক ও সরকারি প্রকল্পের পরিচালক পদে কর্মরত রয়েছেন। এসব বিষয় উল্লেখ করে আদালতে জামিন আবেদন করা হয়েছিল। আদালত বিষয়গুলো বিবেচনায় নিয়ে তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। অন্যান্য আসামীরা কারাগারে থাকবেন।

গত ১৪ সেপ্টেম্বর এ মামলার ২০জন আসামির মধ্যে পাঁচজন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। কিন্তু ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানের নির্দেশ দেন।

জেলহাজতে পাঠানো এ মামলার আসামিরা হলেন প্যারাগণ লেদারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, কোম্পানিটির করপোরেট এ্যাডভাইজার ও আইসিএবির সাবেক সভাপতি আব্দুস সালাম, এ্যাকাউন্ট অফিসার মো. জালাল উদ্দিন, শেয়ার অফিসার এসএম জুনায়েদ বাগদাদী ও কম্পিউটার অপারেটর হেমন্ত বাইন ভূঞা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ/

সাইফ পাওয়ারের মূলধন ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত

saifস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ কোম্পানি ৪০০ কোটি টাকা মূলধন বাড়াবে। এতে কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বেড়ে ৫০০ কোটি হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে।

আর আগামী ১২ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। ওইদিন অনুমোদিত মূলধনের বিষয়ে শেয়ারহোল্ডাদের সম্মতি নেওয়া হবে।

কোম্পানিটি সর্বশেষ বছরে বিনিয়োগকারীদের জন্য ২৯ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ফেডারেল ইন্সুরেন্স উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

federal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির ৮ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ নামে এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা

southest-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংকের একজন উদ্যোক্তা কোম্পানিটির ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

নাসির উদ্দিন আহমেদ নামে এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ