চীনেবৃহৎ দুই কোম্পানির বিনিয়োগ আসছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চীন থেকে বাংলাদেশে একের পর এক বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসছে। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন লিমিটেড (সিসিইসিসি) এবং জিহং মেডিকেল প্রোডাক্টস লিমিটেড নামের দুটি চীনভিত্তিক কোম্পানি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা নির্মাণ করতে যাচ্ছে।

দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরে ১০ একর জায়গা চেয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে আবেদন করেছে সিসিইসিসি। একই শিল্পনগরে ৮ একর জায়গা চেয়েছে জিহং মেডিকেল প্রোডাক্টস লিমিটেড।

এই দুটি বিদেশি কোম্পানির বিনিয়োগ প্রস্তাব যাচাই-বাছাই করে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেজা। তারই অংশ হিসেবে আগামীকাল সোমবার সোনারগাঁও হোটেলে চীনা দুটি কোম্পানির সঙ্গে জমির ইজারা চুক্তি করতে যাচ্ছে বেজা।

এর আগে গত আগস্টে করোনা মহামারির মধ্যে চীনের আরেকটি কোম্পানি ইয়াবাং গ্রুপকে ১০০ একর জমি লিজ দিয়েছিল বেজা। সেখানে কোম্পানিটি ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৫৫০ কোটি টাকা।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘করোনার মধ্যে বিদেশি কোম্পানিগুলো যেভাবে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসছে, আমরা অবশ্যই তাদের সাধুবাদ জানাই। মহামারির মধ্যে বিনিয়োগ করতে আসার মানে হলো, তাদের আমরা সব ধরনের সুযোগ-সুবিধা দিতে পারছি। নতুন দুটি কোম্পানিকে আমরা জমি ইজারা দিতে যাচ্ছি। দুটি কোম্পানিই শতভাগ রপ্তানিমুখী। জমি লিজ পাওয়ার পর তারা যত দ্রুত সম্ভব কারখানা নির্মাণ শুরু করতে চায়।’

বেজা থেকে পাওয়া তথ্য বলছে, সিসিইসিসি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি। নির্মাণশিল্পে যেসব কাঁচামাল প্রয়োজন হয়, বঙ্গবন্ধু শিল্পনগরে জমি পেলে তারা সেই কাঁচামাল উৎপাদন করবে। বিশেষ করে স্টিল তৈরির কাঁচামাল। তথ্য বলছে, সিসিইসিসি বঙ্গবন্ধু শিল্পনগরে প্রাথমিকভাবে ১ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩৬ কোটি টাকা।

অন্যদিকে জিহং মেডিকেল প্রোডাক্টস কোম্পানি লিমিটেড অর্থনৈতিক অঞ্চলে জমি পেলে স্বাস্থ্য সরঞ্জাম তৈরি করবে—আইসোলেশন গাউন, ল্যাব জ্যাকেট, ডিসপোজিবল ক্যাপ, বুট কভার, শু কভার ইত্যাদি। কোম্পানিটি প্রাথমিকভাবে ১ কোটি ২৭ লাখ ডলার বিনিয়োগ করবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১০৮ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

বাণিজ্যমন্ত্রী বৈঠক এগ্রো প্রসেসিং শিল্পে বিনিয়োগের আহ্বান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশে এগ্রোপ্রসেসিং শিল্পে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। স্পেনের বিনিয়োগকারীরা এ খাতে বিনিয়োগ করলে লাভবান হবেন। সরকার বিদেশী বিনিয়োগকারীকে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে।

বিনিয়োগের ক্ষেত্রে সকল আনুষ্ঠানিকতা সহজ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে চীন, কোরিয়া, জাপান, ভারতসহ বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে।

চীন, ভারতসহ এঅঞ্চল পণ্যের একটি বড় বাজার। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ যুব জনশক্তি রয়েছে। সবদিক বিবেচনায় বাংলাদেশ এখন বিনিয়োগের চমৎকার স্থান। বাণিজ্যমন্ত্রী বলেন, স্পেন বাংলাদেশের চতুর্থ বৃহত রপ্তানি বাজার। স্পেনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে।

উভয় দেশের ব্যবসায়ীরা সফর বিনিময়ের মাধ্যমে এ বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। আগামী ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে। বাংলাদেশ স্পেনের কাছ থেকে চলমান জিএসপি সুবিধা অব্যাহত রাখাবে বলে প্রত্যাশা করছে। আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি এ্যাসিস বেনিটেজ সালাসের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। এ শিল্পে প্রায় পয়তাল্লিশ লাখ শ্রমিক কাজ করছে, এর সিংহভাগই নারী। বাংলাদেশ সরকার ইতোমধ্যে শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অধিকার ও কাজের ভালো পরিবেশ নিশ্চিত করেছে। শ্রমিকরা এখন কর্মবান্ধব পরিবেশে নিরাপদে কাজ করছে। এর পাশাপাশি বাংলাদেশ আরও বেশ কিছু পণ্য রপ্তানির বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রোহিঙ্গাদের প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, একান্তই মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। স্পেন এ ইস্যুতে বাংলাদেশকে সহায়তা প্রদান করছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে স্পেনের আন্তরিক সহযোগিতা কামন করে বাংলাদেশ। রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি এ্যাসিস বেনিটেজ সালাস বলেন, স্পেন বাংলাদেশের বন্ধু রাষ্ট। বাণিজ্যিক দিক থেকেও স্পেন বাংলাদেশকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশে চলমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে স্পেন খুশি। বাংলাদেশের তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে স্পেনে। আগামীতে আরও বেশি পরিমাণে তৈরি পোশাক স্পেন বাংলাদেশ থেকে আমদানি করবে, বাণিজ্যের পরিধিও বাড়বে। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছে এতে স্পেন খুশি। এলডিসি গ্রাজুয়েশনের পরও স্পেন বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।

বাষ্ট্রদূত বলেন, স্পেনের বেশকিছু প্রতিষ্ঠান বাংলাদেশের উন্নয়নে কাজ করছে। স্টিল ব্রিজ, রেলওয়েসহ বেশ কিছু সেক্টরে স্পেনের প্রতিষ্ঠান যৌথভাবে বাংলাদেশে কাজ করছে এবং টেকনিকেল সহযোগিতা দিয়ে যাচ্ছে। উভয় দেশের ব্যবসায়ীরা সফর বিনিময় করলে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। বাংলাদেশের এগ্রো প্রসেসিং সেক্টরে বিনিয়োগের বিষয় পরীক্ষা করে দেখবে স্পেন।

উল্লেখ্য, গত ২০১৮-২০১৯ অর্থ-বছরে বাংলাদেশ স্পেনে রপ্তানি করেছে ২,৫৫৪.৮২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করেছে ১৮০.১৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। উভয় দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ২,৭৩৭ মিলিয়ন মার্কিন ডলার। কোভিড-১৯ এর কারণে গত অর্থ-বছরে বাণিজ্যের পরিমাণ কম ছিল।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক:

আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ কোম্পানিটির ৬৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড যার শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ২৬ লাখ টাকার।

তৃতীয় স্থানে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড যার শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৯৭ লাখ টাকার।

লেনদেনের তালিকার কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ইন্স্যুরেন্স ৩৪ কোটি ১৬ লাখ টাকা, ফরচুন ৩০ কোটি ৮৩ লাখ টাকার, সিটি ব্যাংক ২৪ কোটি ৫৩ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকো ২২ কোটি টাকা, ওয়ালটন ১৬ কোটি ২৪ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ার ১৬ কোটি ৫ লাখ টাকার ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেন হয় ১৫ কোটি ৬৬ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/

চার হাজার কোটি ডলারে অ্যালেক্সিয়ন কিনছে অ্যাস্ট্রাজেনেকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মার্কিন ওষুধ প্রস্তুতকারক অ্যালেক্সিয়ন ফার্মাসিউটিক্যালস তিন হাজার নয়শ’ কোটি ডলারে কিনে নিতে সম্মত হয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। দ্রুত বাড়তে থাকা ক্যানসার এবং প্রতিষেধক ওষুধের বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশে এই বিপুল বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। শনিবার ব্রিটিশ প্রতিষ্ঠানটির এক ঘোষণায় এই বিনিয়োগের কথা জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকরি করে তুলতে আরও গবেষণা চালানোর ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। ওই ঘোষণার কারণে ভ্যাকসিনটি চালু হওয়ার গতি ধীর হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। যদিও প্রতিদ্বন্দ্বি ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন ইতোমধ্যে যুক্তরাজ্যে চালু হয়ে গেছে। আর যুক্তরাষ্ট্রেও তা অনুমোদন পেয়ে গেছে। আর সেই পরিস্থিতিতে ভ্যাকসিন উন্নয়নের ঘোষণা দেওয়ার পর মার্কিন কোম্পানি অ্যালেক্সিয়ন কিনে নেওয়ার ঘোষণা দিলো ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রজেনেকা।

অ্যাস্ট্রজেনেকার প্রধান নির্বাহী প্যাসকাল সোরিয়ট বলেন, ‘প্রতিরোধ বিদ্যা উন্নয়ন, নতুন ধরনের রোগের ক্ষেত্রে তা এগিয়ে নেওয়া, নতুন ধরনের চিকিৎসক ও যেসব রোগীদের কাছে আমরা এখন পর্যন্ত পৌছেোত পারিনি তাদের কাছে পৌঁছানোর গতি বাড়ানোর জন্য এটা আমাদের জন্য বিপুল সুযোগ বয়ে আনবে।’

অ্যালেক্সিয়নের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধ হলো সোলিরিস। ওষুধটি নানা ধরনের প্রতিরোধ অক্ষমতার বিরুদ্ধে ব্যবহার হয়ে থাকে। অ্যাস্ট্রাজেনেকা আশা করছে সোলিরিসের একটি উন্নত ভার্সন চালু করবে। যাতে এর বাজার আরও বিস্তৃত হয়ে উঠতে পারে। বিরল রোগের চিকিৎসায় ওষুধটি ব্যবহার উপযোগী করে তোলারও প্রচেষ্টা চালানোর আশা করছে তারা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্রেক্সিট: ইইউর প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলছে ব্রিটেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বেরিয়ে গেছে বহু আগেই। এখন চলছে ব্রেক্সিট উত্তর বাণিজ্য আলোচনা। এ আলোচনার মাধ্যমে চুক্তি করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন দুই পক্ষের নেতারা। এর মধ্যেই দুই পক্ষই পরস্পরকে মতৈক্যে না পৌঁছানোর শঙ্কার বিষয়ে সতর্ক করেছে।

ব্রিটেনের সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইইউ যেসব শর্ত দিয়েছে তা ব্রিটেনের জন্য অগ্রহণযোগ্য।

দুই পক্ষের আলোচনা শেষে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। চুক্তি করার বিষয়ে আজ বরিবারের মধ্যে মতৈক্য না হলে আলোচনা পরিত্যাগ করা হবে নাকি আলোচনা চালিয়ে যাওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

স্টকমার্কেটবিডি.কম/এম

সেরা পাবলিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়কে সম্মাননা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্সে বিশেষ অবদান রাখায় এবার সপ্তম ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-এ সেরা পাবলিক প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা ও পুরস্কার পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস হলরুমে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে এই সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।

শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব এবং বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবির।

চলমান বিশ্ব পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্য-প্রযুক্তিভিত্তিক উৎসবের সপ্তম আসর ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে ই-কমার্সে দক্ষ জনবল বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো’ প্রকল্পের আওতায় দেশব্যাপি ই-কমার্সবিষয়ক প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ই-কমার্সে দক্ষ জনবল আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখবে। ডিজিটাল কমার্সকে শক্তিশালী করার জন্য তৈরিকৃত ‘বাংলাদেশ ডিজিটাল কমার্স পলিসি ২০১৮’-এর আওতায় বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নীতি-সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ই-কমার্সের গুরুত্ব অপরিসীম। সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের নিকট ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে ই-কমার্স। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রত্যক্ষ উদ্যোগে ই-কমার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ বছর আম মৌসুমে অনলাইন আম মেলার আয়োজন করা হয়েছিল এবং এই কর্মসূচি বহুল প্রশংসিত হয়েছিল। বর্তমানে ই-কমার্সের মাধ্যমে ভোক্তা সাধারণের মধ্যে ন্যায্যমূল্যে টিসিবির পেয়াজ বিক্রয় কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে। ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্লক মার্কেটে ৬ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৩৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২০ লাখ ৩১ হাজার ২১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ২১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবা ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিঙ্গারবিডি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এনসিসি ব্যাংক ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ডেল্টা ব্রাক হাউজিং ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক, ডমিনেজ স্টিল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, আইএফআইসি ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, মুন্নু সিরামিক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ফিড মিলস, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফনিক্স ফিন্যান্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স,রেনেটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, সমতা লেদার, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, সিলকো ফার্মা, সিমটেক্স, এসকে ট্রিমস, সোনারগাঁও টেক্সটাইল, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. আইএফআইসি ব্যাংক
  2. বেক্সিমকো ফার্মা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. রূপালী ইন্স্যুরেন্স
  5. ফরচুন সুজ
  6. সিটি ব্যাংক
  7. ব্রিটিশ আমেরিকান টোবাকো
  8. ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ
  9. ইউনাইটেড পাওয়ার
  10. রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাঁড়ালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন ও সূচক বেড়েছে। এদিন লেনদেন এক হাজার কোটি টাকা ছাঁড়িয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১২৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৯৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০০৩ কোটি ৩৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ৯৩৬ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৩টির। আর দর অপরিবর্তিত আছে ৬২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, সিটি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৩.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৮৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ২৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এনসিসি ব্যাংকের শেয়ার পাবে ইউনিয়ন ক্যাপিটাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংকের একজন উদ্দোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্দ্যোক্তা মোহাম্মদ আলী কাছে থাকা মোট ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৬৩৬টি শেয়ার ইউনিয়ন ক্যাপিটালকে প্রদান করবেন।

তিনি হাইকোর্টের নির্দেশে এসব শেয়ার হস্তান্তর করবেন।

আগামী ৩০ দিনের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এসএস