1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. বেক্সিমকো লিমিটেড
  3. তিতাস গ্যাস
  4. বারাকা পাওয়ার
  5. রতনপুর স্টিলস
  6. বিবিএস
  7. এ্যাপোলো ইস্পাত
  8. এ্যাকটিভ ফাইন
  9. এএফসি এগ্রো
  10. আইডিএলসি।

ডিএসইতে ১৩০৯ ও সিএসইতে ৮৩ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ১৩৩৩ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ৮৩ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ১৩৩৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ১৩০৯ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়। আজ দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ০.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩৬ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, তিতাস গ্যাস, বারাকা পাওয়ার, রতনপুর স্টিলস, বিবিএস, এ্যাপোলো ইস্পাত, এ্যাকটিভ ফাইন, এএফসি এগ্রো ও আইডিএলসি।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৮০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এপেক্স ফুটওয়ার ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

মোজাফফর স্পিনিংয়ের এইচপিএসএম প্রকল্পে ১৬৬ কোটি টাকা বিনিয়োগ

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের কারখানায় এইচপিএসএম প্রজেক্ট বা রিং প্রকল্প চালু করা হবে। এজন্য প্রয়োজন মোট ১৬৬ কোটি টাকা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ইনভেষ্টমেন্ট ডেভেল্পমেন্ট অথরিটি (বিআইডিএ) এ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এছাড়াও কোম্পানিটি দ্য ইসলামিক করপোরেশন ফর দ্যা ডেভেল্পমেন্ট অফ প্রাইভেট সেক্টর (আইসিডি) থেকে এনওসি অর্জন করেছে।

এই অর্থের ১০৬ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা ঋণ ইসলামি ব্যাংক থেকে সংগ্রহ করা হবে। প্রকল্পের বাকি অর্থ কোম্পানির নিজস্ব রিজার্ভ থেকে ব্যয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ট্রাষ্ট ব্যাংকের বোর্ড সভা স্থগিত

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, স্থগিত করা এই বোর্ড সভার দিন ও সময় পরবর্তীতে জানানো হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, আসন্ন এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আগামী ২৬ ফেব্রুয়ারি বেলা ২ টা ৪৫ মিনিটে নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এস

তেজগাঁওয়ে ৯ তলা ভবন নির্মাণ করবে ইফাদ অটোস

ifadস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাবুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড একটি নতুন ভবন তৈরি করতে যাচ্ছে। ৯ তলার এই ভবন নিমার্ণবাবদ কোম্পানিটির ৪৩ কোটি টাকার ব্যয় হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই ভবন নিমার্ণের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৫ মাসের মধ্যে এই ভবন নির্মাণ সম্পন্ন হবে বলে জানানো হয়।

তেজগাঁ বানিজ্যিক এলাকায় অবস্তিত ৯ তলা বিশিষ্ট এই ভবনটির ক্ষেত্রফল হবে ৩৭,৯৩৫ বর্গফুট।

এই ভবণ নিমার্ণে ইফাদ অটোসের প্রায় ৪৩ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ৩০ কোটি টাকা ব্যাংক ঋণ আর বাকি টাকা নিজেরা অর্থায়ন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডাচ্-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

dutch-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য গত বছরের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।

এ সময় ব্যাংকটির শেয়ার প্রতি আয় এসেছে ৮ টাকা ৮১ পয়সা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮.৩০ টাকা।

আগামী ৩০ মার্চ ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৫ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এস

বিলুপ্ত হচ্ছে আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড

mutualfunds_421x236নিজস্ব প্রতিবেদক :

আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড আগামী ২০ মার্চ ১০ বছর পূর্ণ করবে। এ সময়ের পর ফান্ডটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে এর ট্রাস্টি কমিটি। বুধবার স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুসারে, মেয়াদপূর্তির পর মিউচুয়াল ফান্ডকে বিলুপ্ত অথবা বেমেয়াদিতে রূপান্তর করতে হয় এর ট্রাস্টিকে। ট্রাস্টি বেমেয়াদিতে রূপান্তরের সিদ্ধান্ত নিলে এক্ষেত্রে প্রথমে সংখ্যাগরিষ্ঠ ইউনিটহোল্ডারের ভোটে এবং পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হয়।

আইসিবি এনআরবি ফার্স্ট ফান্ডের ট্রাস্টি অবসায়নের সিদ্ধান্ত নেয়ায় ইউনিটহোল্ডার সভার বিষয়টি প্রযোজ্য হচ্ছে না। বিধি মোতাবেক সম্পদমূল্যের ভিত্তিতে ইউনিটহোল্ডারদের পাওনা পরিশোধ করা হবে।

সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ২৪ টাকা ১১ পয়সা, যেখানে ইউনিটপ্রতি বিনিয়োগ রয়েছে ৩১ টাকা ৪ পয়সা। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

সর্বশেষ ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে আইসিবি এনআরবি ফার্স্ট ফান্ডের ইউনিটহোল্ডাররা ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন। ইউনিটপ্রতি বার্ষিক আয় (ইপিইউ) ছিল ২ টাকা ৭ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সায় আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়। গত এক বছরে এর দর ১৭ টাকা ৪০ পয়সা থেকে ২৬ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠনামা করে।

২০০৭ সালে শেয়ারবাজারে আসা ফান্ডটির পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। মোট ইউনিটের মাত্র ১ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ৪৬ দশমিক শূন্য ৩, বিদেশী দশমিক ১৩ ও বাকি ৫২ দশমিক ৮৪ শতাংশ ইউনিট রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

স্টকমার্কেটবিডি.কম/

সরকার, বিএসইসি এবং ডিএসই শেয়ারবাজারকে ভাল রাখতে চেষ্টা করছে : মাজেদুর রহমান

????????????????????????????????????নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সচেতন হতে হবে। ২০১০ সালের পরে সরকার, বিএসইসি এবং ডিএসই সবাই মিলে শেয়ারবাজার যাতে ভালভাবে পরিচালিত হয় সে চেষ্টা করে আসছে। এজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগকারী প্রশিক্ষণ। বিনিয়োগকারীরা যদি শেয়ারবাজারে সচেতনতার সাথে বিনিয়োগ সংশ্লিষ্ট হতে পারে তবে শেয়ারবাজারে সফলতা আসবে। এজন্যই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।

দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের মুখ্য প্রশিক্ষকদের আট দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গত সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, শেয়ারবাজারে একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য প্রশিক্ষকদেরকে কাজ করতে হবে। তাদের মূল কাজ হবে বিনিয়োগকারীদেরকে বাজার সম্পর্কে সচেতন করা। বিনিয়োগকারীরা যেন বুঝে শুনে এবং কোম্পানির মৌলভিত্তি বিবেচনা করে বিনিয়োগ করে। বিনিয়োগকারীরা সচেতনভাবে বিনিয়োগ করলে শেয়ারবাজারকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব।

মাজেদুর রহমান বলেন, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের জন্য একটি শ্লোগান তৈরি করা হয়েছে তা হলো “সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী”। এই চারটা শব্দে সব কথা বলা হয়েছে। বিনিয়োগে ঝুঁকি থাকবে এবং এই ঝুঁকি নিতে হবে বুঝে শুনে। তবেই বাজারে বিনিয়োগ করে লাভবান হওয়া যাবে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/

আরএন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা

rn spinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

তবে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি।

আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৫ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে বারাকা পাওয়ারের লেনদেন বেশি

baraka-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। একোম্পানির মোট ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার কোম্পানিটির শেয়ার ৪,২৮০ বার হাতবদল হয়। এসময় মোট ১ কোটি ৮ লাখ ৫৪ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৩ হাজার ৮৫৮ বারে ৮৯ লাখ ২৫ হাজার ৫৯৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫২ কোটি ৪২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স ২ হাজার ৯৫৬ বারে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ৩৮.৬০ কোটি টাকা, একমি ল্যাব ৩৮.০৮ কোটি টাকা, পদ্মা অয়েল ৩৬.০৩ কোটি টাকা, এ্যাপোলো ইস্পাত ৩১.৮ কোটি টাকা, ইফাদ অটোস ৩০.৯১ কোটি টাকা, জিপিএইচ ইস্পাত ২৯.৬৯ কোটি টাকা ও তিতাস গ্যাস ২৮.০৬ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম