উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান সমুদ্রপথে রয়েছে : সচিব

piazস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের উদ্যোগের ফলে অতি দ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করেছেন বাণিজ্যসচিব জাফর উদ্দিন।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব আরও বলেন, সম্প্রতি মিয়ানমার পেঁয়াজের রপ্তানিমূল্য ৪ গুণ বৃদ্ধি করায় এবং ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ২ / ১ দিন যাবৎ বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘আবার সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে বেশির ভাগ ক্ষেত্রে দেড় মাসের মতো সময় লেগে যাচ্ছে। বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান বাংলাদেশের উদ্দেশে সমুদ্রপথে রয়েছে।’

এমন পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আপৎকালীন সমস্যা নিরসনে তড়িৎগতিতে কার্গো বিমানযোগে মিশর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান বাণিজ্যসচিব।

কার্গো বিমানের প্রথম চালান মঙ্গলবার দেশে এসে পৌঁছাবে জানিয়ে সচিব বলেন, ‘ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। টিসিবির কার্যক্রম ঢাকাসহ সারা দেশে জোরদার করা হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম

আইপিও রিভিউ টিম পরিবর্তন : বাদ পড়লেন মিনহাজ ইমন

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিও রিভিউ টিম পরিবর্তন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা বোর্ড। টিমের সদস্য মিনহাজ মান্নান ইমনকে বাদ দিয়ে ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. এম কায়কোবাদকে অন্তর্ভূক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মিনহাজ মান্নান ইমন একজন শেয়ারহোল্ডার পরিচালক। তাকে কমিটিতে রাখা ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের সাথে সাংঘর্ষিক হতে পারে বলে মনে করে পরিচালনা পর্ষদ। তাই তার পরিবর্তে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. এম কায়কোবাদকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর স্বচ্ছ ও ভালো কোম্পানি আনয়নের লক্ষ্যে ৬ সদস্যের আইপিও রিভিউ টিম গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন- ডিএসইর পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, মিনহাজ মান্নান ইমন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী। কমিটির সদস্য সচিব করা হয়েছে লিস্টিং বিভাগের প্রধানকে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধে হাইকোর্টে রিট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আরবসহ মধ্যপ্রাচ্যের ৫ দেশে নারী কর্মী পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। কক্সবাজারের বাসিন্দা রাজিয়া খাতুন হাইকোর্টে এ রিট দায়ের করেছেন।

সোমবার রিটের বিষয়টি জানিয়েছেন রিটকারীর আইনজীবী জামান আক্তার বুলবুল।

সৌদি আরব ছাড়াও অন্য যে চার দেশে নারী পাঠানো বন্ধে রিট করা হয়েছে সেই দেশগুলো হলো- জর্ডান, লেবানন, ইরাক ও সিরিয়া।

আবেদনটি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরে হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশ প্রধান (আইজিপি), চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও চট্টগ্রামের ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এমবি ফার্মার বোর্ড সভা ২৮ নভেম্বর

ambee..smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি এমবি ফার্মাসিটিউক্যালস লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে।  সােমবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ নভেম্বর বেলা সাড়ে ৩টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

এ্যাকটিভ ফাইনের বাৎসরিক বোর্ড সভা ২৮ নভেম্বর

activeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি এ্যাকটিভ ফাইন লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে।  সােমবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ নভেম্বর   বেলা ৩টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডিএসইতে ৪০৯ ও সিএসইতে ২২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

সোমবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫২ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৬১ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৪৫ কোটি ৯৩ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০ কোম্পানি হলো – ন্যাশনাল টিউবস, ওয়াটা কেমিক্যালস, এশিয়া ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক, স্টাইল ক্রাফট ফ্যাশন, ন্যাশনাল পরিমার, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩২৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

স্টকমার্কেটবিডি.কম/বি

এএফসি এগ্রোর বাৎসরিক বোর্ড সভা আহবান

afc-agro-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে।  সােমবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ নভেম্বর বেলা সাড়ে ৩টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মিরাকল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ নভেম্বর

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইউনাইটেড পাওয়ারের বোনাস বিওতে জমা

UPGDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের    বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ১৮ নভেম্বর এ কোম্পানির বোনাস শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে এ বিষয়ে কোম্পানি থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুন শেষ হওয়া জুন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি তার বিনিয়োগকারিদের জন্য ১৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ  বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

বাংলাদেশিদের শ্রম বাজার খুলে দেওয়ার ইঙ্গিত আমিরাতের

c6b70a93a1f6ea4cb1af52d3e0b97627-5dd17d5b1ac51স্টকমার্কেটবিডি ডেস্ক :

পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

রবিবার (১৭ নভেম্বর) দুবাই ওয়ার্ল্ড সেন্টারে ‘দুবাই এয়ার শো-২০১৯’-এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এই ইঙ্গিত দেন।

বাংলাদেশি শ্রমিকদের জন্য শিগগিরই তার দেশের শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দিয়ে শেখ হাসিনার উদ্দেশে আমিরাতের যুবরাজ নাহিয়ান বলেন, ‘আপনার পরবর্তী আমিরাত সফরকালে এ প্রশ্নটি আর করতে হবে না।’ বাংলাদেশি শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ওয়ার্ক পারমিট দেওয়ারও ইঙ্গিত দেন আমিরাতের যুবরাজ।

সাক্ষাৎ শেষ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘যুবরাজ বাংলাদেশ থেকে চাল নেওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি উদ্বৃত্ত চাল উৎপাদনকারী দেশ। বাংলাদেশ বিভিন্ন ধরনের চাল উৎপাদন করছে। আমরা বিভিন্ন দেশে চাল রফতানি করছি।’

যুবরাজ বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে সেরা মানের চাল আমদানি করতে চাই। আমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের চাল দেখার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবো।’

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম/